বুধবার, জুলাই ৯, ২০২৫

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

জান্নাতকে নির্যাতনের ঘটনায় গ্রেফতার ২

গাজীপুরে চাঁদপুরের ৯ বছরের শিশু জান্নাতুল ফেরদৌসকে নির্যাতনের ঘটনায় দায়ের করা মামলায় গৃহকর্তাসহ দুই জনকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃতরা হলেন গৃহকর্তা ওমর ফারুক এবং তার ভাইরাভাই মোস্তফা সরদার। চাঁদপুরের হাইমচর এলাকার শাহজাহান ভূঁইয়া এ মামলা দায়ের করেন। এদিকে আহত জান্নাত চাঁদপুর সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। চাঁদপুরের পুলিশ সুপার শামসুন্নাহার বাংলা ট্রিবিউনকে এ তথ্য জানান।

পুলিশ জানান, ‘কয়েকমাস ধরেই জান্নাতকে নিয়মিত যে অত্যাচারের মধ্যে রাখা হয়েছে, সেই চিহ্ন তার শরীরই বলে দিচ্ছে। ইস্ত্রি দিয়ে শরীরের বিভিন্ন স্থান এবং মাথার তালুতে সেঁক দেওয়া হয়েছে। নির্যাতনের কারণে শিশুটি এখন মানসিকভাবে বিপর্যস্ত। সে এখন একটু বেশি মানুষ দেখলে ভয় পায়। চিকিৎসার কথা শুনলেও ভয় পায়। তবে সে এখন তার স্বজনদের সঙ্গে কথা বলতে পারছে।’

জান্নাতের মা ফিরোজা বেগম বলেন, ‘আমি বড় অসহায় আমার স্বামী আমাদের কোনও খোঁজ খবর নেন না। আমার বৃদ্ধ মা ভিক্ষা করে আমার ও সন্তানদের দুবেলা খাবারের জোগান দেন। আমার এ অসহায়ত্বের সুযোগ নিয়ে মোস্তফা সরদার আমাকে মিথ্যা আশ্বাস দিয়ে আমার মেয়েকে ঢাকায় তার শ্যালিকার বাসায় নিয়ে যান। এক বছর ধরে আমি আমার মেয়ের সঙ্গে যোগাযোগ করতে চাইলেও তারা দেননি। বুধবার (১৪ সেপ্টেম্বর) সন্ধ্যায় মোস্তাফা সরদার আমার মেয়েকে বাড়ির সামনে অচেতন অবস্থায় রেখে চলে যান।’

আটককৃত মোস্তফা সরদার জানান, ‘আমি জান্নাতকে আমার শ্যালিকার বাসায় কাজে দিয়েছিলাম। তারা প্রথমে ভালোই ছিল। হঠাৎ করে আমার শ্যালিকার টাকা পয়সা হওয়ায় তারা বেপরোয়া হয়ে ওঠে। শ্যালিকা মনি আমাকে খবর দিয়ে আহতাবস্থায় শিশুটিকে আমার কাছে দিয়ে দেয়। আমি ৭ দিন ঢাকাতে জান্নাতের প্রাথমিক চিকিৎসা করে তাদের বাসায় পৌঁছে দেই।’

হাইমচর স্বাস্থ্য কমপ্লেক্সের ডা. দিপন দে জানান, ‘শিশুটির অবস্থা গুরুতর। শিশুটিকে উন্নত চিকিৎসার জন্য চাঁদপুর সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে।’

হাসপাতালে শয্যাসায়ী নির্যাতিত শিশু জান্নাতকে দেখতে আসেন সিভিল সার্জন ডা. রথিন্দ্রনাথ মজুমদার, স্বাস্থ্য কর্মকর্তা ডা. শফিকুল ইসলাম। জান্নাতের চিকিৎসার সার্বিক ব্যবস্থাপনার জন্য ৩ সদস্য বিশিষ্ট একটি মেডিক্যাল বোর্ড গঠন করা হয়েছে।

এই সংক্রান্ত আরো সংবাদ

তেহরানে বাংলাদেশ দূতাবাসের সবাইকে দ্রুত সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত

ইরান-ইসরায়েলের মধ্যে চলমান সংঘাত ক্রমেই উদ্বেগজনক রূপ নিচ্ছে। এমন পরিস্থিতিতেবিস্তারিত পড়ুন

সংঘাতের মাঝেও তেহরানের বায়ুমান ঢাকার চেয়ে ভালো

সোমবার রাত থেকেই দফায় দফায় কয়েক পশলা বৃষ্টি হয়েছে ঢাকায়।বিস্তারিত পড়ুন

অবিলম্বে তেহরান খালি করার আহ্বান ট্রাম্পের

ইরান-ইসরায়েল সংঘাত পঞ্চম দিনে গড়ানোর আগেই তেহরানবাসীদের শহর খালি করারবিস্তারিত পড়ুন

  • সিলেটে মোহসিন আহমেদ চৌধুরীর বাসভবনে হামলা ও ডাকাতি
  • দাওয়াত খেতে গিয়ে হামলার শিকার আওয়ামী লীগের এক নেতা
  • এবার হত্যাচেষ্টা মামলার আসামি রিয়াজ-চঞ্চল-মামুনুর রশীদসহ ১৪ শিল্পী
  • ফেমডম সেশনের নামে নির্যাতনের অভিযোগে দুই নারী গ্রেপ্তার
  • রাবিতে অ্যালামনাই অ্যাসোসিয়েশন নির্বাচনের দাবিতে বিক্ষোভ
  • ধর্ষণের অভিযোগের তদন্ত চলায় এমবাপ্পেকে বিজ্ঞাপন থেকে সরাল রিয়াল
  • ধর্ষণের অভিযোগ ওঠার পর পদ হারালেন গাজীপুর জেলা ছাত্রদলের সভাপতি
  • ঢাকা উত্তর সিটির সাবেক মেয়র আতিকুল গ্রেপ্তার
  • ফের ২ দিন রিমান্ডে আনিসুল হক
  • ডিএমপি: ৫ আগস্ট পুলিশের ওপর হামলার ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়া হবে
  • অবৈধভাবে ভারত যাওয়ার সময় ওএসডি হওয়া যুগ্ম সচিব আটক
  • সিলেটের জঙ্গি নেতা আব্দুল বারি ও শামসু জামিনে মুক্ত