জানেন কি, কে মান্নার বড় ভক্ত- জায়েদ নাকি জিৎ?

আম্মাজান’, ‘দাঙ্গা’, ‘যন্ত্রণা’, ‘ত্রাস’, ‘সিপাহী’র মতো যুগশ্রেষ্ঠ ছবির নায়ক মান্না। ১০ বছর ছিলেন ঢাকাই সিনেমার শীর্ষ নায়ক। পেয়েছেন জাতীয় চলচ্চিত্র পুরষ্কার। ছিলেন শিল্পী সমিতির সভপতিও। তার অন্ধ ভক্তরূপে দেখা যাবে ঢাকার জায়েদ খান ও কলকাতার জিতকে।
একই সময়ে শুরু হয়েছে জায়েদ খান অভিনীত ‘অন্তর জ্বালা’ এবং জিৎ অভিনীত ‘বাদশা’। ‘অন্তর জ্বালা’ পরিচালনা করছেন মাষ্টার মেকার বলে পরিচিত মালেক আফসারী। ‘বাদশা’র পরিচালক ওপারের কোরিওগ্রাফার বাবা যাদব।‘অন্তর জ্বালা’ ছবিতে জায়েদ অভিনয় করেছেন এক চোরের ভূমিকায়। ‘বাদশা’ ছবিতে জিৎ আবার ডন হতে ইচ্ছুক এক যুবক। দুটি ছবিতেই মান্নার ভক্ত মূল অভিনেতারা।
জায়েদ এ নিয়ে ভীষন উত্তেজিত। ব্যক্তি জীবনেও নাকি তিনি মান্নার খুব ভক্ত। জিতের বিষয়টি জানা যায়নি। তিনি আদৌ কখনো মান্নার ছবি দেখেছেন কিনা তাও জানা যায়নি। তিনি বর্তমানে ঢাকায় চুপিচুপি ‘বাদশা’র শুটিং করছেন। মুখোমুখি হচ্ছেন না মিডিয়ার।
তবে যৌথ প্রযোজনায় নির্মিত ‘বাদশা’ ওপারে মুক্তি পেলে মান্নার অংশটুকু থাকবে কিনা তা নিয়ে সংশ্লিষ্টরা সন্দিহান। এমনও হতে পারে- কোনো ভারতীয় নায়ক ঢুকে গেলেন মান্নার জায়গায়।জায়েদ খান যে মান্নার ভক্ত হয়েই পর্দায় দেখা দেবেন এটা অনেকটাই নিশ্চিত। আর ঢাকার নায়কদের উত্তরসূরী হিসেবে জায়েদই দর্শকমন জয় করতে পারবেন সহজে। জিতের জন্য এই জায়গা নেয়া কিছুটা কঠিনই বটে!
এই সংক্রান্ত আরো সংবাদ

‘বাজি’ দিয়ে ফিরলো কোক স্টুডিও বাংলা
“বাজি” গান দিয়ে এক বছরেরও বেশি সময়ের বিরতি কাটিয়ে অবশেষেবিস্তারিত পড়ুন

বর্ষার পর এবার সিনেমা ছাড়ার সিদ্ধান্ত অনন্ত জলিলের, কারণ জানালেন নিজেই
ব্যবসায়ী থেকে একসময় সিনেমায় অভিনয় করা শুরু করেন অনন্ত জলিল।বিস্তারিত পড়ুন

শাহরুখ-দীপিকার বিরুদ্ধে থানায় এজাহার
প্রতারণার অভিযোগে বলিউড কিং শাহরুখ খান ও অভিনেত্রী দীপিকা পাড়ুকোনেরবিস্তারিত পড়ুন