জাপানের জলসীমায় ঢুকল চিনের যুদ্ধজাহাজ
আবার টেনশন ঘনাল পূর্ব চিন সাগরে৷ ফের জাপানের জলসীমায় প্রবেশ করল চিনের যুদ্ধজাহাজ। শনিবার এমনটীই জানিয়েছে জাপানের উপকূলরক্ষী বাহিনী। পূর্ব চিন সাগরের সেনকাকু দ্বীপ নিয়ে চিন-জাপানের বিবাদ দীর্ঘদিনের। সেই বিতর্কিত জলসীমায় চিনের তিনটি যুদ্ধজাহাজ এক ঘণ্টারও বেশি সময় ধরে ছিল বলে দাবি জাপানের। প্রসঙ্গত এর আগেও সেনকাকু দ্বীপের কাছে চিনা যুদ্ধজাহাজ হানা দিয়েছে বলে অভিযোগ করেছিল জাপান৷
জাপানের উপকূলরক্ষী বাহিনীর দাবি, গত মঙ্গলবার বিতর্কিত সীমান্তে প্রথম দেখা গিয়েছিল চিনের তিনটি জাহাজ। বাইরে থেকে সাধারণ বাণিজ্যতরী মনে হলেও তাদের একটির ভিতর থেকে কামানের নল উঁকি মারছিল। ওইদিন দুপুরের দিকে ঘণ্টায় ২৯ কিমি বেগে চলছিল জাহাজগুলি। পরদিন সকালে ফের দেখা চিনের জাহাজগুলিকে। সেদিন প্রায় ৭০ মিনিট যাবৎ সেনকাকু দ্বীপের বিতর্কিত অঞ্চলে ঘোরাফেরা করে জাহাজগুলি। যদিও, জাপানের দাবি খারিজ করে দিয়েছে চিন। জাপানের জলসীমা অতিক্রম করা কিংবা সেনকাকু দ্বীপের কাছে চিনা যুদ্ধজাহাজের আনাগোনার বিষয়ে বেজিংয়ের বক্তব্য, ওইগুলি সাধারণ চিনা লাইনার, স্বাভাবিক নিয়মেই চলছিল। মালবাহী জাহাজে যা যা জিনিস থাকার সেসবই ছিল ওই জাহাজগুলিতে। বিতর্কিত জলসীমায় ঢোকার কোনও ঘটনা ঘটেনি।
২০১২ সালে পূর্ব চিন সাগরের সেনকাকু দ্বীপটি দ্বিতীয় বিশ্বযুদ্ধ পরবর্তী আন্তর্জাতিক চুক্তিমতোই জাপানের অধিকারে আসে। কিন্তু তার পর থেকে হামেশাই চিনা জাহাজ ও বিমানকে ওই অঞ্চলে টহল দিতে দেখা গিয়েছে বলে বারংবার অভিযোগ করেছে টোকিও। কমিউনিস্ট চিনের উপকূল থেকে ৩০০ কিমি দূরে অবস্থিত ওই সেনকাকু দ্বীপের মালিকানার দাবি দীর্ঘদিন ধরেই করছে বেজিং। যদিও ওই দ্বীপের বিষয়ে আপসের প্রশ্ন ওঠে না বলে বরাবরই বলে এসেছে টোকিও। ২০১৩ সালের নভেম্বর মাসে ওই বিতর্কিত দ্বীপপুঞ্জকে ঘিরে আকাশপথে একটা প্রতিরক্ষা বলয় পর্যন্ত গঠন করে বেজিং।
যদিও রাষ্ট্রসংঘ স্বীকৃত আন্তর্জাতিক চুক্তি অনুসারে এই দ্বীপপুঞ্জ ২০১২ সাল থেকে জাপানেরই প্রাপ্য ছিল৷ কিন্তু ১৯৪৯ সালে মাও সে তুং চিনের দখল নেওয়ার পর থেকেই তাইওয়ান সহ দক্ষিণ এবং পূর্ব চিন সাগরের সমস্ত দ্বীপমালার মতো সেনকাকু দ্বীপপুঞ্জও তাদেরই অংশ বলে দাবি করে চলেছেন বেজিংয়ের কমিউনিস্ট কর্তারা৷
এই সংক্রান্ত আরো সংবাদ
ধর্ষণের অভিযোগের তদন্ত চলায় এমবাপ্পেকে বিজ্ঞাপন থেকে সরাল রিয়াল
আর্থিক দ্বন্দ্বের মধ্যে পিএসজি ছেড়ে রিয়াল মাদ্রিদে আসার পর একেরবিস্তারিত পড়ুন
মিয়ানমারে বন্যায় মৃতের সংখ্যা দ্বিগুণ বেড়ে ২২৬
ঘূর্ণিঝড় ইয়াগির প্রভাবে দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশ মিয়ানমারে ভারি বৃষ্টিপাতের কারণেবিস্তারিত পড়ুন
ইসরাইলি হামলায় আরও ৩৮ ফিলিস্তিনি নিহত
গত ২৪ ঘণ্টায় ইসরাইলি বাহিনীর তান্ডবে প্রাণ গেছে আরও ৩৮বিস্তারিত পড়ুন