রবিবার, সেপ্টেম্বর ২২, ২০২৪

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

তারুণ্যের সংবাদ মাধ্যম

জাতীয় দলে ফিরতে আশাবাদী লিটন

গত বছরের ১০ জুন আন্তর্জাতিক ক্রিকেটে লিটন কুমার দাসের অভিষেক। সর্বশেষ জাতীয় দলে খেলেছেন গত বছরের ১৩ নভেম্বর। ছয় মাসে ৩ টেস্ট ও টি-টোয়েন্টি এবং ৯ ওয়ানডে খেলেছেন উইকেটরক্ষক এ ব্যাটসম্যান। কিন্তু আন্তর্জাতিক অঙ্গনে ছয় মাসে মনে রাখার মত কিংবা চোখ ধাঁধানো কোনো পারফরম্যান্স করতে পারেননি লিটন।

অথচ লিটন মানেই দূর্বার, দূরন্ত, রান মেশিন। এক মৌসুমে জাতীয় ক্রিকেট লিগে ১০২৪ ও ঢাকা প্রিমিয়ার লিগে ৬৮৬ রান করে নিজেকে জাতীয় দলের জন্যে যোগ্য দাবিদার হিসেবে আবির্ভাব করেন লিটন। আন্তর্জাতিক অঙ্গনে ছয় মাসে একাধিক সুযোগ পেলেও হাসেনি লিটনের ব্যাট। মোট ১৫ ইনিংসে হাফসেঞ্চুরি ১টি।

তবে যতটুকু সময় খেলেছেন ততটুকু সময় ক্রিকেটবোদ্ধাদের মন কেড়েছেন। তার ব্যাটিং শৈলী মুগ্ধ করেছে ক্রিকেট বিশ্লেষকদের। কিন্তু দিন শেষে যে রানই ‘কাউন্ট’ হয় তা তো বুঝতে একটু সময় লেগেছে লিটনের। জাতীয় দলের জায়গা হারিয়েছেন সদ্য শেষ হওয়া বিশ্বকাপের আগে। বিশ্বকাপে জাতীয় দলকে যে কি পরিমাণে অনুভব করেছেন তা শুনুন লিটনের মুখ থেকেই, ‘জাতীয় দলের ড্রেসিংরুমটাকে খুব মিস করি। মাঝে মাঝে মনে হয় টিম খেলতেছে, আমি যদি ওই টিমে থাকতে পারতাম। মাঝে মাঝে নিজের কাছে মনে হয় কিছু একটা কমতি আছে বলেই আমি বাইরে। তাই আমি ওই ঘাটতি নিয়েই কাজ করতেছি।’

ঘরোয়া ক্রিকেটে লিটন যেভাবে দাপিয়ে বেরিয়েছেন আন্তর্জাতিক অঙ্গনে তাকে সেভাবে পাওয়া যায়নি। গুটিয়ে রেখেছিলেন নিজেকে। স্বাচ্ছন্দ্য পাচ্ছিলেন না নিজের ব্যাটিংয়ে। কিন্তু কেন? অনেকেই বলেছিলেন আন্তর্জাতিক ক্রিকেটের চাপ নিতে পারেননি লিটন। তবে লিটনও বলছেন একই কথা, ‘আপস-ডাউনস এর একটা বিষয় থাকে। হয়তো আমি ভালোভাবে ওই জায়গাটাতে সেট হতে পারি নাই, চাপ নিতে পারিনি।’

ব্যর্থতার বৃত্তে বন্দী থাকা অবস্থায় দুই ফরম্যাটের অধিনায়ক মাশরাফি ও মুশফিককে কাছে পেয়েছিলেন লিটন। তার পাশেই ছিলেন কোচ চন্ডিকা হাথুরুসিংহে। লিটনও সে কথাটা স্বীকার করলেন, ‘কোচ, অধিনায়ক সবারই আমার উপর আস্থা ছিল। সবাই আমাকে জাতীয় দলে চেয়েছিল।ওভারঅল সব সময় পারফরম্যান্সকেই বিবেচনায় আনা হয়। যে যেখানে পারফরম্যান্স করবে তারা সেখানেই খেলাবে।’

