জাতীয় নির্বাচনের পর প্রথম ‘সমাবেশ’ থেকে কী বার্তা দেবে বিএনপি
জাতীয় নির্বাচনের পর প্রথমবারের মতো সমাবেশ কর্মসূচি করতে যাচ্ছে বিএনপি। দলের চেয়ারপারসন খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তির দাবিতে শনিবার দুপুরে রাজধানীর নয়াপল্টনে এ সমাবেশ করতে যাচ্ছে বিএনপি।
এরইমধ্যে গুঁড়িগুঁড়ি বৃষ্টি উপেক্ষা করে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সমাবেশস্থলে জড়ো হতে শুরু করেছেন নেতাকর্মীরা। ৮টি পিকআপের ওপর প্রস্তুত করা হয়েছে সমাবেশের অস্থায়ী মঞ্চ।
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সমাবেশে প্রধান অতিথির বক্তব্য দেবেন। দলের স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসের সভাপতিত্বে সমাবেশে অন্যদের মধ্যে বক্তব্য দেবেন স্থায়ী কমিটির সদস্যসহ কেন্দ্রীয় ও অঙ্গ-সহযোগী সংগঠনের শীর্ষ নেতারা।
দুপুরে সরেজমিনে দেখা গেছে, সমাবেশের মূল মঞ্চ তৈরির পাশাপাশি নয়াপল্টন থেকে শুরু করে ফকিরাপুল মোড় পর্যন্ত এবং অন্যপাশে কাকরাইল থেকে কর্ণফুলী মার্কেট পর্যন্ত মাইক লাগানো হয়েছে। টাঙানো হয়েছে ব্যানার।
সমাবেশস্থলসহ আশপাশ এলাকা ইতোমধ্যে বিএনপি নেতাকর্মীদের পদচারণায় পূর্ণ। তারা বেশিরভাগই ঢাকা মহানগরের আশপাশের জেলা থেকে এসেছেন। দলের চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তির দাবিতে নানা স্লোগান দিচ্ছেন তারা।
বিএনপি সূত্র বলছে, নয়াপল্টনের সমাবেশকে কেন্দ্র করে বড় জমায়েতের প্রস্তুতি রয়েছে। সমাবেশে ঢাকা মহানগর ছাড়াও আশপাশের জেলা ও মহানগর থেকে নেতাকর্মীদের অংশ নিতে বলা হয়েছে। বিএনপিপন্থি বিভিন্ন পেশাজীবী সংগঠনের নেতাকর্মীরাও সমাবেশে অংশ নেবেন।
এদিকে শনিবার পাল্টা কর্মসূচি দিয়েছে আওয়ামী লীগও। দলের ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকী বা প্লাটিনাম জুবিলি উপলক্ষে তারা রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউতে দলীয় কার্যালয়ের সামনে আলোচনা সভা করবে। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের সভায় প্রধান অতিথি থাকবেন।
উল্লেখ্য, খালেদা জিয়ার মুক্তির দাবিতে গেল বুধবার তিন দিনের কর্মসূচি ঘোষণা করে বিএনপি। এর মধ্যে শনিবার ঢাকায় সমাবেশ ছাড়াও আগামী সোমবার (১ জুলাই) সব মহানগর ও বুধবার (৩ জুলাই) সব জেলায় সমাবেশ করবে দলটি।
এই সংক্রান্ত আরো সংবাদ
রবিবার যেসব এলাকায় ১০ ঘণ্টা গ্যাস থাকবে না
গ্যাস পাইপলাইনের মেরামত কাজ ও জরুরি স্থানান্তরের জন্য রবিবার দেশেরবিস্তারিত পড়ুন
জেমিনি চ্যাটবটে যুক্ত হলো মেমোরি, যে সুবিধা পাওয়া যাবে
কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) চ্যাটবট জেমিনিতে নতুন সুবিধা যুক্ত করেছে গুগল।বিস্তারিত পড়ুন
ঢাকা সিটি কলেজে ক্লাস বন্ধ রাখা নিয়ে নতুন সিদ্ধান্ত
ঢাকা কলেজের বাস ভাঙচুরের ঘটনাকে কেন্দ্র করে গত বুধবার সংঘর্ষেবিস্তারিত পড়ুন