জানেন কি? এবারের বিপিএলে সবচেয়ে শক্তিশালী কোন দল..এখনি জেনে নিন..

আর একদিন পরেই অর্থাৎ আগামী ৪ নভেম্বর থেকে শুরু হচ্ছে বাংলাদেশে প্রিমিয়ার লিগ বিপিএলের ৪র্থ আসর। এবার আসর নিয়ে চারদিকে চলছে নানা জল্পনা-কল্পনা। এবারের বিপিএলে কোন দল কত শক্তিশালী আলোচনা ক্রিকেটপ্রেমীদের। তবে শক্তি বিচারে বলা যায় যে, এবারে আসরের জন্য শক্তিশালী দল গড়েছে ঢাকা ডায়নামাইটস।
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) প্রথস দুই আসরে শিরোপা জিতে ঢাকা। তবে দুবারই ঢাকা গ্লাডিয়েটর্স নামে পরিচিত ছিল দলটি। তবে ম্যাচ ফিক্সিংয়ে জড়িত থাকার দায়ে বিপিএলের তৃতীয় আসরে আর দেখা যায়নি দলটিকে। এর পরিবর্তে ঢাকা ডায়নামাইটস নামে নতুন ফ্যাঞ্চাইজি নিয়ে চতুর্থ আসরে মাঠে নামে রাজধানীর দলটি।
সাঙ্গাকারা, মোহাম্মদ হাফিজ, নাসির জমশেদের মতো তারকা থাকা সত্ত্বেও তৃতীয় আসরে চতুর্থ হয়ে সন্তুষ্ট থাকতে হয় ঢাকাকে। তবে এবার টুর্নামেন্টের সবচেয়ে শক্তিশালী দল গড়েছে ঢাকা।
কুমার সাঙ্গাকারা তো ছিলেনই এবার যোগ হয়েছেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। ক্যারিবীয় জায়ান্ট আন্দ্রে রাসেলও রয়েছেন দলটিতে। ডোয়াইন ব্রাভো, এভিন লুইস, মাহেলা জয়াবর্ধনে, ওয়েইন পারনেল, রবি বোপারাসহ তারকাদের ছড়াছড়ি বিপিএলের সবচেয়ে সফল দলটিতে।
দেশী ক্রিকেটারদের মধ্যে রয়েছেন তরুণ সেনসেশন মোসাদ্দেক হোসেন সৈকত ও লেগ স্পিনার তানভীর হায়দার। ইংল্যান্ডের বিপক্ষে প্রস্তুত ম্যাচে চার উইকেট নেন তানভীর। নাসির হোসেনের মতো টি২০ স্পেশালিস্ট রয়েছেন ডায়নামাইটস শিবিরে।
মোহাম্মদ শহীদ, ইরফান শুক্কুররা তো বাংলাদেশের ক্রিকেটে বেশ জনপ্রিয়। অলরাউন্ডার সোহরাওয়ার্দী শুভ রয়েছেন দলে। অঘটন না ঘটলে এবারের আসরে ঢাকা ডায়নামাইটসের কাছে জেতা বিপক্ষ দলের জন্য দারুণ কঠিন হবে।
ঢাকা ডায়নামাইটস: সাকিব আল হাসান, মোসাদ্দেক হোসেন, নাসির হোসেন, সানজামুল ইসলাম, আলাউদ্দিন বাবু, সোহরাওয়ার্দী শুভ, মেহেদী মারুফ, মোহাম্মদ শহীদ, ইরফান শুক্কুর, তানভীর হায়দার খান, কুমার সাঙ্গাকারা, আন্দ্রে রাসেল, মাহেলা জয়াবর্ধনে, ডোয়াইন ব্রাভো, এভিন লুইস, রবি বোপারা, সেকুগে প্রসন্ন, ওয়েইন পারনেল, উসামা মীর।
এই সংক্রান্ত আরো সংবাদ

চ্যাম্পিয়নস ট্রফির প্রথম ম্যাচে আজ ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ
চ্যাম্পিয়নস ট্রফিতে নিজেদের প্রথম ম্যাচে ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ।বিস্তারিত পড়ুন

বিপিএলে টানা দ্বিতীয়বার চ্যাম্পিয়ন বরিশাল
বিপিএলের ফাইনালে শুরুতে ব্যাটিং করে রেকর্ড রান সংগ্রহ করে প্রথমবিস্তারিত পড়ুন

শেখ হাসিনার বাসভবন সুধা সদনেও আগুন
রাজধানী ঢাকার ধানমন্ডি এলাকার ৫ নম্বর সড়কে আওয়ামী লীগ সভাপতিবিস্তারিত পড়ুন