বৃহস্পতিবার, অক্টোবর ১৬, ২০২৫

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

‘জাতি গভীর আগ্রহে তাকিয়ে আছে তরুণ প্রজন্মের দিকে’

বাংলাদেশ নিম্ন মধ্যম আয়ের দেশ থেকে খুব শিগগিরই মধ্যম আয়ের দেশে পরিণত হবে-এমন আশাবাদ ব্যক্ত করে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ বলেছেন, ‘এ সময়ে আমাদের প্রয়োজন এমন একটি নতুন প্রজন্ম যারা মেধা ও মননে দেশকে উন্নতি ও অগ্রগতির শীর্ষে নিয়ে যাবে। তাই জাতি গভীর আগ্রহে তাকিয়ে আছে নবীন ও তরুণ প্রজন্মের দিকে।’

শুক্রবার দুপুরে ঝিনাইদহ ক্যাডেট কলেজ প্রাঙ্গণে ঝিনাইদহ এক্স ক্যাডেটস অ্যাসোসিয়েশনের (জেক্সকা) ১২তম পুনর্মিলনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে রাষ্ট্রপতি এসব কথা বলেন।

রাষ্ট্রপতি বলেন, ‘আজকের নবীনরাই আগামী দিনের সমাজ তথা দেশের উন্নতি ও মানবজাতির কল্যাণের জন্য এগিয়ে আসবে। এ লক্ষে সরকারের দায়িত্ব হচ্ছে নবীন প্রজন্মের জন্য একটি উপযুক্ত পরিবেশ সৃষ্টি করা। আর এসব সুযোগ সুবিধাকে কাজে লাগিয়ে দেশকে এগিয়ে নেওয়া।’

তিনি বলেন, ‘সীমিত সম্পদ নিয়ে সরকার দেশে ১২টি ক্যাডেট কলেজ পরিচালনা করে আসছে। যেন খুব ছোট বয়স থেকেই শিক্ষার্থীরা গুণগত জ্ঞান চর্চার পাশাপাশি মানবিক মূল্যবোধ, সৃষ্টিশীলতা ও সৃজনশীলতার মাধ্যমে দেশে একটি সুযোগ্য, দক্ষ কর্মী বাহিনী তৈরি করা যায়। প্রাক্তন ক্যাডেটরা ইতোমধ্যে তাদের মেধা ও যোগ্যতা দিয়ে ক্যাডেট কলেজের সু-শৃঙ্খল শিক্ষা কার্যক্রমের শ্রেষ্ঠত্বের প্রমাণ রেখেছেন।’

তিনি বলেন, ‘আমাদের গর্বের এই শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে শিক্ষার্থী ও শিক্ষক বিনিময় চুক্তির মাধ্যমে যুক্তরাজ্য থেকে শিক্ষার্থীরা এসব শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষা নিতে আগ্রহ প্রকাশ করছে। ভালো ফল পেতে এ দেশে বিনিয়োগ করতে দিধাবোধ করে না।’

দেশ ও সমাজ সীমিত সাধ আর সাধ্যের মধ্যে যে উন্নত ও সমৃদ্ধ শিক্ষা ব্যবস্থা দিয়েছে, জাতি ও মানবকল্যাণে নিজেদের উজাড় করে দিতে আহ্বান জানান রাষ্ট্রপতি।

ক্যাডেটদের উদ্দেশে রাষ্ট্রপতি বলেন, ‘আপনাদের বলিষ্ঠ নেতৃত্বের মধ্যেই বাংলাদেশ খুঁজে পাবে তার উন্নয়নের সোপান।’

রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ তার বক্তব্যের শরুতেই বাংলাদেশের রূপকার ও স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন ঝিনাইদহ এক্স ক্যাডেটস অ্যাসোসিয়েশনের (জেক্সকা) সাধারণ সম্পাদক সা ম মাহবুব আলীম ও ঝিনাইদহ ক্যাডেট কলেজের অধ্যক্ষ কর্নেল মো. সাদিকুল বারী।

জেক্সকা’র সভাপতি এসকে মারুফ হাসান অনুষ্ঠানে সভাপতিত্ব করেন।

অনুষ্ঠানে এক্স ক্যাডেট শেখ হেলাল উদ্দিন এমপি, আব্দুল হাই এমপি, আনোয়ারুল আজিম আনার এমপি, নবী নেওয়াজ এমপি, ঝিনাইদহ পৌরসভার মেয়র সাইদুল করিম মিন্টু, জেলা মুক্তযোদ্ধা সংসদের কমান্ডার মকবুল হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।

এই সংক্রান্ত আরো সংবাদ

৪৮ ঘণ্টার মধ্যে জাতীয় পার্টিকে নিষিদ্ধের দাবি গণ অধিকার পরিষদের

জাতীয় পার্টিকে ৪৮ ঘণ্টার মধ্যে নিষিদ্ধ করাসহ তিন দাবি জানিয়েছেবিস্তারিত পড়ুন

নুরুল হকের স্বাস্থ্যের খোঁজ নিলেন খালেদা জিয়া

গণ অধিকার পরিষদের আহত সভাপতি নুরুল হকের স্বাস্থ্যের খোঁজ নিয়েছেনবিস্তারিত পড়ুন

যুক্তরাষ্ট্রে স্কুলে বন্দুক হামলায় দুই শিশু নিহত, আহত ১৭

যুক্তরাষ্ট্রের মিনেসোটা অঙ্গরাজ্যের মিনিয়াপোলিস শহরে একটি ক্যাথলিক স্কুলে জানালা দিয়েবিস্তারিত পড়ুন

  • গাজায় অনাহারে ২ শিশুসহ ১০ জনের মৃত্যু
  • যুক্তরাষ্ট্রে কমছে বিদেশি শিক্ষার্থী ও সংবাদকর্মীদের ভিসার মেয়াদ
  • সিগারেটের আগুন থেকে দাবানল, সাইপ্রাসের ১০০ বর্গকিলোমিটার বনাঞ্চল পুড়ে ছাই
  • চবিতে ফের স্থানীয়দের সঙ্গে শিক্ষার্থীদের সংঘর্ষ-ইটপাটকেল নিক্ষেপ, সহ-উপাচার্যসহ আহত ১০
  • রাকসু কার্যালয়ে ছাত্রদলের নেতা-কর্মীদের তালা-ভাঙচুর
  • স্বরাষ্ট্র উপদেষ্টা: অন্তর্বর্তী সরকারের আমলে ১,৬০৪ বার সড়ক অবরোধ হয়েছে
  • কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের রেলপথ অবরোধ
  • স্ত্রী হত্যা মামলায় স্বামী গ্রেপ্তার
  • গণঅভ্যুত্থানে শহীদের কথা মাথায় রেখেই দেশটাকে নতুন করে গড়তে হবে
  • বিএনপি সুশাসনে ও জবাবদিহিতায় বিশ্বাস করে
  • ভাতার ১ম কিস্তি শুরু; গর্ভবতী ভাতার আবেদন শর্ত
  • ফোরজির সর্বনিম্ন গতি ১০ এমবিপিএস কার্যকর হচ্ছে সেপ্টেম্বর থেকে