জাদু দেখাচ্ছেন মুস্তাফিজ

ইনজুরির ধকল এখনো পুরোপুরি সামলে উঠতে পারেননি। বিশ্রামের জন্য দ্বিতীয় ওয়ানডেতে মুস্তাফিজুর রহমান ছিলেন মাঠের বাইরে। আজ তৃতীয় ওয়ানডেতে মাঠে ফিরেই জাদু দেখাচ্ছেন তরুণ এই বাঁহাতি পেসার। তাঁর হাতের দিকে তাকিয়েই কিছুটা আশা খোঁজার চেষ্টা করছেন বাংলাদেশের ক্রিকেটপ্রেমীরা।
নিউজিল্যান্ডের বিপক্ষে তৃতীয় ওয়ানডেতে টস জিতে ব্যাট করতে নেমে বাংলাদেশ সংগ্রহ করতে পেরেছে মাত্র ২৩৬ রান। লক্ষ্যটা অনায়াসেই পেরিয়ে যাওয়ার কথা স্বাগতিক নিউজিল্যান্ডের। কিন্তু এখন পর্যন্ত সেই পথে বাধা হয়ে দাঁড়িয়েছেন শুধু মুস্তাফিজ। নিজের প্রথম ওভারেই তুলে নিয়েছেন টম লাথামের উইকেট। ২০ ওভার শেষে নিউজিল্যান্ডের স্কোর : ১০৫/১।
এর মধ্যে দুটিই ছিল মেডেন। চার ওভারে দিয়েছেন মাত্র ৬ রান। নিয়েছেন লাথামের উইকেট। নিজের দ্বিতীয় ওভারে আরেকটি উইকেটও পেয়ে যেতে পারতেন ফিজ। কিন্তু প্রথম স্লিপে সহজ একটি ক্যাচ মিস করেছেন ইমরুল কায়েস। শূন্য রানে জীবন পেয়েছেন গত ম্যাচের সেঞ্চুরিয়ান নেইল ব্রুম।
নিউজিল্যান্ডের ইনিংসের তৃতীয় ওভারে হ্যামস্ট্রিংয়ে চোট পেয়ে স্বেচ্ছা অবসর নিয়ে মাঠ ছেড়েছেন আরেক কিউই ওপেনার মার্টিন গাপটিল।
এর আগে টস জিতে ব্যাট করতে নেমে দারুণ শুরু করেছিল বাংলাদেশ। উদ্বোধনী জুটিতেই ১০২ রান জমা করেছিলেন তামিম ইকবাল ও ইমরুল কায়েস। কিন্তু এরপর আকস্মিক ব্যাটিং বিপর্যয়ের ফলে সংগ্রহটা বড় করতে পারেনি মাশরাফি বাহিনী। ১৭৯ রানে সাত উইকেট হারানোর পর শেষ পর্যায়ে নুরুল হাসান সোহানের ৩৯ বলে ৪৪ রানের লড়াকু ইনিংসে ভর করে বাংলাদেশের স্কোরবোর্ডে জমা হয়েছে ২৩৬ রান। ইমরুল কায়েসও খেলেছেন ৪৪ রানের ইনিংস। আর দলের পক্ষে সর্বোচ্চ ৫৯ রানের ইনিংসটি এসেছে তামিম ইকবালের ব্যাট থেকে।
এই সংক্রান্ত আরো সংবাদ

চ্যাম্পিয়নস ট্রফির প্রথম ম্যাচে আজ ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ
চ্যাম্পিয়নস ট্রফিতে নিজেদের প্রথম ম্যাচে ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ।বিস্তারিত পড়ুন

বিপিএলে টানা দ্বিতীয়বার চ্যাম্পিয়ন বরিশাল
বিপিএলের ফাইনালে শুরুতে ব্যাটিং করে রেকর্ড রান সংগ্রহ করে প্রথমবিস্তারিত পড়ুন

শেখ হাসিনার বাসভবন সুধা সদনেও আগুন
রাজধানী ঢাকার ধানমন্ডি এলাকার ৫ নম্বর সড়কে আওয়ামী লীগ সভাপতিবিস্তারিত পড়ুন