জাকির নায়েকের এনজিওর বিরুদ্ধে ঘুষের অভিযোগ
            
			ইসলামি প্রচারক জাকির নায়েকের এনজিও কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধি পরিচালিত রাজিব গান্ধি ফাউন্ডেশনকে ৫০ লাখ রুপি ঘুষ দিয়েছিল বলে অভিযোগ করেছে ক্ষমতাসীন ভারতীয় জনতা পার্টি (বিজেপি)। শনিবার ভারতের প্রভাবশালী সংবাদমাধ্যম এনডিটিভি এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
দেশটির আইনমন্ত্রী রবি শংকর প্রসাদ এক সংবাদ সম্মেলনে বলেছেন, অবৈধ এবং দেশবিরোধী কার্যকলাপে জড়িত জাকির নায়েকের এনজিওর দেয়া ওই ৫০ লাখ রুপিকে কেন ঘুষ হিসেবে তুলে ধরা হচ্ছে না। ইসলামিক রিসার্চ ফাউন্ডেশন ইউপিএ সরকারের সুরক্ষার মধ্যে থেকে দেশবিরোধী কার্যকলাপ চালিয়েছিল।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা বলছেন, ২০১১ সালে রাজিব গান্ধি ফাউন্ডেশনকে (যা রাজিব গান্ধি চ্যারিটেবল ট্রাস্ট নামে পরিচিত) দেয়া হয়েছিল। এই সংগঠন দারিদ্র মেয়েদের শিক্ষা ও চিকিৎসার সহায়তা করছে।
কংগ্রেসের মুখপাত্র অভিষেক মানু সিংভি বলেছেন, এমন এক সময় ওই অর্থ দান করা হয়েছিল; যখন নায়েকের এনজিও নজরদারিতে ছিল না। তিনি প্রশ্ন তুলে বলেন, ওই সময় (২০১১ সালে) সংগঠনটি কী কোনো নজরদারি তালিকায় ছিল? সাম্প্রতিক ঘটনাবলির প্রেক্ষিতে এ বিষয়টি সামনে আনা হয়েছে…কয়েকমাস আগেও রেমিটেন্স এসেছে।
এই সংক্রান্ত আরো সংবাদ
	তেহরানে বাংলাদেশ দূতাবাসের সবাইকে দ্রুত সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত
ইরান-ইসরায়েলের মধ্যে চলমান সংঘাত ক্রমেই উদ্বেগজনক রূপ নিচ্ছে। এমন পরিস্থিতিতেবিস্তারিত পড়ুন
	সংঘাতের মাঝেও তেহরানের বায়ুমান ঢাকার চেয়ে ভালো
সোমবার রাত থেকেই দফায় দফায় কয়েক পশলা বৃষ্টি হয়েছে ঢাকায়।বিস্তারিত পড়ুন
	শ্রীলঙ্কার বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ
গল আন্তর্জাতিক স্টেডিয়ামে দুই ম্যাচ টেস্ট সিরিজের প্রথমটিতে শ্রীলঙ্কার বিপক্ষেবিস্তারিত পড়ুন













