জাতীয় ক্রীড়া পরিষদের জন্য ১৪২ কোটি টাকার বাজেটের অনুমোদন
২০১৬-১৭ অর্থ বছরে জাতীয় ক্রীড়া পরিষদের জন্য ১৪২ কোটি ১৯ লাখ টাকার বাজেটের অনুমোদন দেয়া হয়েছে। ফুটবলের জন্য এবার সর্বোচ্চ ১৫ লাখ টাকা বরাদ্দ দেয়া হয়েছে এই বাজেটে। সেই সঙ্গে বিভিন্ন খেলাধুলায় সারা দেশব্যাপী প্রতিভা অন্বেষণের জন্য ৫০ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব করা হয়েছে। বিষয়গুলো নিশ্চিত করেছেন জাতীয় ক্রীড়া পরিষদের কোষাধ্যক্ষ বাদল রায়।
বাংলাদেশের ক্রীড়া ক্ষেত্রে বাজেটের সীমাবদ্ধ যোগানের বিষয়টি নতুন কিছু নয়। নানা সীমাবদ্ধতা ও প্রতিকূলতাকে সঙ্গী করে জাতীয় ক্রীড়া পরিষদের এবারের বাজেটেও ঘটেনি তার ব্যতিক্রম। ২০১৬-১৭ অর্থবছরের জন্য ১৪২ কোটি ১৯ লাখ টাকার বাজেটের অনুদান দিয়েছে জাতীয় ক্রীড়া পরিষদ।
এবারের বাজেটে থোক বরাদ্দ দেয়া হয়েছে এক’শ কোটি টাকা। আগের অর্থ বছরে প্রতিভা অন্বেষণ কর্মসূচির জন্য দেয়া হয়েছিলো ১৫ কোটি টাকা। সেটি বাড়িয়ে এবার ৫০ কোটি টাকার প্রস্তাবনা দেয়া হয়েছে। বিভিন্ন ফেডারেশনের মাঝে বরাদ্দকৃত অর্থের মধ্যে সর্বোচ্চ ১৫ লাখ টাকা দেয়া হয়েছে ফুটবলকে।
অলিম্পিক অ্যাসোসিয়েশনকে দেয়া হয়েছে ১৩ লাখ টাকা। বিষয়গুলো পরিষ্কার করেছেন এনএসসি’র কোষাধ্যক্ষ বাদল রায়। তবে, এই বাজেট প্রয়োজনের তুলনায় একেবারেই কম বলে মতামত এই কর্মকর্তার। আন্তর্জাতিক ক্রীড়াঙ্গনে এগিয়ে যাবার এই সময়ে এ ধরনের বাজেট কতটুকু ফলপ্রসূ হয় সেটি দেখতেই মুখিয়ে আছেন এদেশের ক্রীড়াপ্রেমিরা।
এই সংক্রান্ত আরো সংবাদ
নারী ফুটবল দলের বেতন বকেয়া, দ্রুত সমাধানের আশ্বাস
টানা দ্বিতীয়বার সাফ নারী চ্যাম্পিয়নশিপের শিরোপা জিতে ঢাকায় এসে পৌঁছেছেবিস্তারিত পড়ুন
প্রোটিয়াদের রানের পাহাড়, টাইগাররা নামতেই বদলে গেল পিচের ধরন!
চট্টগ্রাম টেস্টে প্রথম ৫ সেশনেরও বেশি সময় ব্যাটিং করেছে দক্ষিণবিস্তারিত পড়ুন
নেপালকে হারিয়ে সাফ চ্যাম্পিয়ন বাংলাদেশ
নেপালের রাজধানী কাঠমান্ডুর দশরথ স্টেডিয়ামে স্বাগতিকদের ২-১ গোলে হারিয়ে সাফবিস্তারিত পড়ুন