জাতীয় পুরস্কার ফেরত দেবেন অক্ষয়!

বলিউডের খিলাড়ি খ্যাত সুপারস্টার অক্ষয় কুমারের জাতীয় চলচ্চিত্র পুরস্কার পাওয়া নিয়ে বিতর্ক চলছেই। জাতীয় পুরস্কার নির্বাচনের জুরি-প্রধান পরিচালক প্রিয়দর্শনের সঙ্গে এ সুপারস্টারের বিশেষ সখ্যতা থাকায় পুরস্কার জিতেছেন বলে দাবি নিন্দুকদের।
আর বিষয়টি নিয়ে চরম বিরক্ত বলিউড খিলাড়ি। সম্প্রতি সংবাদ সম্মেলন করে অক্ষয় নিজের বিরক্তি প্রকাশ করেন।
নিন্দুকদের কড়া জবাব দিয়ে বি-টাউনের ‘রুস্তম’ বলেন, ‘চাইলে পুরস্কার ফেরত নিয়ে নিন।’
সোমবার মুম্বাইয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে অক্ষয় বলেন, ‘২৫ বছর ধরে শুনে আসছি, যখনই যিনি পুরস্কার পান, তা নিয়ে শুরু হয় সমালোচনা। এটা নতুন কোনও ব্যাপার নয়। বিতর্ক তৈরি করার লোকের অভাব নেই। এর পাওয়া ঠিক হয়নি, ও পেলে ভাল হত- এসবই বলা হয়। ২৬ বছর পর আমি এই পুরস্কার জিতেছি। সেটাও ফেরত নিতে চাইলে নিয়ে নিন।’
জাতীয় পুরস্কার জেতা প্রসঙ্গে যে অক্ষয় এই প্রথম মুখ খুললেন, তা নয়। কয়েকদিন আগেও তিনি বলেছিলেন, ‘বলিউডে ২৫ বছর কাটিয়ে ফেললাম। ছবি বা অ্যাওয়ার্ড পেতে কখনও কারও সামনে হাত পাতিনি। যখন রমেশ সিপ্পি জুরি প্রধান ছিলেন, তখন অমিতাভ বচ্চনকে জাতীয় পুরস্কার দেওয়া হয়েছিল। প্রকাশ ঝা জুরি থাকাকালীন অজয় দেবগনও জিতেছেন৷ তখন তো কোনও কথা ওঠেনি। এখন কেন হচ্ছে?’
তবে বন্ধু অক্ষয়ের পাশে দাঁড়িয়ে করণ জোহর বলেছিলেন, অনেক বছর আগেই খিলাড়ি কুমারের এই পুরস্কার পাওয়া উচিত ছিল। তিনি এর যোগ্য।
৪৯ বছর বয়সে ‘রুস্তম’ ছবির জন্য কেরিয়ারের প্রথম জাতীয় পুরস্কার হাতে তুলেন অক্ষয়। অবশ্য তার ঝুলিতে অ্যাওয়ার্ডের সংখ্যা নেহাত কম নয়।
এই সংক্রান্ত আরো সংবাদ

ওটিটি প্ল্যাটফর্মে যে সিরিজগুলো ২০২৫ মাতাবে
চব্বিশের বছরজুড়ে ওটিটি প্ল্যাটফর্মে রাজত্ব করেছে “হীরামণ্ডি”, “মির্জাপুর সিজন ৩”বিস্তারিত পড়ুন

অবৈধ জুয়ার প্রচারণায় অপু-বুবলী-পরিমনি-ফারিয়াদের নাম
২০২৪ সালের বিভিন্ন সময় জুয়ার অ্যাপের প্রচারণায় যুক্ত হওয়ায় অভিযোগবিস্তারিত পড়ুন

৮ বছরের আইনি লড়াই শেষে বিবাহ বিচ্ছেদ চূড়ান্ত ‘ব্র্যাঞ্জেলিনা’ দম্পতির
দীর্ঘ আট বছরের আইনি লড়াই শেষে বিবাহ বিচ্ছেদের আনুষঙ্গিক বিষয়গুলোবিস্তারিত পড়ুন