জলবিদ্যুৎ আমদানির বিষয়ে ভালো খবর মিলতে পারে
ভুটান ও নেপাল থেকে জলবিদ্যুৎ আমদানির বিষয়ে এক বছরের মধ্যেই ভালো খবর মিলতে পারে বলে জানিয়েছেন বিদ্যুৎ প্রতিমন্ত্রী নসরুল হামিদ।
আজ শুক্রবার সকালে রাজধানীর একটি হোটেলে আয়োজিত এক কর্মশালায় প্রতিমন্ত্রী এসব কথা বলেন। ‘দক্ষিণ এশিয়ার বিদ্যুৎ ও জ্বালানি : সহযোগিতা ও সংযোগ’ শীর্ষক এ কর্মশালার আয়োজন করে দি ইনস্টিটিউট ফর পলিসি, অ্যাডভোকেসি অ্যান্ড গভর্নেন্স ও এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি)।
ভুটান ও নেপাল থেকে জলবিদ্যুৎ আমদানির বিষয়ে বিদ্যুৎ প্রতিমন্ত্রী বলেন, ‘কিছুদিন আগে ভারতে আমি সফর করেছি। সেখানে এ ব্যাপারে ফলপ্রসূ আলোচনা হয়েছে। আমরা নিজেরা বিনিয়োগ করব। একই সঙ্গে আমরা সেখানে ভারত ও ভুটানকে বিনিয়োগের আহ্বান জানিয়েছি। জলবিদ্যুৎ প্রকল্প একটু দীর্ঘমেয়াদি। এতে প্রায় সাত-আট বছর লেগে যায়। আশা করছি, জলবিদ্যুৎ প্রকল্পের ব্যাপারে আগামী এক বছরের মধ্যে আমরা একটি ভালো ছবি দেখতে পাব।’
এ ছাড়া ঢাকায় বিদ্যুৎ লাইনের উন্নয়নে ১৬০ কোটি ডলার ও সঞ্চালন লাইনের উন্নয়নে ১৩০ কোটি ডলার ঋণসহায়তা দেওয়ার ঘোষণা দিয়েছে চীন। সেই অর্থও দ্রুত পাওয়া যাবে বলে আশাবাদ জানান প্রতিমন্ত্রী। আগামী বছর থেকে সঞ্চালন লাইন স্থাপন ও রক্ষণাবেক্ষণের কাজ বেসরকারি খাতে দেওয়া হবে বলেও জানান তিনি।
দি ইনস্টিটিউট ফর অ্যাডভোকেসি অ্যান্ড গভর্নেন্সের চেয়ারম্যান অধ্যাপক সৈয়দ মুনীর খসরু বলেন, ‘দক্ষিণ এশিয়ায় বিদ্যুৎক্ষেত্রে চীন ও পশ্চিমা যেসব প্রতিষ্ঠান বিনিয়োগ করছে, তাদের নিয়ে আমরা আগামী জানুয়ারি-ফেব্রুয়ারিতে বসব।’
এই সংক্রান্ত আরো সংবাদ
ফের ২ দিন রিমান্ডে আনিসুল হক
রাজধানীর বাড্ডা থানার স্বেচ্ছাসেবকদল নেতা আল-আমিন হত্যা মামলায় সাবেক আইনমন্ত্রীবিস্তারিত পড়ুন
আমির খসরু: নির্বাচনের মাধ্যমে জনগণকে দেশের মালিকানা ফিরিয়ে দিতে হবে
বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, “গণতন্ত্রেরবিস্তারিত পড়ুন
জামিন পেলেন সাবেক বিচারপতি মানিক
অবৈধভাবে ভারতে অনুপ্রবেশের সময় সিলেটের কানাইঘাটের ডোনা সীমান্ত এলাকা থেকেবিস্তারিত পড়ুন