রবিবার, সেপ্টেম্বর ২৯, ২০২৪

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

তারুণ্যের সংবাদ মাধ্যম

জাতীয় নির্বাচনে আবারো মাইনাস হতে পারে বিএনপি!

প্রায় সাত বছর ধরে মার্কিন ফেডারেল এভিয়েশন অথরিটির (এফএএ) মানদণ্ডে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) অবস্থান ক্যাটাগরি-২। এ কারণে চালু করা যাচ্ছে না বিমান বাংলাদেশ এয়ারলাইনসের বহুপ্রতীক্ষিত নিউইয়র্ক রুটে সরাসরি ফ্লাইট।

দীর্ঘ সময় ধরে নিরাপত্তা দুর্বলতার অপবাদের সঙ্গে সাম্প্রতিককালে যোগ হয়েছে জঙ্গি উপাক্ষানের নতুন মাত্রা। এ কারণে নিকট ভবিষ্যতে বিমানের ঢাকা-নিউইয়র্ক রুট চালু হচ্ছে না বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র।

বেবিচক সুত্রে জানা যায়, বিমানবন্দরের নিরাপত্তা কাঙ্ক্ষিত পর্যায়ে নিতে না পারার কারণ দেখিয়ে শাহজালাল থেকে সরাসরি কার্গো পরিবহন বন্ধ রেখেছে যুক্তরাজ্য, অস্ট্রেলিয়া ও জার্মানি। বিমানবন্দরের নিরাপত্তা ব্যবস্থাপনার উন্নতি ও প্রশিক্ষণের জন্য যুক্তরাজ্যের বেসরকারি প্রতিষ্ঠান রেডলাইন অ্যাসিউরড সিকিউরিটির সঙ্গে দুই বছরের জন্য চুক্তি করে বেবিচক।

কিন্তু রেডলাইনকর্মীদের কারণে বেশির ভাগ এয়ারলাইনসের ফ্লাইট ছাড়তে গড়ে আধাঘণ্টা থেকে ১ ঘণ্টা বিলম্ব হচ্ছে বলে অভিযোগ উঠেছে। এতে বিমানবন্দরজুড়ে তৈরি হচ্ছে কার্গোজট। একের পর এক ঘটছে সিডিউল বিপর্যয়।

জানা গেছে, বিমানবন্দরের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ উপকরণ রাডার। উড়োজাহাজ পরিচালনা, নিয়ন্ত্রণ, যোগাযোগ হয়ে থাকে রাডারের মাধ্যমে। এ কারণে রাডারের যাবতীয় তথ্যাদি রাষ্ট্রের জন্য অতি গুরুত্বপূর্ণ। আর শাহজালাল বিমানবন্দরের ক্ষেত্রে রাডার থেকে পাওয়া যে কোনো তথ্য আরো বেশি সংবেদনশীল। কারণ বাণিজ্যিক ফ্লাইটের পাশাপাশি বিমানবন্দরটি বিমান বাহিনীর উড়োজাহাজও উড্ডয়ন-অবতরণের কাজে ব্যবহার করা হয়।

কিন্তু শাহজালালের রাডার প্রতিস্থাপন প্রকল্পটি করা হচ্ছে বেসরকারি খাতের মাধ্যমে, যা ঝুঁকিপূর্ণ হতে পারে বলে মনে করছেন যুক্তরাষ্ট্রের ফেডারেল এভিয়েশন অথরিটির (এফএএ)।

এ বিষয়ে জানতে চাইলে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল এহসানুল গনি চৌধুরী বলেন বলেন, বিমানবন্দরের ব্যবহৃত গুরুত্বপূর্ণ সব উপকরণ সময়োপযোগী করার প্রক্রিয়া অব্যাহত রয়েছে। সার্বিক নিরাপত্তা পরিস্থিতির উন্নতি হচ্ছে।

বিমানের ঢাকা-নিউইয়র্ক রুট চালুর বিষয়ে তিনি বলেন, এটা সত্যি যে, ফেডারেল এভিয়েশন অথরিটির (এফএএ) নিরাপত্তার বিষয়কে সর্বাধিক গুরুত্ব দিয়ে থাকে। বাংলাদেশে জঙ্গি বিষয়ে এমনিতেই তারা নানা কথা বলে আসছে। সে কারণে ঢাকা-নিউইয়র্ক রুট চালুর বিষয়েও নানা প্রশ্ন তুলছে।

তিনি বলেন, তবে আমি মনে করি, বিমানবন্দরের নিরাপত্তা অতীতের যেকোনো সময়ের তুলনায় বর্তমানে সন্তোষজনক।

এই সংক্রান্ত আরো সংবাদ

ঢাকা-অটোয়ার সম্পর্ক জোরদারে তৌহিদ ও মেলানির আলোচনা

পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন এবং কানাডার পররাষ্ট্রমন্ত্রী মেলানি জোলিবিস্তারিত পড়ুন

বিশ্বনেতাদের সঙ্গে ড. মুহাম্মদ ইউনূস

বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান হিসেবে দায়িত্বগ্রহণের পর প্রথম বিদেশ সফরেবিস্তারিত পড়ুন

আন্দোলনের সকল শহিদ এবং আহতদের নাম তালিকায় অন্তর্ভুক্ত করা হবে: নাহিদ ইসলাম

বৈষম্য বিরোধী ছাত্র-জনতার আন্দোলনে সকল শহিদ এবং আহতদের নাম তালিকায়বিস্তারিত পড়ুন

  • ডেঙ্গুতে আক্রান্ত ছাড়াল ২৬ হাজার, মৃত্যু বেড়ে ১৩৮
  • ঐক্যবদ্ধ প্রচেষ্টায় দেশ গঠনের আহ্বান ছাত্রশিবিরের
  • আওয়ামী লীগকে ছাড়া রাষ্ট্র সংস্কার ও নির্বাচন অসম্ভব: জয়
  • দুর্গাপূজায় শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিতের আহ্বান জিএমপি কমিশনারের
  • বার নির্বাচনে জালিয়াতি: আনিসুল হক, এম আমিন উদ্দিনসহ ৪০ জনের নামে মামলা
  • খেলাধুলায় কর্মোদ্দীপনা ও মনোবল বৃদ্ধি পায়: মাইনুল হাসান
  • দুর্গাপূজায় ভারত যাচ্ছে তিন হাজার টন ইলিশ
  • প্রচলিত দলগুলো জনপ্রত্যাশা পূরণে ব্যর্থ হলে তরুণদের দল গঠন করতে হবে: ফরহাদ মজহার
  • কলেজছাত্র ইলহামের চিকিৎসায় তারেক রহমানের বিশেষ উদ্যোগ
  • সম্প্রীতি নষ্ট করতে বাইরে থেকে ষড়যন্ত্র করা হচ্ছে: হাসান আরিফ
  • রাষ্ট্র সংস্কার ও জবাবদিহিতা প্রতিষ্ঠার আহ্বানে ড. ইউনূসকে ৪ মার্কিন সিনেটরের চিঠি 
  • জাতিসংঘ অধিবেশনে বিশ্বব্যাপী অস্থিরতা নিরসনের প্রচেষ্টাই মূখ্য হয়ে উঠবে