জাপানে শক্তিশালি ভূমিকম্প, সুনামি সতর্কতা জারি
পূর্ব এশিয়ান দ্বীপরাষ্ট্র জাপানে আবারও ৭.৩ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। জারি করা হয়েছে সুনামি সতর্কতা। ব্রিটিশ সংবাদমাধ্যম টেলিগ্রাফের ওয়েব ভার্সনে বলা হয়েছে, এই সতর্কতা ২০১১ সালের সুনামির ভয়াবহ স্মৃতিকে সামনে এনেছে।
উত্তরপূর্ব উপকূলীয় ফুকুশিমা এলাকায় ভূমিকম্পটি আঘাত হানে। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিলো ৭ দশমিক ৩। তবে এ ঘটনায় এখনও পর্যন্ত কোনো হতাহত কিংবা ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। ভূমিকম্পের পরপরই ওই অঞ্চলে সুনামি সতর্কতা জারি করা হয়েছে। নিরাপদ স্থানে সরে যেতে বলা হয়েছে এলাকার বাসিন্দাদের।
জাপান মেট্রোলজিক্যাল এজেন্সির বরাত দিয়ে আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, সকাল ৬টার দিকে এ ভূকম্পন অনুভূত হয়। এর পরই সুনামি সতর্কতা জারি করা হয় ফুকুশিমা এলাকায়। এদিকে মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা-ইউএসজিএস ভূমিকম্পের মাত্রা ৭.৩ বললেও পরে তা কমিয়ে ৬.৯ বলে জানায়। তারা জানিয়েছে ফুকুশিমা উপকূলে সৃষ্ট এ ভূমিকম্পের গভীরতা ছিলো ভূপৃষ্ট থেকে ১০ কিলোমিটার (৬ মাইল) গভীরে। ইউএসজিএস ভূমিকম্পের মাত্রা নামিয়ে আনলেও সুনামির আশঙ্কা অব্যাহত রাখে।
বার্তা সংস্থা এএফপি ও এপি জানিয়েছে, ভূমিকম্পটির উৎপত্তিস্থলের কাছাকাছি এলাকায় তিন মিটার বা ১০ ফুটের কাছাকাছি জলোচ্ছ্বাস আঘাত হানতে পারে। ঘটনার পরপরই ফুকুশিমাসহ পূর্ব উপকূলে সুনামির আশঙ্কা করা হচ্ছে। তাই ওই অঞ্চলে সুনামি সতর্কতা জারি করা হয়েছে।
এর আগে সর্বশেষ ২০১১ সালে শক্তিশালী ভূমিকম্পের পর ভয়াবহ সুনামিতে বড় ধরনের ক্ষয়ক্ষতির মুখে পড়ে জাপান। ওই বছরের ১১ মার্চ রিখটার স্কেলে ৯ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠেছিল ছোট্ট দ্বীপরাষ্ট্রটি। উপকূল উপচে উঠে আসা সাগর ভাসিয়ে নিয়ে গিয়েছিল পূর্ব জাপানের বেশ কয়েকটি প্রদেশের জীবন আর জনপদ। ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত হয় ফুকুশিমার পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পের একটি চুল্লি। ভয়াবহ সেই ধ্বংসযজ্ঞে প্রাণ হারান ১৫ হাজার ৮৯৪ জন। আরও ২ হাজার ৫৬১ জনের কোনো খোঁজ মেলেনি। তেজস্ক্রিয়ায় ভারি হয়ে ওঠে বাতাস, উদ্বাস্তু হয় লাখো মানুষ।
ক্ষতি সামলে সুনামি সতর্কতা ব্যবস্থাকে আরও শক্তিশালী করতে সমর্থ হয়েছে দেশটি।
এই সংক্রান্ত আরো সংবাদ
ধর্ষণের অভিযোগের তদন্ত চলায় এমবাপ্পেকে বিজ্ঞাপন থেকে সরাল রিয়াল
আর্থিক দ্বন্দ্বের মধ্যে পিএসজি ছেড়ে রিয়াল মাদ্রিদে আসার পর একেরবিস্তারিত পড়ুন
মিয়ানমারে বন্যায় মৃতের সংখ্যা দ্বিগুণ বেড়ে ২২৬
ঘূর্ণিঝড় ইয়াগির প্রভাবে দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশ মিয়ানমারে ভারি বৃষ্টিপাতের কারণেবিস্তারিত পড়ুন
ইসরাইলি হামলায় আরও ৩৮ ফিলিস্তিনি নিহত
গত ২৪ ঘণ্টায় ইসরাইলি বাহিনীর তান্ডবে প্রাণ গেছে আরও ৩৮বিস্তারিত পড়ুন