জানেন? আশকোনার অভিযানের নাম কেন ‘রিপল-২৪’?

রাজধানীর দক্ষিণখানের আশকোনা এলাকায় জঙ্গি আস্তানায় অভিযানের নামকরণ করা হয়েছে। পুলিশের পক্ষ থেকে এই অভিযানের নামকরণ করা হয়েছে ‘রিপল-২৪’।
গত শনিবার অভিযান শেষে আশকোনার ঘটনাস্থল পরিদর্শনের সময় পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) এ কে এম শহীদুল হক এই নামকরণের তাৎপর্যও ব্যাখ্যা করেন।
পুলিশপ্রধান বলেন, “‘রিপল’ অর্থ হচ্ছে ঢেউয়ের মতো প্রসারিত হওয়া। আমাদের আজকের এই অভিযান সকাল থেকে বিকেল পর্যন্ত ধীরে ধীরে ঢেউয়ের মতো প্রসারিত হয়েছে। তাই ‘রিপল’ শব্দটি নেওয়া হয়েছে। আর গত ২৪ ডিসেম্বর। সেখান থেকে ২৪ নেওয়া হয়েছে। দুয়ে মিলে করা হয়েছে ‘রিপল-২৪’।”
এ সময় আইজিপি আরো জানান, আস্তানায় মোট সাত জঙ্গি ছিলেন। এঁদের মধ্যে অভিযানের সময় চারজন আত্মসমর্পণ করেন। দুজন নিহত হন। এক শিশুকে আহত অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহত দুজনের লাশ এখনো বাড়ির মধ্যেই আছে।
রাজধানীর দক্ষিণখানের আশকোনা এলাকায় সূর্য ভিলা নামের বাড়িটি গতকাল রাত থেকে ঘিরে রেখেছিল আইনশৃঙ্খলা বাহিনী। আজ ভোরবেলা থেকে এই বাড়িতে জঙ্গিদের ধরতে অভিযান শুরু হয়। অভিযানে পুলিশের কাউন্টার টেররিজম ইউনিট (সিটি), গোয়েন্দা শাখা (ডিবি), র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) ও পুলিশের বিশেষায়িত দল সোয়াট অংশ নেয়।
স্থানীয়রা জানায়, ওই বাড়ির মালিক কাতার প্রবাসী জামিল উদ্দিন। ওই বাড়ির তত্ত্বাবধায়ক জানান, কিছুদিন আগে এক ব্যক্তি ব্যবসায়ী পরিচয়ে ওই বাড়ির প্রথম তলার একটি ফ্ল্যাট ভাড়া নিয়েছিলেন।
পুলিশ জানায়, সকাল থেকে শুরু হওয়া অভিযানের পর সাড়ে ৯টার দিকে ওই বাড়ি থেকে চারজন আত্মসমর্পণ করেন। তাঁরা হলেন ঢাকার মিরপুরে নিহত জঙ্গি মেজর জাহিদের স্ত্রী জেবুন্নেসা ও জঙ্গি মুসার স্ত্রী তৃষ্ণা। তাঁদের দুজনের সঙ্গে দুই মেয়েশিশু রয়েছে।
এই সংক্রান্ত আরো সংবাদ

যুদ্ধবিরতির ‘খুব কাছাকাছি’ হামাস-ইসরায়েল
ইরান-ইসরায়েলের “১২ দিনের যুদ্ধ” থেমেছে, কিন্তু ফিলিস্তিনের গাজা উপত্যকার মানুষেরবিস্তারিত পড়ুন

টাঙ্গুয়ার হাওড়ে ঘুরতে গিয়ে গাঁজা সেবন, ৫ পর্যটকের কারাদণ্ড-অর্থদণ্ড
সুনামগঞ্জের টাঙ্গুয়ার হাওড়ে ঘুরতে গিয়ে গাঁজা সেবন করে উচ্ছৃঙ্খল আচরণবিস্তারিত পড়ুন

ঝিনাইদহে আদালত চত্বরে মামলার স্বাক্ষীকে মারধর
ঝিনাইদহে আদালত চত্বরে চাঁদাবাজির মামলার স্বাক্ষীকে হত্যার হুমকি ও মারধরেরবিস্তারিত পড়ুন