জামায়াত আমির: সুষ্ঠু নির্বাচনের আগে রাষ্ট্র সংস্কার জরুরি
বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ড. শফিকুর রহমান বলেছেন, “সুষ্ঠু নির্বাচন করতে হলে আগে রাষ্ট্র সংস্কার জরুরি। এজন্য অন্তর্বর্তী সরকারকে যৌক্তিক সময় দিতে চায় জামায়াতে ইসলামী। এটা বছরের পর বছর যেমন নয়, আবার সংস্কার বাদ দিয়ে নির্বাচন হলেও তা সুষ্ঠু হবে না। এখন বিএনপি যে তাড়াহুড়ো করছে তা বলবো না, বরং বিএনপি আগের থেকে নির্বাচনের কথা বেশি স্মরণ করিয়ে দিচ্ছে।”
শুক্রবার (৮ নভেম্বর) সকালে জেলা জামায়াতের আয়োজনে নীলফামারী শহরের বড় মাঠে এক কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
জামায়াতের আমির বলেন, “আমরা সেই বিচার ব্যবস্থা কায়েম করতে চাই, যেই বিচার ব্যবস্থায় সবারই ন্যায়বিচার পাওয়ার হকদার হবে। কোনো অনিয়ম-দুর্নীতি থাকবে না, কেউ অনিয়ম-দুর্নীতি বা ঘুষ নিলে সে যেই হোক তারও বিচার করা হবে।
তিনি নেতাকর্মীদের উদ্দেশে বলেন, “বিগত সরকারের আমলটা কেমন ছিল তা আপনারাও জানেন, মানুষের শান্তি কেড়ে নেওয়া হয়েছিল। আমাদের অফিসগুলো সিলগালা করে দিয়েছিল। আমরা বাড়িতে শান্তিতে ঘুমাতেও পারিনি।”
এ সময় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য অধ্যাপক মাহবুবুর রহমান বেলাল, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) নীলফামারী জেলা শাখার সভাপতি আ খ ম আলমগীর সরকার, জেলা নায়েবে আমির ড. খায়রুল আনাম, জামায়াতের জেলা সেক্রেটারি আনতাজুল ইসলাম, জামায়াতের রংপুর-দিনাজপুর অঞ্চল টিম সদস্য আব্দুর রশিদ প্রমুখ।
এই সংক্রান্ত আরো সংবাদ
৪৮ ঘণ্টার মধ্যে জাতীয় পার্টিকে নিষিদ্ধের দাবি গণ অধিকার পরিষদের
জাতীয় পার্টিকে ৪৮ ঘণ্টার মধ্যে নিষিদ্ধ করাসহ তিন দাবি জানিয়েছেবিস্তারিত পড়ুন
নুরুল হকের স্বাস্থ্যের খোঁজ নিলেন খালেদা জিয়া
গণ অধিকার পরিষদের আহত সভাপতি নুরুল হকের স্বাস্থ্যের খোঁজ নিয়েছেনবিস্তারিত পড়ুন
যুক্তরাষ্ট্রে স্কুলে বন্দুক হামলায় দুই শিশু নিহত, আহত ১৭
যুক্তরাষ্ট্রের মিনেসোটা অঙ্গরাজ্যের মিনিয়াপোলিস শহরে একটি ক্যাথলিক স্কুলে জানালা দিয়েবিস্তারিত পড়ুন













