জান্নাতুলের ওপর অকথ্য নির্যাতন: বয়স মাত্র ৯ বছর

শিশু জান্নাতুল ফেরদৌসকে গাজীপুরের একটি বাসায় গৃহপরিচারিকার কাজে নিয়ে অমানবিক নির্যাতন করেছে গৃহকত্রী মনি বেগম। মুমূর্ষু অবস্থায় গতকাল ৯ বছরের শিশু জান্নাতুলকে তার গ্রামের বাড়ি চাঁদপুরের হাইমচরে ফেলে রেখে যাওয়ার ঘটনায় আটক করা হয়েছে মনি বেগমের দুলাভাই মোস্তফা সরকারকে।
হাইমচর উপজেলা পরিষদ চেয়ারম্যান নুর হোসেন পাটওয়ারী জানান, জান্নাতুলের বাবা মন্টু মাতাব্বর তাদের ফেলে অন্যত্র চলে যাওয়ার পর অসহায় হয়ে পড়ে পরিবারটি। এক বছর পূর্বে একই এলাকার মোস্তফা সরদার শিশুটির মা ফিরোজা বেগমের কাছ থেকে জান্নাতুলকে নিয়ে গাজীপুরে থাকা শ্যালিকা মনি বেগমের বাসার কাজে নিয়োগ দেয়। গত এক বছর ধরে শিশুটির ওপর অমানবিক নির্যাতন চালিয়ে বুধবার সন্ধ্যায় তাকে মুমূর্ষু অবস্থায় হাইমচরের নয়ানী গ্রামের বাড়ির সামনে ফেলে রেখে পালিয়ে যায় মোস্তফা। শিশুটির পুরো শরীর ক্ষত-বিক্ষত এবং মাথায় মারাত্মক আঘাত রয়েছে।
সংবাদ পেয়ে বৃহস্পতিবার সকালে চাঁদপুরের পুলিশ সুপার শামসুন্নাহার হাইমচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে শিশুটিকে অ্যাম্বুলেন্স করে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে ভর্তি করান। পুলিশ সুপার জানান, শিশুটিকে যেভাবে নির্যাতন করা হয়েছে, তা বর্ণনা করার মত নয়। এর সাথে জড়িত সবাইকে আইনের আওতায় আনা হবে এবং মামলার প্রস্তুতি চলছে।-ইত্তেফাক
এই সংক্রান্ত আরো সংবাদ

তেহরানে বাংলাদেশ দূতাবাসের সবাইকে দ্রুত সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত
ইরান-ইসরায়েলের মধ্যে চলমান সংঘাত ক্রমেই উদ্বেগজনক রূপ নিচ্ছে। এমন পরিস্থিতিতেবিস্তারিত পড়ুন

সংঘাতের মাঝেও তেহরানের বায়ুমান ঢাকার চেয়ে ভালো
সোমবার রাত থেকেই দফায় দফায় কয়েক পশলা বৃষ্টি হয়েছে ঢাকায়।বিস্তারিত পড়ুন

অবিলম্বে তেহরান খালি করার আহ্বান ট্রাম্পের
ইরান-ইসরায়েল সংঘাত পঞ্চম দিনে গড়ানোর আগেই তেহরানবাসীদের শহর খালি করারবিস্তারিত পড়ুন