জাতীয় সংগীত গেয়ে বাংলাদেশের রেকর্ড ভাঙল ভারত
একই কবির গান গেয়ে বাংলাদেশের বিশ্বরেকর্ড ভাঙল ভারত। ২০১৪ সালে বাংলাদেশের দুই লাখ ৫৪ হাজার মানুষ জাতীয় সংগীত গেয়ে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসে নাম লিখিয়েছিল। সেই রবীন্দ্রনাথ ঠাকুরেরই লেখা ভারতের জাতীয় সংগীত তিন লাখের বেশি মানুষ একসঙ্গে গেয়ে বিশ্বরেকর্ডে নাম তুলল।
ভারতীয় সংবাদমাধ্যম সূত্রে জানা গেছে, গতকাল রোববার ভারতের গুজরাট রাজ্যের রাজকোট জেলায় এই রেকর্ড হয়। সেখানকার কাগভাড শহরের খোদালধাম মন্দিরে দেবী খোদিয়ার মূর্তি প্রতিষ্ঠা উপলক্ষে একসঙ্গে সাড়ে তিন লাখের বেশি মানুষ ভারতের জাতীয় সংগীত গান।
গুজরাটের খোদাল ধাম মন্দির ট্রাস্টের সদস্য হংসরাজ গাজেরা জানান, এর আগে বাংলাদেশে দুই লাখ ৫৪ হাজার ৫৩৭ জন মানুষ একসঙ্গে বাংলাদেশের জাতীয় সংগীত গেয়েছিলেন। এত দিন পর্যন্ত সবচেয়ে বেশি মানুষ একসঙ্গে জাতীয় সংগীত গাওয়ার নিরিখে বাংলাদেশের সেটাই ছিল বিশ্বরেকর্ড। কিন্তু গতকাল সাড়ে তিন লাখের বেশি মানুষ রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা ভারতের জাতীয় সংগীত গেয়ে বাংলাদেশের সেই রেকর্ড দখল করে নিল।
হংসরাজ গাজেরা দাবি করেন, গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসের কাছে এ-সংক্রান্ত একটি প্রত্যয়নপত্র পেয়েছে খোদাল ধাম মন্দির। কর্তৃপক্ষের দাবি, মন্দিরের প্রতিষ্ঠা উপলক্ষে ১৭ জানুয়ারি থেকে পাঁচ দিনব্যাপী এ অনুষ্ঠানে বহু পুণ্যার্থীর সমাগম ঘটেছে।
মন্দির প্রতিষ্ঠা উপলক্ষে গুজরাটের প্যাটেল আন্দোলনের নেতা হার্দিক প্যাটেলও নবনির্মিত এই মন্দির পরিদর্শন করে যান। আগামী দিনে মন্দিরসংলগ্ন জমিতে একটি কৃষি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার চিন্তাভাবনা মন্দির কর্তৃপক্ষের রয়েছে বলেও জানান হংসরাজ গাজেরা।
এই সংক্রান্ত আরো সংবাদ
ধর্ষণের অভিযোগের তদন্ত চলায় এমবাপ্পেকে বিজ্ঞাপন থেকে সরাল রিয়াল
আর্থিক দ্বন্দ্বের মধ্যে পিএসজি ছেড়ে রিয়াল মাদ্রিদে আসার পর একেরবিস্তারিত পড়ুন
মিয়ানমারে বন্যায় মৃতের সংখ্যা দ্বিগুণ বেড়ে ২২৬
ঘূর্ণিঝড় ইয়াগির প্রভাবে দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশ মিয়ানমারে ভারি বৃষ্টিপাতের কারণেবিস্তারিত পড়ুন
ইসরাইলি হামলায় আরও ৩৮ ফিলিস্তিনি নিহত
গত ২৪ ঘণ্টায় ইসরাইলি বাহিনীর তান্ডবে প্রাণ গেছে আরও ৩৮বিস্তারিত পড়ুন