জরিমানা গুণতে হচ্ছে সাব্বিরকে
রোববার বাংলাদেশ-আফগানিস্তান প্রথম ওয়ানডে ম্যাচ চলাকালীন আফগানিস্তানের লেগ স্পিনার রশিদ খানের বলে আউট হন বাংলাদেশের ব্যাটসম্যান সাব্বির রহমান। ৪৫ তম ওভারের পঞ্চম বলে রশিদের গুগলি লাগে সাব্বিরের প্যাডে। তারপর আফগানিস্তানের ফিল্ডাররা এলবিডব্লিউর জন্য জোরালো আবেদন করেন। কিছুক্ষণ ভেবে আম্পায়ার শরফুদ্দৌলা আঙুল তুলে দেন। তবে বলের বাউন্সের কারণে এলবিডব্লিউয়ের সিদ্ধান্তটা বিতর্কিত ছিলো।
পরবর্তীতে আম্পায়ারের সিদ্ধান্তের বিরুদ্ধে প্রশ্ন তোলায় আইসিসির নতুন নিয়মে জরিমানার শিকার হয়েছে বাংলাদেশী এই ব্যাটসম্যান। মাঠে এমন কোনো ভাষা বা অঙ্গভঙ্গি যা অশ্লীল, আক্রমণাত্মক বা অপমানজনক ব্যবহার সম্পর্কিত আইনে শাস্তি হচ্ছে এ টাইগারের।
অবশ্য এই ঘটনার পর সাব্বির নিজের দোষ স্বীকার করলেও জরিমানা করা হয়েছে ম্যাচ ফির ৩০ শতাংশ। জরিমানার পরিমাণ নির্ধারণ করেছেন অন ফিল্ডের দুই আম্পায়ার সামসুদ্দিন ও শরফুদ্দৌলা, তৃতীয় আম্পায়ার আনিসুর রহমান ও চতুর্থ আম্পায়ার তানভীর আহমেদ। সেই সঙ্গে আইসিসির নতুন কোড অব কন্ডাক্ট অনুযায়ী দুই ডিমেরিট পয়েন্ট সংগ্রহ করেছেন সাব্বির।
২২ সেপ্টেম্বর থেকে কার্যকর হওয়া আইসিসির এই নতুন নিয়মে আগামী ২৪ মাসে এই পয়েন্ট ৪ বা ততোধিক হলে পরে সেই অনুসারে পরবর্তী ম্যাচগুলোতে নিষিদ্ধ হতে পারেন ব্যাটসম্যান সাব্বির রহমা
এই সংক্রান্ত আরো সংবাদ
নারী ফুটবল দলের বেতন বকেয়া, দ্রুত সমাধানের আশ্বাস
টানা দ্বিতীয়বার সাফ নারী চ্যাম্পিয়নশিপের শিরোপা জিতে ঢাকায় এসে পৌঁছেছেবিস্তারিত পড়ুন
প্রোটিয়াদের রানের পাহাড়, টাইগাররা নামতেই বদলে গেল পিচের ধরন!
চট্টগ্রাম টেস্টে প্রথম ৫ সেশনেরও বেশি সময় ব্যাটিং করেছে দক্ষিণবিস্তারিত পড়ুন
নেপালকে হারিয়ে সাফ চ্যাম্পিয়ন বাংলাদেশ
নেপালের রাজধানী কাঠমান্ডুর দশরথ স্টেডিয়ামে স্বাগতিকদের ২-১ গোলে হারিয়ে সাফবিস্তারিত পড়ুন