ইন্টারনেট গ্রাহক বেড়েছে সাড়ে ২০ লাখ
জানুয়ারিতে মোবাইল গ্রাহক কমেছে সাড়ে ১৭ লাখ
গত ডিসেম্বর মাসের তুলনায় জানুয়ারিতে দেশে মোবাইল ফোন গ্রাহকের সংখ্যা ১৭ লাখ ৬৪ হাজার কমেছে। তবে ইন্টারনেট গ্রাহকের সংখ্যা বেড়েছে ২০ লাখ ৪৭ হাজার।
এদিকে, দেশের এই সময়ের মধ্যে দেশের ৬টি মোবাইল ফোন অপারেটরের মধ্যে ৫টির গ্রাহক কমলেও বেড়েছে রাষ্ট্রীয় কোম্পানি টেলিটকের গ্রাহক সংখ্যা।
বৃহস্পতিবার বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) জানুয়ারি মাসের মোবাইল ও ইন্টারনেট গ্রাহকদের পরিসংখ্যান প্রকাশ করেছে। এখানে এমন তথ্য উঠে এসেছে।
বিটিআরসির পরিসংখ্যান থেকে জানা গেছে, জানুয়ারি মাসে দেশে মোট মোবাইল ফোন ব্যবহারকারীর সংখ্যা ১৩ কোটি ১৯ লাখ ৫৬ হাজার। ডিসেম্বর মাসে এ সংখ্যা ছিল ১৩ কোটি ৩৭ লাখ ২০ হাজার। একমাসে গ্রাহক কমেছে ১৭ লাখ ৬৪ হাজার।
অপরদিকে, ডিসেম্বরে ইন্টারনেট গ্রাহক সংখ্যা ৫ কোটি ৪১ লাখ ২০ হাজার থাকলেও জানুয়ারিতে তা বেড়ে হয়েছে ৫ কোটি ৬১ লাখ ৬৭ হাজার।
এদিকে, জানুয়ারিতে রাষ্ট্রীয় মোবাইল ফোন সেবাদাতা প্রতিষ্ঠান টেলিটকের গ্রাহক বেড়েছে ৬৮ হাজার। যদিও দেশের অন্য ৫টি মোবাইল ফোন অপারেটরের গ্রাহক সংখ্যা কমেছে। ডিসেম্বরে টেলিটকের গ্রাহক ৪১ লাখ ৪৩ হাজার ছিল, একমাস পর তা হয়েছে ৪২ লাখ ১১ হাজার।
এই সংক্রান্ত আরো সংবাদ
আজকের যত আয়োজন ডিজিটাল ওয়ার্ল্ডে
রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলনে কেন্দ্রে আজ থেকে শুরু হতে যাচ্ছেবিস্তারিত পড়ুন
মোবাইল নম্বর ঠিক রেখেই অপারেটর পরিবর্তন করা যাবে: প্রক্রিয়া শুরু
মোবাইল ফোনের নম্বর ঠিক রেখে অপারেটর পরিবর্তন (মোবাইল নম্বর পোর্টেবিলিটি-এমএনপি)বিস্তারিত পড়ুন
স্মার্টফোন কিনে লাখপতি হলেন পারভেজ
নির্দিষ্ট মডেলের ওয়ালটন স্মার্টফোন কিনে পণ্য নিবন্ধন করলেই মিলছে সর্বোচ্চবিস্তারিত পড়ুন