জাতীয় সংগীতের সঙ্গে অঝোরে কাঁদলেন স্বর্ণজয়ী মাবিয়া (ভিডিও সহ)

একটু আগেই তিনি জিতে নিয়েছেন নিজ বিভাগে শ্রেষ্ঠত্বের পদক। নিজের শ্রেষ্ঠত্বটা যখন দেশের প্রথম স্বর্ণজয় হয়, তখন কী হয়? আবেগের কাছে উড়ে যায় পেশাদারিত্ব। আর যখন দেখা যায় নিজের দেশের পতাকাটাই উড়ছে সবার ওপরে। চোখের পানি আটকে রাখা যায় না।
এই আবেগটাই ধরে রাখতে পারেননি মাবিয়া আক্তার। বাংলাদেশের হয়ে এসএ গেমসে প্রথম স্বর্ণপদক জয় করেছেন মাবিয়া। নারীদের ৬৩ কেজি ওজনে শ্রীলঙ্কা ও নেপালের প্রতিদ্বন্দ্বীকে পেছনে ফেলে জিতে নিয়েছেন দক্ষিণ এশিয়ার শ্রেষ্ঠত্ব।
গুয়াহাটির ভোগেশ্বরী ফুকানানি ইনডোর স্টেডিয়ামে দিনটাকে স্মরণীয় করে রাখলেন মাবিয়া। জিতে নিয়েছেন দক্ষিণ এশিয়ার অলিম্পিকের শ্রেষ্ঠত্ব।
স্বর্ণপদক গ্রহণের পরই ঘটল ঘটনাটা। একদিকে মাবিয়া দাঁড়িয়ে আছেন সবার ওপরে। তিনটি পতাকার মধ্যে বাংলাদেশের লাল-সবুজ পতাকাও উড়ছে সবার ওপরে। একই সঙ্গে বাজছে ‘আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি’র সুর। আর মাবিয়া, বাংলাদেশের পতাকা আর জাতীয় সংগীতকে সম্মান জানাতে দাঁড়িয়ে আছে গ্যালারির প্রতিটি দর্শক।
এর মাঝে মাবিয়ার চোখ থেকে পড়তে থাকে পানি। হাত তুলে স্যালুটের মতো করে লাল সবুজ পতাকাকে সম্মান জানিয়ে অঝোরে কাঁদতে থাকলেন তিনি। এ কান্না হতাশার নয়। দেশকে সম্মান দেওয়ার গৌরবের। কতজনই পারে এভাবে সম্মান বয়ে আনতে?
ভিডিও টি দেখতে এখানে ক্লিক করুন…
এই সংক্রান্ত আরো সংবাদ

ব্যাংকক থেকে ঢাকার উদ্দেশে রওনা দিয়েছেন প্রধান উপদেষ্টা
ষষ্ঠ বিমসটেক শীর্ষ সম্মেলনে অংশগ্রহণ শেষে প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদবিস্তারিত পড়ুন

বিশ্বকবির ম্যুরাল থেকে কালি মুছে দিল উপজেলা প্রশাসন
কুষ্টিয়ার কুমারখালী উপজেলায় বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ম্যুরালে কালি দিয়ে মুখবিস্তারিত পড়ুন

ফখরুল: ইউনূস–মোদির বৈঠক আশার আলো দেখাচ্ছে
অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে ভারতের প্রধানমন্ত্রীবিস্তারিত পড়ুন