জাতীয় সংসদের অধিবেশন শরু, চলবে ১৬ দিন
জাতীয় সংসদের অষ্টম অধিবেশন স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে রবিবার বিকেল৪ টা ৩০ মিনিটে শুরু হয়েছে। এ শীতকালিন অধিবেশন চলবে আগামী ২৩ নভেম্বর পর্যন্ত।রোববার সংসদ সচিবালয়ের গণসংযোগ শাখার পরিচালক মোতাহার হোসেন এ তথ্য জানিয়েছেন। বৈঠকে স্পিকারকে প্রয়োজনে অধিবেশনের মেয়াদ বাড়ানো-কমানোর দায়িত্ব দেওয়া হয়েছে।
সংসদ অধিবেশন শুরুর আগে বিকাল সাড়ে ৩টায় অধিবেশনের মেয়াদ নির্ধারণে স্পিকার শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে বৈঠকে বসে কার্য উপদেষ্টা কমিটি। এতে সংসদ নেতাসহ কার্যউপদেষ্টা কমিটির সদস্যরা অংশ নেন। এ অধিবেশনে নতুন-পুরনো মিলিয়ে ১৪টি বিল রয়েছে। শুরুতেই অষ্টম অধিবেশনের জন্য প্যানেল সভাপতি মনোনয়ন করা হবে।
কার্যপ্রণালীবিধি অনুযায়ী, সিটিং সংসদ সদস্য (এমপি) মারা গেলে তার ওপর শোক প্রস্তাব আনেন প্রধান হুইপ। পরে সেই শোকপ্রস্তাবের ওপর আলোচনা শেষে তা সংসদে গৃহিত হয়। গত সপ্তম অধিবেশনের পর থেকে অষ্টম অধিবেশন শুরুর আগ পর্যন্ত সময়ের মধ্যে সমাজ কল্যাণমন্ত্রী সৈয়দ মহসিন আলী মারা গেছেন। তার ওপর আলোচনা শেষেই প্রথম দিনের কার্যসূচি সমাপ্ত হবার কথা রয়েছে।
এছাড়া মন্ত্রীদের জন্য নির্ধারিত প্রশ্নোত্তরকালে বাণিজ্য, শ্রম ও কর্মসংস্থান, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান, খাদ্য এবং দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের প্রশ্নোত্তর রয়েছে।
এছাড়া আইন প্রণয়ন কার্যাবলীতে, মানিলন্ডারিং প্রতিরোধ (সংশোধন) অধ্যাদেশ-২০১৫ (অধ্যাদেশ নং-২, ২০১৫) এবং স্থানীয় সরকার (পৌরসভা) (সংশোধন) অধ্যাদেশ-২০১৫ (অধ্যাদেশ নং-৩, ২০১৫) উত্থাপনের কথা রয়েছে।
এই সংক্রান্ত আরো সংবাদ
টসে জিতে ফিল্ডিংয়ে বাংলাদেশ
দুই ম্যাচ টেস্ট সিরিজের প্রথম ম্যাচে টসে জিতে স্বাগতিক ওয়েস্টবিস্তারিত পড়ুন
রাস্তা আটকে যমুনা ফিউচার পার্কের ব্যবসায়ীদের বিক্ষোভ
যমুনা ফিউচার পার্কে মোবাইলের দোকানে চুরির প্রতিবাদে রাস্তায় নেমে বিক্ষোভবিস্তারিত পড়ুন
যে ৫ দেশে যাওয়ার ব্যাপারে বাংলাদেশিদের জন্য সতর্কতা
থাইল্যান্ড, মিয়ানমার, লাওস, ভিয়েতনাম ও কম্বোডিয়ায় যাওয়ার ব্যাপারে বাংলাদেশি নাগরিকদেরবিস্তারিত পড়ুন