জানেন কি? ভারতের আগে পাকিস্তান দলে খেলেছিলেন টেন্ডুলকার..!

শচীন টেন্ডুলকার ভারতীয় আইকন। দেশটির ক্রিকেটের সবচেয়ে বড় কিংবদন্তি। ১৯৮৯ সালে মাত্র ১৬ বছর বয়স তার। তখন ভারতের হয়ে ইমরান খানের নেতৃত্বের পাকিস্তান দলের বিপক্ষে তার আন্তর্জাতিক অভিষেক। কিন্তু আপনি জানেন কি তারো অনেক আগে মাত্র ১৩ বছর বয়সেই একবার পাকিস্তান দলের হয়েই খেলেছিলেন টেন্ডুলকার?
হ্যাঁ! দিনটি ছিল ২০ জানুয়ারি। ১৯৮৭। ১৪তম জন্মদিন থেকে তখন ৩ মাস দূরে টেন্ডুলকার। প্রথমবারের মতো সেদিন আন্তর্জাতিক অঙ্গণে তিনি পা রাখলেন। তাও চিরশত্রু পাকিস্তানের হয়ে! মুম্বাইয়ের ব্র্যাবোর্ন স্টেডিয়ামে সেদিন ভারত-পাকিস্তানের প্রীতি ম্যাচ ছিল। ভারতে ক্রিকেট ক্লাবের গোল্ডেন জুবিলি স্মরণীয় করে রাখতে।
জাবেদ মিয়াদাদ ও আব্দুল কাদির লাঞ্চের সময় মাঠ ছাড়লেন। এরপর বদলী ফিল্ডার হিসেবে টেন্ডুলকারকে মাঠে নামতে বলা হলো। ইমরান খান অধিনায়ক। তিনি টেন্ডুলকারকে লং অনে দাঁড় করালেন। কপিল দেব তুলে মারলেন এক বল। টেন্ডুলকারের দিকেই। ১৫ মিটারের মতো দৌড়েও তা ধরতে পারেননি টেন্ডুলকার। তার বই ‘প্লেয়িং ইট মাই ওয়ে’ বইয়ে টেন্ডুলকার ওই প্রসঙ্গ এনেছেন। লিখেছেন, “আমি যে একবার পাকিস্তান দলের হয়ে ফিল্ডিং করেছিলাম তা ইমরান খান জানেন কি না বা সে ব্যাপারে তার কোনো ধারণা আছে কি না তা আমার জানা নেই।”
ওই ম্যাচটা রবি শাস্ত্রির নেতৃত্বে ভারত জিতেছিল ৬ উইকেটে। ১৮৯ রানের টার্গেট তাড়া করে মোহাম্মদ আজহারউদ্দিন ইনিংস সর্বোচ্চ ৮০ রান করেছিলেন। তবে ম্যাচটা টেন্ডুলকারের জন্য বিশেষ স্মরণীয়। আর এখন পাকিস্তানের কেউ যদি দাবি করে টেন্ডুলকার ভারতের আগে তাদের খেলোয়াড় তাহলে আর বলার কি থাকে!
এই সংক্রান্ত আরো সংবাদ

চ্যাম্পিয়নস ট্রফির প্রথম ম্যাচে আজ ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ
চ্যাম্পিয়নস ট্রফিতে নিজেদের প্রথম ম্যাচে ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ।বিস্তারিত পড়ুন

বিপিএলে টানা দ্বিতীয়বার চ্যাম্পিয়ন বরিশাল
বিপিএলের ফাইনালে শুরুতে ব্যাটিং করে রেকর্ড রান সংগ্রহ করে প্রথমবিস্তারিত পড়ুন

শেখ হাসিনার বাসভবন সুধা সদনেও আগুন
রাজধানী ঢাকার ধানমন্ডি এলাকার ৫ নম্বর সড়কে আওয়ামী লীগ সভাপতিবিস্তারিত পড়ুন