জামালপুরে গ্রাম্য সালিশে তিন সন্তানের সামনে গৃহবধূকে প্রকাশ্যে দোররা
জামালপুরের বকশীগঞ্জে গ্রাম্য সালিশে ফারজানা কোহিনূর নামে এক গৃহবধুকে তিন সন্তানের সামনে প্রকাশ্যে দোররা মারা হয়েছে। শুধু তাই না মাতাব্বরদের চাপের মুখে নাক ছেচুর (নাকে খত) দিয়ে জীবনে রক্ষা পেয়েছে ওই গৃহবধূ।
সালিশে উপস্থিত গৃহবধুর দেবর এক পুলিশ সদস্যের হুকুমেই ওই রায় বাস্তবায়ন করা হয়। শনিবার বিকালে পৌর শহরের মালিরচর তকিরপাড়া গ্রামে এই ঘটনা ঘটে। অসুস্থ্য গৃহবধূ ফারজানা কোহিনূর বকশীগঞ্জ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
জানা গেছে,বকশীগঞ্জ পৌর শহরের মালিরচর তকিরপাড়া গ্রামের গৃহবধু ফারজানা কোহিনূরের স্বামী ওসমান আলীর সাথে দীর্ঘ দিন যাবৎ তার শশুড় ও পুলিশ দেবরদের জমি নিয়ে দ্বন্দ্ব চলে আসছিলো। এই নিয়ে শনিবার বিকালে শশুর আবেদ আলীর বাড়িতে একটি সালিশ বসে। সালিশে উপস্থিত মাতাব্বরগণ উসমান আলীকে জোর পূর্বক জমি ছেড়ে দেওয়ার জন্য বলে।
ওসমানের স্ত্রী এর প্রতিবাদ করলে উপস্থিত মাতাব্বররা ক্ষিপ্ত হয়ে ফারজানা কোহিনূরকে দোররা মারার ফতোয়া দেন। দোররা মারার সিদ্ধান্ত দেন মাতাব্বর হাজী আবেদ আলী। ফলে সালিশে উপস্থিত লোকজনের সামনে প্রকাশ্যে গৃহবধু ফারজানা কোহিনূরকে দোররা মারা হয়। ওই সময় মাকে বাচাঁনোর জন্য সালিশে উপস্থিত ফারজানা কোহিনূরের তিন শিশু সন্তান মাতাব্বরদের কাছে বার বার পায়ে ধরে আকুতিঁ জানান। কিন্তু মাতাব্বরা তাকে ক্ষমা করেননি। দোররা মারেন সালিশে উপস্থিত গৃহবধুর দেবর পুলিশ সদস্য অলিউল্ল্যাহ।
শুধু তাই না ক্ষুব্ধ মাতাববররা গৃহবধূকে প্রায় ২০ ফুট দীর্ঘ নাক ছেচুর (নাকে খত) দিতে বাধ্য করেন। ফলে গৃহবধূ ফারজানা কোহিনূরের নাক থেঁতলে গেছে। নির্যাতন ও লজ্জায় ঘটনাস্থলেই গৃহবধূ ফারজানা কোহিনূর গুরুতর অসুস্থ্য পড়ে। পরে তাকে বকশীগঞ্জ হাসপাতালে ভর্তি করা হয়।
এ ব্যাপারে গৃহবধুর ভাই সাইফুল ইসলাম বলেন, নির্যাতনকারীদের বিরুদ্ধে আইনের আশ্রয় নেয়া হবে।
এ ব্যাপারে বকশীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসলাম হোসেন জানান, অভিযোগ পেলে ব্যবস্থা নেয়া হবে।
এই সংক্রান্ত আরো সংবাদ
ডিএমপি: ৫ আগস্ট পুলিশের ওপর হামলার ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়া হবে
ঢাকা মহানগর পুলিশের রমনা বিভাগের উপকমিশনার (ডিসি) মো. সারোয়ার জাহানবিস্তারিত পড়ুন
আমির খসরু: নির্বাচনের মাধ্যমে জনগণকে দেশের মালিকানা ফিরিয়ে দিতে হবে
বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, “গণতন্ত্রেরবিস্তারিত পড়ুন
নারায়নগঞ্জে কোটা আন্দোলনকারীর উপর আক্রমন
নিজস্ব প্রতিবেদক : নারায়নগঞ্জ জেলার সোনারগাঁ এলাকায় কোটা আন্দোলনকারী সংগঠকবিস্তারিত পড়ুন