জানুয়ারিতে বিয়ে করছি না : প্রীতি জিনতা
এই আজ বিয়ে করে ফেলবেন, তো কালই আবার ‘আরেকটু সময় দরকার’, ‘কাজে ব্যস্ততা’, ‘ক্যারিয়ার’ এসব কথা। সব মিলিয়ে ফিল্মি ক্যারিয়ার শেষ হয়েছে, এখন নিজের ক্রিকেট দল নিয়েই ব্যস্ততা বেশি প্রীতি জিনতার। এর মধ্যে তাঁর বিয়ে নিয়ে ‘নতুন খবর’ চাউর হয়েছিল গণমাধ্যমে। সান্তাবান্তার খবরে পাওয়া গেল, পুরো বিষয়টিকে অস্বীকার করে প্রীতি জানিয়েছেন, আপাতত বিয়েই করছেন না তিনি।
নেস বৈদ্যর সঙ্গে দীর্ঘদিনের সম্পর্ক খুব একটা ভালোভাবে শেষ হয়নি প্রীতির। এর পর থেকে নিজের জীবন, ক্রিকেট দল আর রিয়েলিটি শো নিয়েই ডুবে রয়েছেন। তারপর নতুন করে সম্পর্কের গল্প শোনা যাচ্ছে মার্কিনি যুবক জিন গুডএনাফের সঙ্গে। খবরও চলে এসেছিল, আসছে জানুয়ারিতে নাকি নতুন প্রেমকে পাকাপাকি পরিণয়ে রূপ দিতে যাচ্ছেন প্রীতি।
তবে আপাতত এ রকম ইচ্ছে একেবারেই নেই বলিউডের একসময়ের প্রতাপশালী এই অভিনেত্রীর। সামাজিক যোগাযোগমাধ্যমে ভক্তদের নিজেই জানিয়ে দিয়েছেন, ‘বন্ধুরা, জানুয়ারিতে মোটেই বিয়ে করছি না।’ তাহলে অবশ্য নতুন প্রশ্ন এসে যায়, জানুয়ারির পরেই বিয়ে নাকি? সে প্রশ্নের জবাবটাও ফিল্মি কায়দায় জানিয়ে রেখেছেন আগেভাগে, ‘যখন বিয়ে করব সবাইকে জানাব।’
টুইটারে এ বিষয়ে বিস্তারিত বয়ান করেছেন প্রীতি জিনতা। শেষটায় ভক্তদের সময়মতো বিয়ের আগাম খবর জানিয়ে দেওয়ার প্রতিশ্রুতিও দিয়েছেন, তবে সেটা যখন ঘটবে, তখনই!
কিংস ইলেভেন পাঞ্জাবের মালিকানা প্রীতির এখনো সাবেক প্রেমিক নেস বৈদ্যর সঙ্গে ভাগাভাগি করা। সবশেষ প্রীতিকে ছোটপর্দায় দেখা গেছে নাচভিত্তিক রিয়েলিটি শো ‘নাচ বালিয়ে’-এর ৭ নম্বর সিজনে; বিচারকের ভূমিকায়।
এই সংক্রান্ত আরো সংবাদ

‘বাজি’ দিয়ে ফিরলো কোক স্টুডিও বাংলা
“বাজি” গান দিয়ে এক বছরেরও বেশি সময়ের বিরতি কাটিয়ে অবশেষেবিস্তারিত পড়ুন

বর্ষার পর এবার সিনেমা ছাড়ার সিদ্ধান্ত অনন্ত জলিলের, কারণ জানালেন নিজেই
ব্যবসায়ী থেকে একসময় সিনেমায় অভিনয় করা শুরু করেন অনন্ত জলিল।বিস্তারিত পড়ুন

শাহরুখ-দীপিকার বিরুদ্ধে থানায় এজাহার
প্রতারণার অভিযোগে বলিউড কিং শাহরুখ খান ও অভিনেত্রী দীপিকা পাড়ুকোনেরবিস্তারিত পড়ুন