`জাতির বৃহত্তর স্বার্থে ফেসবুক বন্ধ’
ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী অ্যাডভোকেট তারানা হালিম বলেছেন, ‘জাতির বৃহত্তর স্বার্থে ও জননিরাপত্তার খাতিরে ফেসবুকসহ সামাজিক যোগাযোগ মাধ্যম বন্ধ রাখা হয়েছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশনা পেলে এসব যোগাযোগ মাধ্যম খুলে দেওয়া হবে। তাদের নির্দেশনা ছাড়া আসলে আমাদের কিছু করারও নেই।’
রোববার দুপুরে সচিবালয়ে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।
প্রতিমন্ত্রী দাবি করেন, দুই শীর্ষ যুদ্ধাপরাধীর ফাঁসির রায় কার্যকর করার সময় থেকে ফেসবুকসহ যোগাযোগ মাধ্যম বন্ধ রাখায় নাশকতার ঘটনা এড়ানো গেছে।
তিনি আরো বলেন, ‘বিকল্প উপায়ে যারা ফেসবুক ব্যবহার করছেন তাদের নজরদারি করা হচ্ছে। প্রয়োজনে তাদের অ্যাকাউন্ট হ্যাক করা হবে।’
এসময় ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের সচিব মো. ফয়েজুর রহমান চৌধুরী উপস্থিত ছিলেন।
একাত্তরের মানবতাবিরোধী অপরাধের দায়ে বিএনপি নেতা সালাউদ্দিন কাদের চৌধুরী এবং জামায়াত নেতা আলী আহসান মোহাম্মাদ মুজাহিদের ফাঁসির রায় কার্যকর করার আগে গত ১৮ নভেম্বর থেকে বন্ধ করে দেওয়া হয় ফেসবুক, ভাইবার, হোয়াটস অ্যাপসহ সামাজিক যোগাযোগের বেশ কয়েকটি মাধ্যম। এখনো এসব যোগাযোগ মাধ্যম বন্ধ রয়েছে। তবে কেউ কেউ বিভিন্ন বিকল্প উপায়ে এসব যোগাযোগ মাধ্যম ব্যবহার করছেন।
এই সংক্রান্ত আরো সংবাদ
রবিবার যেসব এলাকায় ১০ ঘণ্টা গ্যাস থাকবে না
গ্যাস পাইপলাইনের মেরামত কাজ ও জরুরি স্থানান্তরের জন্য রবিবার দেশেরবিস্তারিত পড়ুন
জেমিনি চ্যাটবটে যুক্ত হলো মেমোরি, যে সুবিধা পাওয়া যাবে
কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) চ্যাটবট জেমিনিতে নতুন সুবিধা যুক্ত করেছে গুগল।বিস্তারিত পড়ুন
ঢাকা সিটি কলেজে ক্লাস বন্ধ রাখা নিয়ে নতুন সিদ্ধান্ত
ঢাকা কলেজের বাস ভাঙচুরের ঘটনাকে কেন্দ্র করে গত বুধবার সংঘর্ষেবিস্তারিত পড়ুন