জাতীয় ক্রিকেট চ্যাম্পিয়নশিপ শুরু ১৫ এপ্রিল

আপাতত ঘরোয়া ক্রিকেট নিয়েই ব্যস্ত থাকবে বাংলাদেশের ক্রিকেট। আগামী কয়েক মাসে কোনো আন্তর্জাতিক সিরিজ না থাকায় বাংলাদেশের ক্রিকেটারদের সব মনোযোগ ঘরোয়া ক্রিকেটেই। ২২ এপ্রিল মাঠে গড়াবে ঘরোয়া ক্রিকেটের সবচেয়ে মর্যা্দার আসর ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগ। ইতিমধ্যে দলও গুছিয়ে ফেলেছে ক্লাবগুলো। তবে এরআগে শুরু হয়ে যাচ্ছে আরেকটি টুর্নামেন্ট।
আগামী ১৫ এপ্রিল মাঠে গড়াচ্ছে ৩৬তম জাতীয় ক্রিকেট চ্যাম্পিয়নশিপ। দেশের ১৪টি ভেন্যুতে এই টুর্নামেন্টের খেলাগুলো অনুষ্ঠিত হবে। খেলা হবে টার্ফের ওপর। টুর্নামেন্টে অংশ নেবে ৬৪টি জেলা দল। এই ৬৪ দলকে ভাগ করা হবে ১৪টি গ্রুপে। সেরা আটটি দল উঠবে দ্বিতীয় রাউন্ডে। বিসিবি এক বিজ্ঞপ্তি দিয়ে এসব জানিয়েছে।
তবে পারফরম্যান্সের ভিত্তিতে জাতীয় ক্রিকেট চ্যাম্পিয়নশিপের আগামী আসরে পরিবর্তন আসবে বলে জানিয়েছে বিসিবি। ৩৭তম আসরে ৬৪টি দল দুটি স্তরে ভাগ হয়ে খেলবে। সেরা ৩২টি দল খেলবে প্রথম স্তরে। বাকি ৩২ দলকে খেলতে হবে দ্বিতীয় স্তরে। এবারের আসরের শেষ আট দল চলে যাবে দ্বিতীয় স্তরে। আর দ্বিতীয় স্তরের সেরা আট দল উঠে আসবে প্রথম স্তরে।
এই সংক্রান্ত আরো সংবাদ

চ্যাম্পিয়নস ট্রফির প্রথম ম্যাচে আজ ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ
চ্যাম্পিয়নস ট্রফিতে নিজেদের প্রথম ম্যাচে ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ।বিস্তারিত পড়ুন

বিপিএলে টানা দ্বিতীয়বার চ্যাম্পিয়ন বরিশাল
বিপিএলের ফাইনালে শুরুতে ব্যাটিং করে রেকর্ড রান সংগ্রহ করে প্রথমবিস্তারিত পড়ুন

শেখ হাসিনার বাসভবন সুধা সদনেও আগুন
রাজধানী ঢাকার ধানমন্ডি এলাকার ৫ নম্বর সড়কে আওয়ামী লীগ সভাপতিবিস্তারিত পড়ুন