জানাজা শেষে ময়মনসিংহের পথে শাকিলের মরদেহ

প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী মাহবুবুল হক শাকিলের মরদেহের প্রথম জানাজা সম্পন্ন হয়েছে। আজ বুধবার বেলা ১১টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদে তার জানাজা সম্পন্ন হয়।
জানাজা শেষে শ্রদ্ধ নিবেদনের জন্য মসজিদের বারান্দায় তার মরদেহ রাখা হয়। এরপর মরদেহ ময়মনসিংহে তার নিজ বাড়িতে দাফনের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হয়। এর আগে সকাল ১০টা ২০ মিনিটে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল থেকে লাশ মসজিদে আনা হয়।
জানাজার আগে তার ছোট ভাই মাহমুদুল হক রিপন বলেন, আমার ভাই আমাদের চেয়ে আপনাদের সঙ্গে বেশি সময় কাটিয়েছেন। তার চলার পথে কোন ভুল ত্রুটি থাকলে আপনারা ক্ষমা করে দেবেন। কোনও দেনা-পাওনা থাকলে আমি পরিশোধ করে দেবো। আমার ভাইকে আপনারা সবাই মাফ করে দেবেন।
শাকিলের জানাজায় অংশ নেন দলের উপদেষ্টা পরিষদের সদস্য এবং মন্ত্রিপরিষদের সদস্য ও সংসদ সদস্যসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ। জানাজা শেষে ১১টা ২০ মিনিটে লাশ ময়মনসিংহ শহরের উদ্দেশে একটি অ্যাম্বুলেন্সে করে নেওয়া হয়। আজ বাদ মাগরিব দ্বিতীয় জানাজা শেষে ময়মনসিংহের পৌর শহরের কবর স্থানে তাকে দাফন করা হবে।
এই সংক্রান্ত আরো সংবাদ

৪৮ ঘণ্টার মধ্যে জাতীয় পার্টিকে নিষিদ্ধের দাবি গণ অধিকার পরিষদের
জাতীয় পার্টিকে ৪৮ ঘণ্টার মধ্যে নিষিদ্ধ করাসহ তিন দাবি জানিয়েছেবিস্তারিত পড়ুন

নুরুল হকের স্বাস্থ্যের খোঁজ নিলেন খালেদা জিয়া
গণ অধিকার পরিষদের আহত সভাপতি নুরুল হকের স্বাস্থ্যের খোঁজ নিয়েছেনবিস্তারিত পড়ুন

যুক্তরাষ্ট্রে স্কুলে বন্দুক হামলায় দুই শিশু নিহত, আহত ১৭
যুক্তরাষ্ট্রের মিনেসোটা অঙ্গরাজ্যের মিনিয়াপোলিস শহরে একটি ক্যাথলিক স্কুলে জানালা দিয়েবিস্তারিত পড়ুন