জর্ডানে ইসরায়েলি দূতাবাসে গুলি, নিহত ২

জর্ডানের রাজধানী আম্মানে অবস্থিত ইসরায়েলি দূতাবাসে গুলি চালিয়েছে দুজন বন্দুকধারী। হামলায় নিহত হয়েছেন দুজন।
স্থানীয় সময় রোববার রাতে আম্মানের রাবেয়াহ এলাকায় এ ঘটনা ঘটে বলে জানিয়েছে সংবাদমাধ্যম আলজাজিরা।
সংবাদ সংস্থা এএফপির তথ্য অনুযায়ী, নিহত দুজন হলেন মুহাম্মদ জাওয়াওদাহ ও বাশার হামারনেহ। তারা দুজনই জর্ডানের নাগরিক। হামলাকারীদের গুলিতে কিশোর জাওয়াওদাহ ঘটনাস্থলেই নিহত হয়। আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে নেওয়ার পর মৃত্যু হয় বাশারের।
এ ছাড়া রোববারের হামলায় আহত হয়েছেন একজন ইসরায়েলি নাগরিক। তিনি দূতাবাসে নিরাপত্তাবিষয়ক উপপরিচালকের দায়িত্বে রয়েছেন।
পুলিশ সূত্রে জানা যায়, জর্ডানের দুজন বাসিন্দা ইসরায়েলি দূতাবাসে ঢুকে গুলি চালায়। তারা একটি আসবাব কারখানায় কাজ করে। হামলার কারণ জানা যায়নি।
দূতাবাসটি আম্মানের একটি আবাসিক ভবনে অবস্থিত। হামলার পর দূতাবাসটি বন্ধ করে দেওয়া হয়েছে এবং সব কর্মীকে নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে।
হামলার পরপরই তদন্তে নেমেছে আম্মান পুলিশ। তবে তদন্ত এখনো প্রাথমিক পর্যায়ে রয়েছে বলে জানিয়েছে তারা। হামলার পর দূতাবাসের নিরাপত্তা জোরদার করা হয়েছে।
এদিকে দূতাবাসে হামলার বিষয়ে কোনো মন্তব্য করেনি ইসরায়েলি কর্তৃপক্ষ।
এই সংক্রান্ত আরো সংবাদ

তেহরানে বাংলাদেশ দূতাবাসের সবাইকে দ্রুত সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত
ইরান-ইসরায়েলের মধ্যে চলমান সংঘাত ক্রমেই উদ্বেগজনক রূপ নিচ্ছে। এমন পরিস্থিতিতেবিস্তারিত পড়ুন

সংঘাতের মাঝেও তেহরানের বায়ুমান ঢাকার চেয়ে ভালো
সোমবার রাত থেকেই দফায় দফায় কয়েক পশলা বৃষ্টি হয়েছে ঢাকায়।বিস্তারিত পড়ুন

শ্রীলঙ্কার বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ
গল আন্তর্জাতিক স্টেডিয়ামে দুই ম্যাচ টেস্ট সিরিজের প্রথমটিতে শ্রীলঙ্কার বিপক্ষেবিস্তারিত পড়ুন