শুক্রবার, এপ্রিল ১৮, ২০২৫

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

‘জাতি ও সমাজকে এগিয়ে নিতে হলে শিক্ষার কোনো বিকল্প নেই’

পরিকল্পনা মন্ত্রী আ হ ম মোস্তফা কামাল বলেছেন, জাতি ও সমাজকে এগিয়ে নিতে হলে শিক্ষার কোনো বিকল্প নেই।

তিনি বলেন, ‘গতানুগতিক ধারায় জাতির কোন উন্নয়ন হবে না। বর্তমানে সরকারের ভিশন, ২০৪১ বাস্তবায়ন করতে হলে গতানুগতিক শিক্ষা ব্যবস্থার পরিবর্তন করে বিজ্ঞান, অংক, আইটি তথ্যপ্রযুক্তি বিষয়ে জ্ঞান অর্জন করে গবেষনামূলক কর্মযজ্ঞে জ্ঞানী হতে হবে।’
মন্ত্রী আজ কুমিল্লা কোটবাড়ীস্থ সরকারী টিচার্স ট্রেনিং কলেজের সুবর্ণ জয়ন্তী উৎসবের উদ্বোধনকালে এসব কথা বলেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জেলা প্রশাসক মো. হাসানুজ্জামান কল্লোল।

সরকারী টিচার্স ট্রেনিং কলেজের অধ্যক্ষ প্রফেসর পরিমল কান্তি পালের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন কলেজের উপাধ্যক্ষ ও উৎসব উদযাপন পরিষদের সদস্য সচিব প্রফেসর মো. গোলাম ফারুক।

এর আগে পরিকল্পনা মন্ত্রী সরকারী টিচার্স ট্রেনিং কলেজের সুবর্ণ জয়ন্তী স্মৃতিফলক উম্মোচন করেন এবং কলেজ গ্রন্থাগারে স্থাপিত মুক্তিযুদ্ধ ও আইসিটি ল্যাব পরিদর্শন করেন। তিনি টিচার্স ট্রেনিং কলেজের উন্নয়নে সহায়তা প্রদানের আশ্বাস দেন।

আ হ ম মুস্তফা কামাল শিক্ষকদের গবেষনাধর্মী শিক্ষাদানের আহ্বান জানিয়ে বলেন, দেশের জাতীয়তাবোধে জাগ্রত হয়ে দেশের প্রতি মমত্ববোধ নিয়ে সকলকে ঐক্যবদ্ধ করে দেশকে এগিয়ে নিতে হবে।

তিনি বলেন বর্তমান তথ্য প্রযুক্তির যুগে সকল শিক্ষককে আইটি বিষয়ে জ্ঞান অর্জন করে শিক্ষার্থী ছাত্রছাত্রীদের যুগোপযোগী শিক্ষিত জাতিতে পরিনত করার জন্য শিক্ষকদের প্রতি আহ্বান জানান।

পরিকল্পনা মন্ত্রী বলেন, ২০৪০ সালের মধ্যে বাংলাদেশ থাইল্যান্ড সিঙ্গাপুর মালয়েশিয়ার চাইতে উন্নত দেশে পরিণত হবে।

তিনি শিক্ষকদের গবেষণা কর্মকান্ড চালিয়ে যাওয়ার আহবান জানিয়ে বলেন, শিক্ষকদের নিজেদের মেধা জ্ঞান ও দক্ষতা দিয়ে গবেষণামূলক কর্মকান্ডের ফলাফলের উপর ভিত্তি করে পরিকল্পনা মন্ত্রনালয় কর্তৃক সহায়তা প্রদানের আশ্বাস দেন।

কুমিল্লায় ত্রিপুরা থেকে ১শ’ মেগাওয়াট অতিরিক্ত বিদ্যুৎ আমদানী করার পরও বিদ্যুতের ঘনঘন শোড শেডিং-এ অসন্তোষ প্রকাশ করে সরকারকে বেকায়দায় ফেলার জন্য লোডশেডিং হচ্ছে কিনা তা খতিয়ে দেখাতে তিনি সংশ্লিষ্টদের প্রতি নিদের্শ দেন।

১৯৬২ সালের ১০ জানুয়ারী ১০ দশমিক ৩ একর জমিতে সরকারী টিচার্স ট্রেনিং কলেজ প্রতিষ্ঠা করা হয়। ১৯৬৩-৬৪ শিক্ষাবর্ষ থেকে বিএড প্রশিক্ষণ কোর্স শুরু হয়। শিক্ষার গুণগত মানোন্নয়নে শিক্ষকদের পেশাগত দক্ষতার উৎকর্ষ থেকে কলেজে ৪ বছর মেয়াদী বি-এড অনার্স এবং এক বছর মেয়াদে এমএড প্রফেশনাল কোর্স চালু করা হয়েছে।

এই সংক্রান্ত আরো সংবাদ

ব্যাংকক থেকে ঢাকার উদ্দেশে রওনা দিয়েছেন প্রধান উপদেষ্টা

ষষ্ঠ বিমসটেক শীর্ষ সম্মেলনে অংশগ্রহণ শেষে প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদবিস্তারিত পড়ুন

বিশ্বকবির ম্যুরাল থেকে কালি মুছে দিল উপজেলা প্রশাসন

কুষ্টিয়ার কুমারখালী উপজেলায় বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ম্যুরালে কালি দিয়ে মুখবিস্তারিত পড়ুন

ফখরুল: ইউনূস–মোদির বৈঠক আশার আলো দেখাচ্ছে

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে ভারতের প্রধানমন্ত্রীবিস্তারিত পড়ুন

  • জুতার মালা পরিয়ে লাঞ্ছিত করা সেই বীর মুক্তিযোদ্ধার বাড়িতে হামলা-ভাঙচুর
  • দেশে ফিরেছেন মুহাম্মদ ইউনূস
  • মিরপুরে ঝগড়ার জেরে ‘সাততলা থেকে ফেলে’ যুবককে হত্যার অভিযোগ
  • ‘হলে থাকতেন-টিউশনি করতেন, এখন পাঁচ-ছয় কোটি টাকার গাড়িতে চড়েন’
  • শুক্রবার বৈঠকে বসছেন ইউনূস-মোদি
  • এসএসসি পেছানোর দাবিতে আন্দোলনের হুঁশিয়ারি, যা বলছে শিক্ষা বোর্ড
  • মব-নারীবিদ্বেষ-তৌহিদি জনতা: দেশে চরমপন্থা বিকাশের সুযোগ সত্যি নাকি বিভ্রান্তি?
  • নাহিদ: আওয়ামী দুঃশাসনের ভুক্তভোগীদের কাছে ৫ আগস্ট অবশ্যই দ্বিতীয় স্বাধীনতা
  • দেশে গ্যাস অনুসন্ধানে মস্কোর সহযোগিতা চায় ঢাকা
  • ঈদের চাঁদ দেখা নিয়ে যে আহ্বান জানালো সৌদি আরব
  • ৬ ডলারে নামছে না রোহিঙ্গাদের খাদ্য সহায়তা, কমছে ৫০ সেন্ট
  • আরও একমাস বাড়লো পাঁচটি সংস্কার কমিশনের মেয়াদ