জলাবদ্ধতায় ভোগান্তিতে বরিশাল নগরবাসী
মুষলধারে বৃষ্টি হওয়ায় বরিশাল নগরীর বিভিন্ন সড়কে সৃষ্টি হয়েছে জলাবদ্ধতা। বরিশাল নগরীর ব্যস্ততম সদর রোড, ফজলুল হক এভিনিউ, বগুরা রোড, কালীবাড়ি রোড, ফকির বাড়ি রোড, আগরপুর রোড, নবগ্রাম রোডসহ বিভিন্ন সড়ক পানিতে তলিয়ে গেছে।
জলাবদ্ধতার কারণে বিপাকে পড়েছেন নগরবাসী। বিশেষ করে স্কুল-কলেজসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের বেশি দুর্ভোগ পোহাতে হচ্ছে। বুধবার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থীদের উপস্থিতির হারও ছিলো তুলনামুলক কম।
বরিশাল আবহাওয়া অফিস জানায়, মৌসুমী বায়ুর প্রভাবে বুধবার ভোর ৪টা ৪০ মিনিটে মুষলধারে বৃষ্টি শুরু হয়। দুপুর ১২টা পর্যন্ত ১২২ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়।
জলাবদ্ধতা থেকে রক্ষা পাবার জন্য নগরবাসীকে আরো সচেতন হওয়ার অনুরোধ জানিয়েছেন সিটি মেয়র আহসান হাবিব কামাল। তিনি নগরবাসীকে পলিথিন এবং পলিথিন জাতীয় দ্রব্য ড্রেনে না ফেলার পরামর্শ দিয়েছেন। আহসান হাবিব কামাল বলেন, নদীর পানির উচ্চতা আর রাস্তায় জমে থাকা পানির উচ্চতা প্রায় সমান। এ কারণে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। নদীতে ভাটা হলে সড়কের পানি কমে যাবে।
বরিশাল আবহাওয়া অফিস জানিয়েছে, বাতাসে আদ্রতার পরিমাণ বেশি থাকায় আরো বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে।
এই সংক্রান্ত আরো সংবাদ
বরিশালে অন্তঃসত্ত্বা গৃহবধূর মরদেহ উদ্ধার
বরিশাল নগরীর সাগরদী এলাকা থেকে দুই মাসের অন্তঃসত্ত্বা এক গৃহবধূরবিস্তারিত পড়ুন
বরিশাল মহানগর বিএনপি অফিসে তালা লাগিয়েছে বিদ্রোহীরা
বরিশাল মহানগর যুবদলের কমিটিতে স্থান না পাওয়াই বিএনপি অফিসে তালাবিস্তারিত পড়ুন
বরিশালে স্ত্রীকে শিকল দিয়ে বেঁধে নির্যাতন, গরম রড দিয়ে শরীরে ছ্যাকা, ক্ষতস্থানে গুঁড়া মরিচ ও লবণ !
বরিশাল : জেলার গৌরনদী উপজেলার শরিফাবাদ গ্রামে স্ত্রীকে শিকল দিয়েবিস্তারিত পড়ুন