জাতিসংঘ: চার দেশে দুই কোটি মানুষ দুর্ভিক্ষের শিকার
‘বিশ্বের চারটি দেশের দুই কোটির বেশি মানুষের জন্য ক্ষুধা ও দুর্ভিক্ষ বড় ধরণের হুমকির কারণ হয়ে দাঁড়িয়েছে’, বিশ্বব্যাপী দুর্ভিক্ষের চিত্র পর্যালোচনা করে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের মানবিক বিষয়ক আন্ডার সেক্রেটারি স্টিফেন ও’ব্রেইন এই আশঙ্কা প্রকাশ করেছেন।
স্টিফেন ও’ব্রেইন জানান, ‘সমগ্র বিশ্বে সমন্বিত তৎপরতা না থাকলে মানুষ ক্ষুধা ও নানা রোগে আক্রান্ত হয়ে মারা যাবে।’
তিনি ইয়েমেন, দক্ষিণ সুদান, সোমালিয়া এবং উত্তরাঞ্চলীয় নাইজেরিয়ার জন্য আগামী জুলাই মাসের মধ্যে জরুরি ভিত্তিতে ৪৪০ কোটি তহবিল যোগানোর আহ্বান জানিয়েছেন। ভয়াবহ বিপর্যয় থেকে এই চার দেশকে রক্ষা করতে বিনা বাধায় এবং নিরাপদে মানবিক ত্রাণ তৎপরতা চালানোর সুযোগ দেয়ার আহ্বানও জানান স্টিফেন ও’ব্রেইন।
দক্ষিণ সুদানের ৭৫ লাখ মানুষ চরম দুর্ভিক্ষের মধ্যে রয়েছে। মূলত দেশটির দুর্ভিক্ষের কারণ সম্পূর্ণ মানবসৃষ্ট। দুই দলের মধ্যে দীর্ঘদিন ধরে চলা সংঘাতের মধ্যস্থতা না হওয়ায় এই দুর্ভিক্ষের সৃষ্টি হয়েছে।
একইভাবে সোমালিয়ার মোট জনসংখ্যার প্রায় অর্ধেক খাদ্যাভাবে ভুগছে। দেশটির ৬২ লাখ মানুষ ক্ষুধা ও রোগে আক্রান্ত হয়ে প্রাণ হারানোর মতো হুমকির মুখোমুখী হয়েছে। আর কেনিয়ায় বর্তমানে ২৭ লাখ জনগণ শোচনীয় অবস্থায় থাকলেও আগামী এপ্রিলের মধ্যে এই সংখ্যা ৪০ লাখে পৌঁছাতে পারে বলে আশঙ্কা করছেন স্টিফেন ও’ব্রেইন।
চার দেশের মধ্যে সবচেয়ে শোচনীয় অবস্থায় পড়েছে ইয়েমেন। দেশটির দুই তৃতীয়াংশের বেশি অর্থাৎ এক কোটি ৮৮ লাখ মানুষের জরুরী ভিত্তিতে ত্রাণ সহায়তা প্রয়োজন। তিনি বলেন, ‘ইয়েমেনের ৭০ লাখ মানুষ এক বেলা খেয়ে পরের বেলার খাবার কিভাবে জুটবে তা জানেনও না।’
গত মাসে জাতিসংঘের তিন সংস্থা ঘোষণা দিয়েছে, ইয়েমেনের এক কোটি ৭১ লাখ মানুষ খাদ্য নিরাপত্তাহীনতার মধ্যে পড়েছে। অতি শীঘ্রই বিপুল পরিমাণ তহবিল পাঠানো না গেলে বড় রকমের বিপর্যয় নামবে দিশটিতে।
এই সংক্রান্ত আরো সংবাদ
ধর্ষণের অভিযোগের তদন্ত চলায় এমবাপ্পেকে বিজ্ঞাপন থেকে সরাল রিয়াল
আর্থিক দ্বন্দ্বের মধ্যে পিএসজি ছেড়ে রিয়াল মাদ্রিদে আসার পর একেরবিস্তারিত পড়ুন
মিয়ানমারে বন্যায় মৃতের সংখ্যা দ্বিগুণ বেড়ে ২২৬
ঘূর্ণিঝড় ইয়াগির প্রভাবে দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশ মিয়ানমারে ভারি বৃষ্টিপাতের কারণেবিস্তারিত পড়ুন
ইসরাইলি হামলায় আরও ৩৮ ফিলিস্তিনি নিহত
গত ২৪ ঘণ্টায় ইসরাইলি বাহিনীর তান্ডবে প্রাণ গেছে আরও ৩৮বিস্তারিত পড়ুন