শুক্রবার, এপ্রিল ১১, ২০২৫

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

জাপানি নাগরিকদের নিরাপত্তা দিতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের চিঠি

বাংলাদেশে বসবাসরত জাপানি নাগরিকদের নিরাপত্তা দিতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে চিঠি দিয়েছে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়।

এ বিষয়ে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘মেট্রোরেল প্রকল্প কর্তৃপক্ষের চাহিদা অনুযায়ী জাপানি নাগরিকদের নিরাপত্তা বিধানে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে চিঠি দেওয়া হয়েছে। সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ বিষয়টি নিবিড়ভাবে তদারক করছে।’

আজ সোমবার বিকেলে মেট্রোরেল রুট-৬ বাস্তবায়নে সংশ্লিষ্ট বিদেশি নাগরিকদের নিরাপত্তাবিষয়ক এক সভায় এ কথা বলেন ওবায়দুল কাদের। সচিবালয়ে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় মন্ত্রী জানান, জাপানের আন্তর্জাতিক সহযোগিতা সংস্থা জাইকার অর্থায়নে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের আওতায় মেট্রোরেল রুট-৬, দ্বিতীয় কাঁচপুর, দ্বিতীয় মেঘনা ও দ্বিতীয় গোমতী সেতু, ওয়েস্টার্ন বাংলাদেশ ব্রিজ ইম্প্রুভমেন্ট প্রজেক্টের আওতায় দেশের পশ্চিমাঞ্চলে ৬১টি সেতু এবং মাতারবাড়ি প্রকল্পের কাজ বাস্তবায়িত হচ্ছে। এ ছাড়া মেট্রোরেল রুট-১ এবং রুট ৫-এর সম্ভাব্যতা যাচাইয়ের কাজও এগিয়ে চলছে।

সেতুমন্ত্রী বলেন, উন্নয়ন প্রকল্পের সঙ্গে সংশ্লিষ্ট জাপানি নাগরিকসহ সব বিদেশি নাগরিকের নিরাপত্তা বিধানে সরকার দৃঢ়প্রতিজ্ঞ। মেট্রোরেল রুট-৬ বাস্তবায়নের সঙ্গে সংশ্লিষ্ট পরামর্শকসহ নির্মাণকাজে নিয়োজিত প্রতিষ্ঠানে কর্মরতদের কর্মস্থল এবং বাসস্থানে পর্যাপ্ত নিরাপত্তা বিধানের ব্যবস্থা নেওয়া হয়েছে। এ সময় তিনি স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামালের সঙ্গে টেলিফোনে নিরাপত্তা জোরদারের বিষয়ে কথা বলেন।

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রীর সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিব এম এ এন ছিদ্দিক, অতিরিক্ত সচিব মো. ফারুক জলীল, ডিটিসিএর নির্বাহী পরিচালক মো. কায়কোবাদ হোসেন, মেট্রোরেল প্রকল্প পরিচালক মো. মোফাজ্জেল হোসেন, ঢাকায় নিযুক্ত জাইকার জ্যেষ্ঠ প্রতিনিধি তাকু ইয়াম্বে, মেট্রোরেল রুট-৬ বাস্তবায়ন কাজের সংশ্লিষ্ট টোকিও কন্সট্রাকশন কোম্পানি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক হিরোশি আসাকামি, পরামর্শক প্রতিষ্ঠান নিপ্পন কোয়ের টিম লিডার হিডিও ওমোরিসহ মন্ত্রণালয় ও প্রকল্পের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এদিকে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ তথ্য কর্মকর্তা মো. আবু নাসের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, মেট্রোরেল রুট ৬-এর ডিপোর ভূমি উন্নয়নকাজে নিয়োজিত টোকিও কন্সট্রাকশন কোম্পানি লিমিটেডের নিরাপত্তাবিষয়ক চার সদস্যের একটি প্রতিনিধিদল বর্তমানে বাংলাদেশে অবস্থান করছে। সরকারের গৃহীত নিরাপত্তাব্যবস্থায় জাইকার কর্মকর্তা ও সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের প্রতিনিধিরা সন্তোষ প্রকাশ করেন।

এই সংক্রান্ত আরো সংবাদ

ব্যাংকক থেকে ঢাকার উদ্দেশে রওনা দিয়েছেন প্রধান উপদেষ্টা

ষষ্ঠ বিমসটেক শীর্ষ সম্মেলনে অংশগ্রহণ শেষে প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদবিস্তারিত পড়ুন

বিশ্বকবির ম্যুরাল থেকে কালি মুছে দিল উপজেলা প্রশাসন

কুষ্টিয়ার কুমারখালী উপজেলায় বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ম্যুরালে কালি দিয়ে মুখবিস্তারিত পড়ুন

ফখরুল: ইউনূস–মোদির বৈঠক আশার আলো দেখাচ্ছে

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে ভারতের প্রধানমন্ত্রীবিস্তারিত পড়ুন

  • জুতার মালা পরিয়ে লাঞ্ছিত করা সেই বীর মুক্তিযোদ্ধার বাড়িতে হামলা-ভাঙচুর
  • দেশে ফিরেছেন মুহাম্মদ ইউনূস
  • মিরপুরে ঝগড়ার জেরে ‘সাততলা থেকে ফেলে’ যুবককে হত্যার অভিযোগ
  • ‘হলে থাকতেন-টিউশনি করতেন, এখন পাঁচ-ছয় কোটি টাকার গাড়িতে চড়েন’
  • শুক্রবার বৈঠকে বসছেন ইউনূস-মোদি
  • এসএসসি পেছানোর দাবিতে আন্দোলনের হুঁশিয়ারি, যা বলছে শিক্ষা বোর্ড
  • মব-নারীবিদ্বেষ-তৌহিদি জনতা: দেশে চরমপন্থা বিকাশের সুযোগ সত্যি নাকি বিভ্রান্তি?
  • নাহিদ: আওয়ামী দুঃশাসনের ভুক্তভোগীদের কাছে ৫ আগস্ট অবশ্যই দ্বিতীয় স্বাধীনতা
  • দেশে গ্যাস অনুসন্ধানে মস্কোর সহযোগিতা চায় ঢাকা
  • ঈদের চাঁদ দেখা নিয়ে যে আহ্বান জানালো সৌদি আরব
  • ৬ ডলারে নামছে না রোহিঙ্গাদের খাদ্য সহায়তা, কমছে ৫০ সেন্ট
  • আরও একমাস বাড়লো পাঁচটি সংস্কার কমিশনের মেয়াদ