জাকির নায়েক অপরাধী, সম্পত্তি জব্দের প্রক্রিয়া শুরু
ভারতের ইসলামি বক্তা জাকির নায়েকের সম্পত্তি জব্দ করার প্রক্রিয়া শুরু হয়েছে বলে জানিয়েছে ভারতের জাতীয় তদন্ত সংস্থা (এনআইএ)। সংস্থাটি শুক্রবার জানায়, জাকির নায়েক অপরাধী ঘোষিত হয়েছেন এবং তার সম্পত্তি জব্দ করার প্রক্রিয়া শুরু হয়েছে।
জাকির নায়েকের ধর্মীয় বক্তব্য শুনে বাংলাদেশের অনেকেই জঙ্গিবাদে উদ্বুদ্ধ হচ্ছে- এমন অভিযোগ ওঠার পর এনআইএ সন্ত্রাসে মদদ ও অর্থ পাচারের অভিযোগে তাঁর বিরুদ্ধে তদন্ত শুরু করে। এর পরই ২০১৬ সালের ১ জুলাই জাকির নায়েক ভারত ত্যাগ করেন। নায়েক অবশ্য ওই বছরের জানুয়ারিতেই ১০ বছরের জন্য তাঁর পাসপোর্ট নবায়ন করেছিলেন।
সংবাদমাধ্যম মিডল ইস্ট মনিটরের দেওয়া তথ্য মতে, জাকির নায়েক এরই মধ্যে সৌদি আরবের নাগরিকত্ব পেয়েছেন।
বার্তা সংস্থা পিটিআইয়ের খবরে বলা হয়, সম্প্রতি মুম্বাইয়ের একটি বিশেষ আদালত জাকির নায়েককে অপরাধী ঘোষণা করে। এরপর তার সম্পত্তি জব্দের প্রক্রিয়া শুরু হয়েছে। এনআইএ তার বিরুদ্ধে সন্ত্রাস সৃষ্টি এবং অর্থ পাচারের অভিযোগ এনেছে। এনআইএ ২০১৬ সালের ১৮ নভেম্বর তার বিরুদ্ধে একটি ফৌজদারি মামলা দায়ের করে।
জাকির আবদুল করিম নায়েক ইসলামপ্রচারক হিসেবে বিখ্যাত। তিনি ইসলামিক রিসার্চ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও সভাপতি। তিনি ‘কমপারেটিভ রিলিজিয়ন’ পিস টিভি চ্যানেলেরও প্রতিষ্ঠাতা। তার এই টিভির দর্শকের সংখ্যা ১০ কোটিরও বেশি।
ইন্ডিয়ান এক্সপ্রেসের ২০১০ সালের সবচেয়ে প্রভাবশালী ১০০ ভারতীয়ের মধ্যে জাকির নায়েক ছিলেন ৮৯ নম্বরে। ২০০৯ সালে ছিলেন ৮২ নম্বরে।
এই সংক্রান্ত আরো সংবাদ
ধর্ষণের অভিযোগের তদন্ত চলায় এমবাপ্পেকে বিজ্ঞাপন থেকে সরাল রিয়াল
আর্থিক দ্বন্দ্বের মধ্যে পিএসজি ছেড়ে রিয়াল মাদ্রিদে আসার পর একেরবিস্তারিত পড়ুন
মিয়ানমারে বন্যায় মৃতের সংখ্যা দ্বিগুণ বেড়ে ২২৬
ঘূর্ণিঝড় ইয়াগির প্রভাবে দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশ মিয়ানমারে ভারি বৃষ্টিপাতের কারণেবিস্তারিত পড়ুন
ইসরাইলি হামলায় আরও ৩৮ ফিলিস্তিনি নিহত
গত ২৪ ঘণ্টায় ইসরাইলি বাহিনীর তান্ডবে প্রাণ গেছে আরও ৩৮বিস্তারিত পড়ুন