বুধবার, নভেম্বর ২৭, ২০২৪

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

জাতীয় লিগে তিন সেঞ্চুরি

জাতীয় ক্রিকেট লিগের তৃতীয় রাউন্ডের দ্বিতীয় দিনে দারুণ এক সেঞ্চুরি হাঁকিয়েছেন নুরুল হাসান সোহান। খুলনা বিভাগের হয়ে ঢাকা মেট্রোর বিপক্ষে সেঞ্চুরি করেন এ উইকেটরক্ষক ব্যাটসম্যান। একই দিনে সেঞ্চুরি হয়েছে আরো দুইটি। বরিশাল বিভাগের বিপক্ষে ঢাকা বিভাগের তাইবুর রহমান ও চট্টগ্রাম বিভাগের বিপক্ষে সিলেট বিভাগের শাহনুর রহমান। বল হাতে পাঁচ উইকেট নিয়েছেন বরিশালের মনির হোসেন।

প্রথম স্তরের ম্যাচে কক্সবাজারের শেখ কামাল আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে আগের দিনের পাঁচ উইকেটে ১৫৬ রান করে খুলনা বিভাগ। এদিন বাংলাদেশের অন্যতম সেরা উইকেটরক্ষক ব্যাটসম্যান নুরুল হাসান সোহানের হার না মানা সেঞ্চুরিতে আরো ১৩৭ রান যোগ করেছে প্রথম ইনিংসে ২৯৩ রান সংগ্রহ করে তারা।

জিয়াউর রহমানের সঙ্গে ষষ্ঠ উইকেটে ১০১ রানের জুটি গড়ে তোলেন সোহান। দলের পক্ষে সর্বোচ্চ ১০৩ রান করেন সোহান। ১৭২ বলে ৫টি চার ও ১টি ছক্কার সাহায্যে এ রান করেন তিনি। এছাড়া আব্দুর রাজ্জাক ও জিয়াউর রহমান ৪৫ রান করে করেন। ঢাকা মেট্রোর পক্ষে ১১৩ রানে ৩টি উইকেট নেন আরাফাত সানি। এছাড়া শহিদুল ইসলাম ও সৈকত আলী ২টি করে উইকেট পান।

ঢাকা মেট্রো তাদের প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে দিন শেষে কোন উইকেট না হারিয়ে ৫৯ রান সংগ্রহ করে। সাদমান ইসলাম ২৩ ও মেহেদী মারুফ ৩৪ রানে অপরাজিত রয়েছেন।

প্রথম স্তরের অপর ম্যাচে কক্সবাজারের শেখ কামাল আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের একাডেমী মাঠে আগের দিনের পাঁচ উইকেটে ২৮৩ রান নিয়ে মাঠে নামে ঢাকা বিভাগ। এদিন তাইবুর রহমানের দুর্দান্ত সেঞ্চুরিতে শেষ পাঁচ উইকেট হারিয়ে আরও ২৪০ যোগ করে তারা। নাদিফ চৌধুরীকে নিয়ে ষষ্ঠ উইকেটে ১৫৮ রানে জুটি এবং জাহিদুজ্জামানের সঙ্গে অষ্টম উইকেটে ১১৩ রানের জুটি গড়েন তাইবুর। দলের পক্ষে সর্বোচ্চ ১৪৭ রানের ইনিংস খেলেন তিনি। ২২৯ বলে ৮টি চার ও ৪টি ছক্কার সাহায্যে এ রান করেন এ ব্যাটসম্যান। ফলে প্রথম ইনিংসে সবকটি উইকেট হারিয়ে ৫২৩ রান সংগ্রহ করেন ঢাকা। বরিশালের পক্ষে ১৫২ রানে ৫টি উইকেট তুলে নেন মনির হোসেন। এছাড়া আল-আমিন পান ২টি উইকেট।

প্রথম ইনিংসে ব্যাটিং করতে নেমে শুরুতেই আবু সায়েমকে হারায় বরিশাল। তবে ফজলে মাহমুদকে নিয়ে ঢাকাকে দারুণ জবাব দিচ্ছেন শাহরিয়ার নাফীস। এক উইকেটে ১০৩ রান সংগ্রহ করে দিন শেষ করে তারা। নাফীস ৪০ ও মাহমুদ ৫৫ রানে ব্যাটিং করছেন। ঢাকার পক্ষে একমাত্র উইকেটটি পান মোহাম্মদ শরীফ।

দ্বিতীয় স্তরের ম্যাচে ফতুল্লার খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামে আগের দিনের পাঁচ উইকেটে ২৮১ রান নিয়ে খেলতে নামে সিলেট। এদিন শেষ পাঁচ উইকেট হারিয়ে আরও ১৬৩ রান যোগ করে ৪৪৪ রান সংগ্রহ করে তারা। আগের দিনের ১০৫ রান নিয়ে ব্যাট করতে নেমে অলক কাপালী ১৩৭ রানে আউট হন। ২৪৯ বলে ৯টি চার ও ১টি ছক্কার সাহায্যে এ রান করেন তিনি। এছাড়া দুর্দান্ত একটি সেঞ্চুরি তুলে নেন শাহনুরও। ১৯৬ বলে ৯টি চার ও ২টি ছক্কার সাহায্যে এ রান করেন তিনি। চট্টগ্রামের পক্ষে ৩টি করে উইকেট পান সাইফুদ্দিন ও ইফতেখার সাজ্জাদ। এছাড়া আসিফ আহেমদ পান ২টি উইকেট।

