জাপানি তরুণ-তরুণীরা প্রেম বাদ দিয়ে বন্ধুদেরকেই বিয়ে করছেন
জাপানে যৌনতার সংকট এতটাই প্রকট আকার ধারন করেছে যে, এর তরুণ প্রজন্মের নারী-পুরুষরা প্রেম রোমান্স বাদ দিয়ে শুধু বন্ধুদেরকেই বিয়ে করছেন।
সরকারি একটি জরিপে দেখা গেছে, জাপানের ৬৯% তরুণ এবং ৫৯% তরুণীর কোনো প্রেমিক বা প্রেমিকা নেই।
মাতোমে নাভের (Matome Naver) নামের একটি জাপানি সম্পর্ক বিষয়ক ওয়েবসাইটে শুধু লোকে কী করে তাদের আজীবনের বন্ধুদেরকে বিয়ে করেছেস সে সম্পর্কিত গল্পে ছেয়ে গেছে।
বর্তমানে বিশ্বে সবচেয়ে নিম্ন জন্মহারের একটি দেশ হলো জাপান। গত পাঁচ বছরে দেশটিতে প্রতি ১ হাজার জনে শিশু জন্মহার ছিল ৮.৪ জন।
আর ধারণা করা হচ্ছে, জাপানের ১২ কোটি ৭০ লাখ জনসংখ্যা ২০৬০ সালের মধ্যে ৮ কোটি ৭০ লাখে নেমে আসবে।
জাপানের ন্যাশনাল ইনস্টিটিউট অফ পপুলেশন অ্যান্ড সোশ্যাল সিকিউরিটি রিসার্চ ওই জরিপ চালায়। জরিপে আরো উঠে এসেছে যে, জাপানের অবিবাহিত তরুণ-তরুণীদের ৮০%-ই বিয়ে করতে চান।
সাম্প্রতিক সপ্তাহগুলোতে লোকে মাতোমে নাভের ওয়েবসাইটে ডেটিং ছাড়াই বন্ধুকে বিয়ে করার অসংখ্য গল্প বলেছেন। একটি গল্পে কী করে একজন তার দীর্ঘ ১০ বছরের সহকর্মীকে বিয়ে করেছেন সে কথা বলা হয়।
এই প্রবণতার নাম দেওয়া হয়েছে, “কৌসাই জিরো নিচিকোন”। যার অর্থ “ডেটিং ছাড়াই বিয়ে করা”।
জাপানি অভিনেত্রী মাকি হোরিকিটা ২০১৫ সালে বিয়ে করেছেন কোজি ইয়ামামোতোকে মাত্র এক মাসের ডেটিংয়ের পর।
জোসি স্পা ম্যাগাজিনে গত মাসে প্রকাশিত একটি কলামে বিয়ের জন্য সঙ্গী বা সঙ্গিনী খোঁজাকে আত্মহত্যার সঙ্গে তুলনা করা হয়েছে।
তবে এমন কোনো বাস্তব সাক্ষ-প্রমাণ নেই যে ডেটিং ছাড়া বিয়ে করার প্রবণতা জাপানে ঝড় তুলেছে।
তবে জাপানের পুরোনো বিয়ের রীতি যেখানে বাবা তাদের প্রাপ্তবয়স্ক ছেলে মেয়েদের জন্য জীবন সঙ্গী বা সঙ্গিনী বাছাই করতেন সেই রীতি এখন প্রায় পুরোপুরি বিলুপ্ত হয়ে গেছে।
সূত্র: বিজনেস ইনসাইডার
এই সংক্রান্ত আরো সংবাদ
মানবদেহে আদার অনেক উপকার
আমাদের দিনে কয়েকবার রঙিন খাবার খাওয়া উচিত, কিন্তু আপনি কিবিস্তারিত পড়ুন
হোটেল ঘরে বিছানার চাদর সাদা হয় কেন ?
বেড়াতে গিয়ে হোটেলের ঘরে ঢুকে প্রথম যে বিষয়টি নজরে আসে,বিস্তারিত পড়ুন
ধনিয়া পাতার উপকারি গুণ
চিকিৎসকদের মতে, ধনে বা ধনিয়া একটি ভেষজ উদ্ভিদ যার অনেকবিস্তারিত পড়ুন