জাকারবার্গ-বিল গেটসের স্কুল বন্ধ করল উগান্ডা
ফেসবুকের প্রতিষ্ঠাতা মার্ক জাকারবার্গ ও মাইক্রোসফটের প্রতিষ্ঠাতা বিল গেটসের অর্থায়নে চলা স্কুল বন্ধ করে দিল উগান্ডা সরকার। দেশটির হাইকোর্ট এক রায়ে জানায়, ‘ব্রিজ ইন্টারন্যাশনাল একাডেমিকস’ (বিআইএ) অস্বাস্থ্যকর এবং উগান্ডার শিক্ষা মান অনুসারে পরিচালিত নয়। আর সে কারণেই ডিসেম্বরে এই স্কুলে কার্যক্রম বন্ধ করে দেয়ার নির্দেশ দেয়া হয়।
‘ব্রিজ ইন্টারন্যাশনাল একাডেমিকস’ (বিআইএ) মূলত জাকারবার্গ ও বিল গেটসের অর্থায়নে পরিচালিত স্কুল। এই স্কুলের অধীনে উগান্ডায় মোট ৬৩টি ক্যাম্পাস আছে। সেখানে ১২ হাজার শিক্ষার্থী কম খরচে তাদের লেখাপড়ার কাজ চালিয়ে যাচ্ছিল। কিন্তু কোর্টের এই রায়ে তাদের ভবিষ্যৎ এখন অনিশ্চয়তার মুখে।
উগান্ডার এডুকেশন স্ট্যান্ডার্ড মন্ত্রণালয়ের পরিচালক হুজাইফা মুতাজিনদো সিএনএন’কে জানায়, এই স্কুলের (বিআইএ) নার্সারি ও প্রাইমারি বিভাগ পরিচালনার জন্য কোন লাইসেন্স নেই। স্কুলটির শিক্ষকেরা উগান্ডার শিক্ষকদের মত মানসম্মত নয়। আর এই স্কুলে পাঠ্যসূচীর কোন অনুমোদনও শিক্ষা মন্ত্রণালয় দেয়নি।
তিনি আরো জানান, এই স্কুলে কি শিক্ষা দেয়া হয়, তা সরকার জানে না। আর বিষয়টি নিশ্চিতভাবেই আমাদের জন্য উদ্বেগজনক।
বিআইএ স্কুলের পক্ষ থেকে কোর্টের এই রায়ের প্রেক্ষিতে আগামী ডিসেম্বর পর্যন্ত স্কুল চালানোর জন্য আবেদন জানানো হয়। কোর্ট সেই আবেদন মেনে নিয়ে ডিসেম্বরের ৮ তারিখের মধ্যে স্কুলটির তৃতীয় পাক্ষিক পরীক্ষা নেয়ার অনুমোদন দেয়। পরবর্তীতে স্কুলটি বন্ধ করার বিষয়ে আবারো শুনানি অনুষ্ঠিত হবে বলে জানানো হয়। সিএনএন।
এই সংক্রান্ত আরো সংবাদ
ধর্ষণের অভিযোগের তদন্ত চলায় এমবাপ্পেকে বিজ্ঞাপন থেকে সরাল রিয়াল
আর্থিক দ্বন্দ্বের মধ্যে পিএসজি ছেড়ে রিয়াল মাদ্রিদে আসার পর একেরবিস্তারিত পড়ুন
মিয়ানমারে বন্যায় মৃতের সংখ্যা দ্বিগুণ বেড়ে ২২৬
ঘূর্ণিঝড় ইয়াগির প্রভাবে দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশ মিয়ানমারে ভারি বৃষ্টিপাতের কারণেবিস্তারিত পড়ুন
ইসরাইলি হামলায় আরও ৩৮ ফিলিস্তিনি নিহত
গত ২৪ ঘণ্টায় ইসরাইলি বাহিনীর তান্ডবে প্রাণ গেছে আরও ৩৮বিস্তারিত পড়ুন