জাপানের উদ্দেশ্যে এলজিআরডি মন্ত্রীর ঢাকা ত্যাগ

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন (এলজিআরডি) ও সমবায় মন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন জাপানের ‘ইনসিনারেশন প্লান্ট এন্ড সলিড ওয়াস্ট ম্যানেজমেন্ট’ পরিদর্শনের উদ্দেশ্যে আজ (মঙ্গলবার) ঢাকা ত্যাগ করেছেন।
মঙ্গলবার মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।
এলজিআরডি মন্ত্রণালয় জানিয়েছে, মন্ত্রী ৭ সদস্য বিশিষ্ট প্রতিনিধিদলের নেতৃত্ব দিচ্ছেন। প্রতিনিধিদলের অন্য সদস্যরা হচ্ছেন- ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র আনিসুল হক, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র সাঈদ খোকন, নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের মেয়র সেলিনা হায়াত আইভি, স্থানীয় সরকার বিভাগের সচিব আবদুল মালেক, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের প্রধান প্রকৌশলী শ্যামা প্রসাদ অধিকারী, মন্ত্রীর একান্ত সচিব মুহম্মদ ইব্রাহিম এবং স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের প্রকল্প পরিচালক মো. আহসান হাবিব।
প্রতিনিধিদল ২০ থেকে ২২ এপ্রিল পর্যন্ত জাপান সফর করবে। এ সময় তারা জ্বালানি চুল্লির মাধ্যমে ভস্মীভূত সরঞ্জামাদি দিয়ে পন্য উৎপাদন প্রক্রিয়া এবং বর্জ্য ব্যবস্থাপনার বিভিন্ন কার্যক্রম পরিদর্শন করবেন।
এ ছাড়া এ বিষয়ে সংশ্লিষ্টদের সঙ্গে মতবিনিময় করবেন। রাজধানীসহ দেশের বিভিন্ন শহরের বর্জ্য ব্যবস্থাপনা ও জ্বালানি ভস্মীভূত সরঞ্জামাদি দিয়ে পণ্য উৎপাদনের বিষয়ে জাপানের অভিজ্ঞতাকে কাজে লাগানোই এ সফরের উদ্দেশ্য।
এ ছাড়াও প্রতিনিধিদলটি আগামী ২৩ থেকে ২৪ এপ্রিল একই উদ্দেশ্যে সিঙ্গাপুরও সফর করবে। তারা আগামী ২৫ এপ্রিল দেশে ফিরবেন বলে আশা করা যাচ্ছে।
এই সংক্রান্ত আরো সংবাদ

ব্যাংকক থেকে ঢাকার উদ্দেশে রওনা দিয়েছেন প্রধান উপদেষ্টা
ষষ্ঠ বিমসটেক শীর্ষ সম্মেলনে অংশগ্রহণ শেষে প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদবিস্তারিত পড়ুন

বিশ্বকবির ম্যুরাল থেকে কালি মুছে দিল উপজেলা প্রশাসন
কুষ্টিয়ার কুমারখালী উপজেলায় বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ম্যুরালে কালি দিয়ে মুখবিস্তারিত পড়ুন

ফখরুল: ইউনূস–মোদির বৈঠক আশার আলো দেখাচ্ছে
অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে ভারতের প্রধানমন্ত্রীবিস্তারিত পড়ুন