জাতীয় লিগে টানা তিন বছর স্পন্সর ওয়ালটন

আগামী তিন বছরের জন্য জাতীয় লিগের স্পন্সর স্বত্ব পেলো ওয়ালটন। বৃহস্পতিবার মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে এক সংবাদ সম্মেলনে এই ঘোষণা দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
এ প্রসঙ্গে বিসিবির পরিচালক ও টুর্নামেন্ট কমিটির চেয়ারম্যান সাইফুল আহমেদ চৌধুরী স্বপন বলেছেন, ‘আগামী ২৫ সেপ্টেম্বর ১৮তম জাতীয় ক্রিকেট লিগের খেলা শুরু হতে যাচ্ছে। টুর্নামেন্টের টাইটেল স্পন্সর ওয়ালটন। বিসিবির পক্ষ থেকে ওয়ালটনকে ধন্যবাদ জানাচ্ছি। প্রথম ও দুই স্তরে চারটি ভেন্যুতে খেলাগুলো অনুষ্ঠিত হবে।’
নতুন চুক্তির জন্য বিসিবিকে ধন্যবাদ জানিয়েছে ওয়ালটন। ওয়ালটন গ্রুপের অপারেটিভ ডিরেক্টর (ক্রিয়েটিভ অ্যান্ড পাবলিকেশন) উদয় হাকিম তার বক্তব্যে বলেছেন,‘আগামী তিন বছরের জন্য জাতীয় ক্রিকেট লিগের স্পনসর হয়েছে ওয়ালটন। এ বছরসহ পরবর্তী দুই বছরের জন্য জাতীয় ক্রিকেট লিগের স্পনসর থাকবো আমরা। এজন্য বিসিবিকে ধন্যবাদ।’
আগামী ২৫ সেপ্টেম্বর থেকে শুরু হচ্ছে জাতীয় ক্রিকেট লিগের ১৮তম আসর। আফগানিস্তান ও ইংল্যান্ডের বিপক্ষে ঘরের মাঠে আন্তর্জাতিক সিরিজ থাকার কারণে রাজশাহী, খুলনা, বগুড়া ও সিলেটের মোট চার ভেন্যুতে মুখোমুখি হবে চার দল।
গত আসরের মতো এবারেও দুই টায়ারে অনুষ্ঠিত হবে জাতীয় লিগের আসর। প্রথম টায়ারের শেষ দল রংপুর বিভাগ দ্বিতীয় টায়ারে নেমে গেছে। আর দ্বিতীয় টায়ারের প্রথম দল বরিশাল বিভাগ প্রথম টায়ারে উঠে এসেছে।
চলতি মৌসুমের প্রথম টায়ারের দলগুলো হচ্ছে- বরিশাল বিভাগ, ঢাকা মেট্রো, খুলনা বিভাগ, ঢাকা বিভাগ। দ্বিতীয় টায়ারের দলগুলো হচ্ছে- রাজশাহী বিভাগ, রংপুর বিভাগ, চট্টগ্রাম বিভাগ, সিলেট বিভাগ।
এই সংক্রান্ত আরো সংবাদ

চ্যাম্পিয়নস ট্রফির প্রথম ম্যাচে আজ ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ
চ্যাম্পিয়নস ট্রফিতে নিজেদের প্রথম ম্যাচে ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ।বিস্তারিত পড়ুন

বিপিএলে টানা দ্বিতীয়বার চ্যাম্পিয়ন বরিশাল
বিপিএলের ফাইনালে শুরুতে ব্যাটিং করে রেকর্ড রান সংগ্রহ করে প্রথমবিস্তারিত পড়ুন

শেখ হাসিনার বাসভবন সুধা সদনেও আগুন
রাজধানী ঢাকার ধানমন্ডি এলাকার ৫ নম্বর সড়কে আওয়ামী লীগ সভাপতিবিস্তারিত পড়ুন