জাতীয় স্বার্থে নগ্ন হলেন যারা..!

বেলারুশের প্রেসিডেন্ট আলায়াকস্যান্ডার লুকাশেঙ্কার ডাকে নগ্ন হলেন বেলারুশের কর্মজীবীরা। লুকাশেঙ্কা বেলারুশদের প্রতি আহ্বান জানান, ‘শরীর থেকে ঘাম বের না হওয়া পর্যন্ত নগ্ন হয়ে কাজ করতে।’ তার এই আবেগি ডাকের যথেষ্ট কারণ রয়েছে। কারণ দেশটি গত কয়েক দশকের মধ্যে সবচেয়ে খারাপ অর্থনৈতিক পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছে। দেশটির মুদ্রা রুবলের দাম পড়ে যাচ্ছে দ্রুত।-কালেরকন্ঠ।
অন্যদিকে, বেকারত্বও বাড়ছে বল্গাহীন গতিতে। এমন পরিস্থিতি থেকে উত্তরণে কঠোর পরিশ্রম করা ছাড়া আর কীইবা করার আছে? তবে প্রেসিডেন্ট লুকাশেঙ্কাও ভাবেননি বেলারুশিয়ানরা তার ডাকে এতটা স্বতঃস্ফূর্তভাবে সাড়া দেবেন। লুকাশেঙ্কাকে তার সমর্থকদের অনেকে বাবা বলেও সম্বোধন করেন। সম্প্রতি জাতীয় সংকট নিয়ে লুকাশেঙ্কার এক ভাষণের পর অসংখ্য কর্মজীবী তাদের কর্মস্থলে নগ্ন হয়ে কাজ করার ছবি পোস্ট করতে থাকেন বিভিন্ন সোশাল মিডিয়ায়।
সঙ্গে এই হ্যাশ ট্যাগ #নগ্নহওএবংকাজকর। শুধু তাই নয় অনেকে আবার আরো এক কাঠি সরেস হয়ে প্রেসিডেন্টের বার্তা নিয়ে অর্ধনগ্ন হয়ে ব্যাঙ্গাত্মক গান রেকর্ড করেও অনলাইনে আপলোড করেন। মাজার বিষয় হলো, বেলারুশদের দেখাদেখি পাশের দেশ রাশিয়া, ইউক্রেন ও বাল্টিক দেশগুলোর লোকরাও তাদের কর্মস্থলে নগ্ন হয়ে কাজ করার ছবি অনলাইনে পোস্ট করতে থাকেন। পূর্ব ইউরোপের দেশগুলোতে এখন গরম পড়ছে। আর সম্ভবত সে কারণেও হয়তো লুকাশেঙ্কার আহ্বানে কর্মস্থলে এই নগ্নতার হিড়িক লেগেছে।
এই সংক্রান্ত আরো সংবাদ

তেহরানে বাংলাদেশ দূতাবাসের সবাইকে দ্রুত সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত
ইরান-ইসরায়েলের মধ্যে চলমান সংঘাত ক্রমেই উদ্বেগজনক রূপ নিচ্ছে। এমন পরিস্থিতিতেবিস্তারিত পড়ুন

সংঘাতের মাঝেও তেহরানের বায়ুমান ঢাকার চেয়ে ভালো
সোমবার রাত থেকেই দফায় দফায় কয়েক পশলা বৃষ্টি হয়েছে ঢাকায়।বিস্তারিত পড়ুন

শ্রীলঙ্কার বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ
গল আন্তর্জাতিক স্টেডিয়ামে দুই ম্যাচ টেস্ট সিরিজের প্রথমটিতে শ্রীলঙ্কার বিপক্ষেবিস্তারিত পড়ুন