তবে এখানেই থেমে যেতে চান না ২১ বছর বয়সি এ ব্যাটসম্যান। আবারো ভালো খেলে নিজেকে ফিরিয়ে আনতে চান জাতীয় দলে। উদ্যমী এ ক্রিকেটার বেশ আত্মবিশ্বাস নিয়ে বললেন, ‘পরবর্তীতে যে হতে পারবো না, এমন কোনো কথা নেই।’

বাড়তি চাপ না নিয়ে নিজের ভুলগুলোকে ধাপে ধাপে শুধরে নেওয়ার পরিকল্পনা করেছেন লিটন।এরই মধ্যে কাজ শুরু করেছেন। এখন শুধু সামনে এগিয়ে চলা। শুধু ব্যাটিং না কিপিংয়েও মনোনিবেশ লিটনের। ডানহাতি এ ব্যাটসম্যানের ভাষ্য,‘ব্যাটিং, কিপিংয়ে ফোকাস করছি। এখনো আগের মত দুটোকেই সমানতালে মেইন্টেন করি। ব্যাটিং এক ঘন্টা করলে কিপিং আধঘন্টা করি।আবার কোনো দিন কিপিং এক ঘন্টা, ব্যাটিং আধঘন্টা।’

এই সংক্রান্ত আরো সংবাদ

আলোক স্বল্পতায় তৃতীয় দিনের খেলা শেষ, বাংলাদেশের প্রয়োজন আরও ৩৫৭

চেন্নাই টেস্টে ভারতের দেওয়া পাহাড়সম ৫১৫ রানের লক্ষ্যে ব্যাট করতেবিস্তারিত পড়ুন

খেলার মাঝেই সন্তানের সুসংবাদ, উইকেট পেয়ে উদযাপন শাহিন আফ্রিদির

রাওয়ালপিণ্ডিতে বাংলাদেশের বিপক্ষে টেস্ট খেলতে ব্যস্ত পাকিস্তানি ফাস্ট বোলার শাহিনবিস্তারিত পড়ুন

বন্যার্তদের সহায়তায় এবি পার্টির কেন্দ্রীয় সমন্বয় সেল গঠন

সাম্প্রতিক ভয়াবহ বন্যায় দুর্গত মানুষের মাঝে মানবিক সহায়তা প্রদানের লক্ষ্যেবিস্তারিত পড়ুন

  • নির্বাচিত পার্লামেন্টের মাধ্যমে রাষ্ট্র সংস্কার করতে হবে: মির্জা ফখরুল
  • আদালত প্রাঙ্গণে সাবেক বিচারপতি মানিককে ডিম-জুতা নিক্ষেপ
  • রাওয়ালপিন্ডি টেস্ট: ৯৪ রানে এগিয়ে থেকে চতুর্থ দিন শেষ করল বাংলাদেশ
  • পুলিশের লুট হওয়া ১২৩৪টি অস্ত্র উদ্ধার
  • হাসপাতাল থেকে বাসায় পৌঁছলেন খালেদা জিয়া
  • বিএনপির শামা ওবায়েদ ও কৃষক দলের বাবুলের পদ স্থগিত
  • ইসির নিবন্ধন পেল এবি পার্টি, প্রতীক ঈগল
  • থানায় জিডি-মামলা নিতে দেরি করা যাবে না: পরিপত্র জারি
  • আন্দোলনে বিএনপির ১৯৮ কর্মী নিহত, জানালেন মহাসচিব
  • বিআরটিএ-তে সেবা নিতে গিয়ে যে অভিজ্ঞতা হলো অমিতাভ রেজার
  • চট্টগ্রামে হাসিনা-কাদেরসহ ১০৮ জনের বিরুদ্ধে মামলা
  • আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক করাই প্রথম কাজ: স্বরাষ্ট্র উপদেষ্টা