জাতিকে শঙ্কামুক্ত ভবিষ্যতের আশা দিলেন ওবামা

জাতির উদ্দেশে দেওয়া শেষ ভাষণে মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা জাতিকে শঙ্কামুুক্ত ভবিষত্যের আশা দিলেন। যুক্তরাষ্ট্রকে শক্তিশালী ও টেকসই অর্থনীতির দেশ হিসেবে অভিহিত করেছেন তিনি।
জাতির উদ্দেশে দেওয়া মার্কিন প্রেসিডেন্টদের ভাষণকে বলা হয় ‘স্টেট অব দ্যা ইউনিয়ন অ্যাড্রেস’। স্টেট অব দ্যা ইউনিয়ন বলতে মার্কিন জাতিকে বোঝানো হয়। সে অর্থে জাতির উদ্দেশে দেওয়া এটিই ওবামার শেষ ভাষণ। ক্ষমতার টানা সাত বছরে জাতিকে কতটা এগিয়ে নিতে পেরেছেন, ভাষণে তার ওপর আলোকপাত করেছেন তিনি।
অর্থনীতি ও জাতীয় নিরাপত্তা নিয়ে মার্কিনিদের উদ্বিগ্ন না হওয়ার আহ্বান জানিয়েছেন ওবামা। একই সঙ্গে আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান দলের প্রার্থীরা নিরাপত্তা নিয়ে যে আতঙ্ক ছড়াচ্ছেন, তারও সমালোচনা করেন ওবামা। ডেমোক্রেটিক পার্টির কেউ তার উত্তসূরি হোক, এমন ইঙ্গিত ছিল তার বক্তব্যে।
ওবামা বলেন, অসাধারণ পরিবর্তনের সময়ে দাঁড়িয়ে আছি আমরা। আমাদের জীবন, কাজ, এই গ্রহ এবং আমরা যেখানে অবস্থান করছি, সব কিছুই আমরা পরিবর্তন করতে পারি।
এ ছাড়া ওবামার ভাষণে গুরুত্ব পায় বাণিজ্য সম্প্রসারণ, পরামর্শপত্রের মাধ্যমে মাদকের অপব্যবহার রোধ করা, ক্রিমিনাল জাস্টিস সিস্টেমে সংস্কার, ক্যানসার নিরাময়। কংগ্রেসের আইনপ্রণেতাদের উদ্দেশে যত না কথা বলেছেন, তার চেয়ে বেশি বলেছেন জাতির উদ্দেশে।
এ ছাড়া সন্ত্রাসের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের সফলতা নিয়েও কথা বলেন ওবামা। তিনি বলেন, ইসলামিক স্টেট (আইএস) মুসলিম বিশ্বের প্রতিনিধিত্ব করে না। কিন্তু তাদের নিয়ে উদ্বেগ ছাড়াচ্ছেন রিপাবলিক দলের প্রার্থীরা।
এই সংক্রান্ত আরো সংবাদ

তেহরানে বাংলাদেশ দূতাবাসের সবাইকে দ্রুত সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত
ইরান-ইসরায়েলের মধ্যে চলমান সংঘাত ক্রমেই উদ্বেগজনক রূপ নিচ্ছে। এমন পরিস্থিতিতেবিস্তারিত পড়ুন

সংঘাতের মাঝেও তেহরানের বায়ুমান ঢাকার চেয়ে ভালো
সোমবার রাত থেকেই দফায় দফায় কয়েক পশলা বৃষ্টি হয়েছে ঢাকায়।বিস্তারিত পড়ুন

শ্রীলঙ্কার বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ
গল আন্তর্জাতিক স্টেডিয়ামে দুই ম্যাচ টেস্ট সিরিজের প্রথমটিতে শ্রীলঙ্কার বিপক্ষেবিস্তারিত পড়ুন