জাপানি নারী হত্যা মামলার আসামি জাকির রিমান্ডে
জাপানি নারী হিরোই মিয়েতা হত্যা মামলায় জাকির হোসেন পাটোয়ারী ওরফে রতনকে চার দিন রিমান্ডে নেয়ার অনুমাতি দিয়েছেন আদালত। সোমবার ঢাকা মহানগর হাকিম কায়সারুল ইসলাম এ আদেশ দেন। এর আগে মামলার তদন্ত কর্মকর্তা উত্তরা পূর্ব থানার পরিদর্শক আবু বকর সিদ্দিক আসামিকে আদালতে হাজির করে দশদিন রিমান্ডে নেওয়ার আবেদন করেন।
রিমান্ড শুনানিতে আদালতে সাধারণ নিবন্ধন কর্মকর্তা পুলিশেল উপ-পরিদর্শক উজির আলী বলেন, আসামি রতন ভারতে চলে গিয়েছিলেন। পরে রবিবার তাকে বেনাপোল সীমান্ত দিয়ে বাংলাদেশে নিয়ে আসা হয়। গত ২৬ আগস্ট অপর সহযোগীদের নিয়ে আসামি জাকির জাপানি নারীকে অপহরণ করেন। পরে জাকির তার ব্যবসায়িক সহযোগীর ছেলে ফখরুল ইসলামের সহযোগিতায় ওই নারীকে রাজধানীর ভাটারা থানা এলাকার একটি বাড়িতে নিয়ে যান। এর তিন দিন পর ২৯ আগস্ট কৌশলে জাপানি নাগরিককে হত্যা করা হয়। হত্যার পর এ আসামি নিজের গাড়িতে করে মৃতদেহ উত্তরা এলাকায় নিয়ে যান।
সেখানে মারুফ হোসেনের গ্যারেজে কাফনের কাপড় পরান। পরে তিনি ওই জাপানি নারীকে নানী পরিচয় দিয়ে লাশ দাফন করেন। তাই হত্যার মূল রহস্য উদ্ঘাটনের জন্য এই আসামিকে রিমান্ডে নিয়ে নিবিড়ভাবে জিজ্ঞাসাবাদ করা জরুরি। এসময় আসামির আইনজীবী মীর হোসেন বলেন, জাকির পাটোয়ারী ওই জাপানী নারীর ব্যবসায়িক অংশীদার ছিলেন। অসুস্থ হয়ে চিকিৎসাধীন অবস্থায় তিনি (মিয়েতা) মারা গেছেন। তাকে হত্যা করা হয়নি। মামলার নথি সূত্রে জানা গেছে, হিরোই মিয়েতার পাসপোর্ট নম্বর-ঞত-০৪৪৫৭৭৮, জন্ম তারিখ- ১৬ নভেম্বর, ১৯৫৫।
জাপান থেকে গত ৪ নভেম্বর মিয়েতার মা মাকিকো হিরাবায়াশি জাপান দূতাবাসে জানান, তার সঙ্গে মেয়ে মিয়েতা প্রতিদিন অন্তত একবার কথা বলতেন। কিন্তু ২৬ অক্টোবরের পর থেকে তার মেয়ের সঙ্গে আর যোগাযোগ করতে পারছেন না। এ কারণে মেয়ের নিরাপত্তার জন্য অনুরোধ জানান ওই জাপানি মা। এরপর জাপান দূতাবাসের ভাইস কনস্যুলেটর একটি সাধারণ ডায়েরি করেন। পুলিশ মিয়াতার নিখোঁজ হওয়ার ঘটনা তদন্ত করে উত্তরা-পূর্ব থানায় হত্যা মামলা করে।
এই সংক্রান্ত আরো সংবাদ
ড. ইউনূসের মন্তব্য দেশের মানুষের জন্য অপমানজনক : আইনমন্ত্রী
আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, কর ফাঁকি দেওয়ার মামলাকে পৃথিবীর বিভিন্নবিস্তারিত পড়ুন
ময়মনসিংহে ওসি-এসপি’র বার্ষিক কর্ম সম্পাদন চুক্তি স্বাক্ষর
সরকারি দায়-দায়িত্ব ও কর্মকান্ডে স্বচ্ছতা ও দায়বদ্ধতা বৃদ্ধি, সম্পদের যথাযথবিস্তারিত পড়ুন
ন্যায় বিচার প্রতিষ্ঠায় জনগণের সাথে রায়েছে বিচার বিভাগ
দেশের মানুষের ন্যায়বিচার প্রতিষ্ঠার আন্দোলনে বিচার বিভাগ জনগণের সঙ্গে আছেবিস্তারিত পড়ুন