জাতীয় লীগ দিয়েই ক্রিকেট ফিরছেন আশরাফুল

নামের পাশ থেকে নিষেধাজ্ঞা শব্দটা আশিংক রয়ে গেছে বটে, তবে ক্রিকেটে ফিরতে পারছেন তিনি। জাতীয় দল ও ফ্রাঞ্চাইজি ভিত্তিক টুনামেন্ট ছাড়া সব ধরনের ঘরোয়া ক্রিকেটে অংশগ্রহন করতে পারবেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক মোহাম্মদ আশরাফুল।
২০১৩ সালে বিপিএলের দ্বিতীয় আসরে ম্যাচ পাতানোর অভিযোগে সব ধরনের ক্রিকেট থেকে নিষিদ্ধ হন এ লিটলমাস্টার। গত ১৩ আগষ্ট ঘরোয়া ক্রিকেট থেকে নিষেধাজ্ঞা উঠলেও রয়ে গেছে আন্তর্জাতিক ক্রিকেটে। আন্তর্জাতিক ক্রিকেটে ফিরতে হলে তাকে অপেক্ষা করতে হবে আরো দুই বছর।
তবে আগামী অক্টোবরে অনুষ্ঠিত হতে যাওয়া জাতীয় ক্রিকেট লীগের (এনসিএল) মধ্যদিয়ে দীর্ঘদিন প্রতিযোগিতামূলক ক্রিকেটে ফেরার সুযোগ পাচ্ছেন টেস্ট ইতিহাসের সর্বকনিষ্ঠ এই সেঞ্চুরিয়ান।
অবশ্য এর আগে শোনা গিয়েছিলো বাংলাদেশ ক্রিকেট লীগ (বিসিএল) দিয়েই ক্রিকেটে ফিরবেন অ্যাশ। কিন্তু সেপ্টেম্বরে আফগানিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজের সময় পড়ে যাওয়ায় খুব সম্ভবত বিসিএল অনুষ্ঠিত হচ্ছে না।
তার বদলে আগামী সেপ্টেম্বর মাসের শেষ দিকে অথবা অক্টোবরে মাঠে গড়াতে যাচ্ছে জাতীয় লিগ (এনসিএল)। যে আসরে অংশ নেয়ায় কোনো নিষেধাজ্ঞা নেই মোহাম্মদ আশরাফুলের।
বিসিএলে অংশগ্রহণ করা নিয়ে কিছুদিন আগে সংশয় দেখা গেলেও এনসিএলে খেলতে কোনো বাঁধা থাকছে না আশরাফুলের। ফলে আবারও মাঠে দেখা যেতে পারে অস্ট্রেলিয়া বধের সেই নায়ককে।
ঘরোয়া ক্রিকেটে ৩ বছরের নিষেধাজ্ঞা ইতিমধ্যে কেটে গেছে আশরাফুলের। তবে আন্তর্জাতিক ক্রিকেট এবং বিপিএলে খেলতে গেলে এখনও দুই বছর অপেক্ষা করতে হবে তাকে। তার ওপর বিসিএলও আপাতত মাঠে গড়াচ্ছে না। ফলে আশরাফুলের জন্য শেষ সুযোগ হিসেবে এসেছে এনসিএল। এই টুর্নামেন্টের মাধ্যমেই মূল ধারার ক্রিকেটে ফিরতে চান তিনি।
গত ১৩ই আগস্ট আংশিক নিষেধাজ্ঞা মুক্ত হওয়ার কদিন পর থেকে প্রতিদিন রুটিন করে মিরপুরের শেরে বাংলা স্টেডিয়ামে ফিজিক্যাল ট্রেনিংয়ের পাশাপাশি নেটে ব্যাটিং প্র্যাকটিস চালিয়ে যাচ্ছেন আশরাফুল।
সাংবাদিকদের মুখোমুখি হয়ে নিজের ফিটনেস প্রসঙ্গে আশরাফুল বললেন, ‘নির্বাচকরা যদি আমাকে একবার বিসিএল খেলার সুযোগ দেন। সেই আশায় গ্রহর গুনছি। তাই ফিটনেস লেভেল ঠিক রাখার প্রাণপণ চেষ্টা করছি। এইচপির ট্রেনার কোরের কাছে আজ একটা ফিটনেস টেস্ট দিয়েছি। তিনি ভালোই বলেছেন। তাকে একটা ট্রেনিং সিডিউল করার অনুরোধও জানিয়েছি। পাশাপাশি স্কিল ট্রেনিংটাও করে যাচ্ছি জোরোশোরে।’
এই সংক্রান্ত আরো সংবাদ

চ্যাম্পিয়নস ট্রফির প্রথম ম্যাচে আজ ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ
চ্যাম্পিয়নস ট্রফিতে নিজেদের প্রথম ম্যাচে ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ।বিস্তারিত পড়ুন

বিপিএলে টানা দ্বিতীয়বার চ্যাম্পিয়ন বরিশাল
বিপিএলের ফাইনালে শুরুতে ব্যাটিং করে রেকর্ড রান সংগ্রহ করে প্রথমবিস্তারিত পড়ুন

শেখ হাসিনার বাসভবন সুধা সদনেও আগুন
রাজধানী ঢাকার ধানমন্ডি এলাকার ৫ নম্বর সড়কে আওয়ামী লীগ সভাপতিবিস্তারিত পড়ুন