প্রথম ইনিংসে ব্যাটিংয়ে নেমে ব্যাটিং বিপর্যয়ে পড়ে চট্টগ্রাম। দিন শেষ প্রথম সারির পাঁচ ব্যাটসম্যানকে হারিয়ে ১১৫ রান সংগ্রহ করে তারা। দলের পক্ষে সর্বোচ্চ ৫৭ রান করে তাসামুল হক। ইয়াসির আলী ২৩ ও ইরফান শুক্কুর ৫ রানে ব্যাটিং করছেন। সিলেটের পক্ষে ৩টি উইকেট নিয়েছেন শাহনুর রহমান।

অপর দ্বিতীয় স্তরের ম্যাচে সাভারের বিকেএসপিতে আগের দিনের ছয় উইকেটে পাঁচ উইকেটে ১৭২ রান নিয়ে খেলতে নামে রংপুর। এদিন শেষ চার উইকেট হারিয়ে আরও ৬৪ রান যোগ করে ২৩৪ রানে অলআউট হয়ে যায় তারা। ১১৬ বলে ৭টি চারের সাহায্যে ৫৩ রান করেন সোহরাওয়ার্দি শুভ। সাজেদুল ইসলাম ২১ রানে অপরাজিত থাকেন। রাজশাহীর পক্ষে ৩টি করে উইকেট নিয়েছেন ফরহাদ রেজা ও মুক্তার আলী। এছাড়া ২টি উইকেট পান তাইজুল ইসলাম।

নিজেদের প্রথম ইনিংসে ব্যাটিং করতে নেমে স্বস্তিতে নেই রাজশাহীও। সাদ্দাম হোসেন ও আরিফুল হকের বোলিং তোপে ছয় উইকেট হারিয়ে ১৫৯ রান সংগ্রহ করে দিন শেষ করে তারা। দলের পক্ষে সর্বোচ্চ ৪৮ রানে অপরাজিত রয়েছেন জুনায়েদ সিদ্দিকী। এছাড়া সানজামুল ইসলাম ২৮ রানে ব্যাটিং করছেন। রংপুরের পক্ষে ২টি করে উইকেট নিয়েছেন সাদ্দাম ও আরিফুল।

এই সংক্রান্ত আরো সংবাদ

নারী ফুটবল দলের বেতন বকেয়া, দ্রুত সমাধানের আশ্বাস

টানা দ্বিতীয়বার সাফ নারী চ্যাম্পিয়নশিপের শিরোপা জিতে ঢাকায় এসে পৌঁছেছেবিস্তারিত পড়ুন

প্রোটিয়াদের রানের পাহাড়, টাইগাররা নামতেই বদলে গেল পিচের ধরন!

চট্টগ্রাম টেস্টে প্রথম ৫ সেশনেরও বেশি সময় ব্যাটিং করেছে দক্ষিণবিস্তারিত পড়ুন

নেপালকে হারিয়ে সাফ চ্যাম্পিয়ন বাংলাদেশ

নেপালের রাজধানী কাঠমান্ডুর দশরথ স্টেডিয়ামে স্বাগতিকদের ২-১ গোলে হারিয়ে সাফবিস্তারিত পড়ুন

  • ভারতের বিপক্ষে ১৩৩ রানের বিশাল পরাজয় বাংলাদেশের
  • আলোক স্বল্পতায় তৃতীয় দিনের খেলা শেষ, বাংলাদেশের প্রয়োজন আরও ৩৫৭
  • খেলার মাঝেই সন্তানের সুসংবাদ, উইকেট পেয়ে উদযাপন শাহিন আফ্রিদির
  • বন্যার্তদের সহায়তায় এবি পার্টির কেন্দ্রীয় সমন্বয় সেল গঠন
  • নির্বাচিত পার্লামেন্টের মাধ্যমে রাষ্ট্র সংস্কার করতে হবে: মির্জা ফখরুল
  • আদালত প্রাঙ্গণে সাবেক বিচারপতি মানিককে ডিম-জুতা নিক্ষেপ
  • রাওয়ালপিন্ডি টেস্ট: ৯৪ রানে এগিয়ে থেকে চতুর্থ দিন শেষ করল বাংলাদেশ
  • পুলিশের লুট হওয়া ১২৩৪টি অস্ত্র উদ্ধার
  • হাসপাতাল থেকে বাসায় পৌঁছলেন খালেদা জিয়া
  • বিএনপির শামা ওবায়েদ ও কৃষক দলের বাবুলের পদ স্থগিত
  • ইসির নিবন্ধন পেল এবি পার্টি, প্রতীক ঈগল
  • থানায় জিডি-মামলা নিতে দেরি করা যাবে না: পরিপত্র জারি