শনিবার, নভেম্বর ২, ২০২৪

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

‘জাতি গভীর আগ্রহে তাকিয়ে আছে তরুণ প্রজন্মের দিকে’

বাংলাদেশ নিম্ন মধ্যম আয়ের দেশ থেকে খুব শিগগিরই মধ্যম আয়ের দেশে পরিণত হবে-এমন আশাবাদ ব্যক্ত করে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ বলেছেন, ‘এ সময়ে আমাদের প্রয়োজন এমন একটি নতুন প্রজন্ম যারা মেধা ও মননে দেশকে উন্নতি ও অগ্রগতির শীর্ষে নিয়ে যাবে। তাই জাতি গভীর আগ্রহে তাকিয়ে আছে নবীন ও তরুণ প্রজন্মের দিকে।’

শুক্রবার দুপুরে ঝিনাইদহ ক্যাডেট কলেজ প্রাঙ্গণে ঝিনাইদহ এক্স ক্যাডেটস অ্যাসোসিয়েশনের (জেক্সকা) ১২তম পুনর্মিলনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে রাষ্ট্রপতি এসব কথা বলেন।

রাষ্ট্রপতি বলেন, ‘আজকের নবীনরাই আগামী দিনের সমাজ তথা দেশের উন্নতি ও মানবজাতির কল্যাণের জন্য এগিয়ে আসবে। এ লক্ষে সরকারের দায়িত্ব হচ্ছে নবীন প্রজন্মের জন্য একটি উপযুক্ত পরিবেশ সৃষ্টি করা। আর এসব সুযোগ সুবিধাকে কাজে লাগিয়ে দেশকে এগিয়ে নেওয়া।’

তিনি বলেন, ‘সীমিত সম্পদ নিয়ে সরকার দেশে ১২টি ক্যাডেট কলেজ পরিচালনা করে আসছে। যেন খুব ছোট বয়স থেকেই শিক্ষার্থীরা গুণগত জ্ঞান চর্চার পাশাপাশি মানবিক মূল্যবোধ, সৃষ্টিশীলতা ও সৃজনশীলতার মাধ্যমে দেশে একটি সুযোগ্য, দক্ষ কর্মী বাহিনী তৈরি করা যায়। প্রাক্তন ক্যাডেটরা ইতোমধ্যে তাদের মেধা ও যোগ্যতা দিয়ে ক্যাডেট কলেজের সু-শৃঙ্খল শিক্ষা কার্যক্রমের শ্রেষ্ঠত্বের প্রমাণ রেখেছেন।’

তিনি বলেন, ‘আমাদের গর্বের এই শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে শিক্ষার্থী ও শিক্ষক বিনিময় চুক্তির মাধ্যমে যুক্তরাজ্য থেকে শিক্ষার্থীরা এসব শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষা নিতে আগ্রহ প্রকাশ করছে। ভালো ফল পেতে এ দেশে বিনিয়োগ করতে দিধাবোধ করে না।’

দেশ ও সমাজ সীমিত সাধ আর সাধ্যের মধ্যে যে উন্নত ও সমৃদ্ধ শিক্ষা ব্যবস্থা দিয়েছে, জাতি ও মানবকল্যাণে নিজেদের উজাড় করে দিতে আহ্বান জানান রাষ্ট্রপতি।

ক্যাডেটদের উদ্দেশে রাষ্ট্রপতি বলেন, ‘আপনাদের বলিষ্ঠ নেতৃত্বের মধ্যেই বাংলাদেশ খুঁজে পাবে তার উন্নয়নের সোপান।’

রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ তার বক্তব্যের শরুতেই বাংলাদেশের রূপকার ও স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন ঝিনাইদহ এক্স ক্যাডেটস অ্যাসোসিয়েশনের (জেক্সকা) সাধারণ সম্পাদক সা ম মাহবুব আলীম ও ঝিনাইদহ ক্যাডেট কলেজের অধ্যক্ষ কর্নেল মো. সাদিকুল বারী।

জেক্সকা’র সভাপতি এসকে মারুফ হাসান অনুষ্ঠানে সভাপতিত্ব করেন।

অনুষ্ঠানে এক্স ক্যাডেট শেখ হেলাল উদ্দিন এমপি, আব্দুল হাই এমপি, আনোয়ারুল আজিম আনার এমপি, নবী নেওয়াজ এমপি, ঝিনাইদহ পৌরসভার মেয়র সাইদুল করিম মিন্টু, জেলা মুক্তযোদ্ধা সংসদের কমান্ডার মকবুল হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।

এই সংক্রান্ত আরো সংবাদ

অধিনায়কদের কেন ছেড়ে দিল আইপিএলের ৫টি দল?

যার নেতৃত্বে গত মৌসুমে আইপিএল (ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ) জিতলো কলকাতাবিস্তারিত পড়ুন

ঢাবি শিক্ষার্থীদের ৭ কলেজের অধিভুক্তি বাতিলের আল্টিমেটাম

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) অধিভুক্ত ঢাকার সরকারি ৭ কলেজের অধিভুক্তি বাতিলেরবিস্তারিত পড়ুন

নতুন কোচ পেলো ম্যানচেস্টার ইউনাইটেড

গুঞ্জন ডালপালা মেলার আগেই তা ছেঁটে দিয়ে নতুন কোচের নামবিস্তারিত পড়ুন

  • নাহিদ: সর্বক্ষেত্রে তরুণরা নেতৃত্বে আসার জন্য প্রস্তুতি নিচ্ছে
  • বন্যায় স্পেনে নিহতের সংখ্যা বেড়ে ১৫৮
  • জাতীয় পার্টির শনিবারের সমাবেশ ও বিক্ষোভ মিছিল স্থগিত
  • মেট্রোরেলের এমআরটি পাস রেজিস্ট্রেশন বন্ধ
  • চালের সরবরাহ স্থিতিশীল রাখতে আমদানি শুল্ক পুরোপুরি প্রত্যাহার
  • অভিনেতা মাসুদ আলী খান মারা গেছেন
  • ৪ বার দেওয়া যাবে বিসিএস পরীক্ষা
  • ডেঙ্গুতে আরও ৭ জনের মৃত্যু
  • স্পিকারের প্রশাসনিক ও আর্থিক দায়িত্ব পালন করবেন আইন উপদেষ্টা
  • ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীনেই থাকছে ৭ কলেজ
  • নামের মিলে আটক, ৫ ঘণ্টা পর মুক্ত ঢাকা ট্রিবিউনের সাংবাদিক
  • বিজয়নগরে জাতীয় পার্টির কার্যালয়ে আগুন