জামালপুরে ট্রেনে কাটা পড়ে দুজনের মৃত্যু
জামালপুরে পৃথক স্থানে ট্রেনে কাটা পড়ে দুজনের মৃত্যু হয়েছে। তন্মধ্যে জামালপুরের সরিষাবাড়ী মুক্তিযোদ্ধা সংসদের পাশে রেল ক্রসিংয়ে ঢাকাগামী আন্তঃনগর অগ্নিবীণা ট্রেনে কাটা পড়ে অজ্ঞাতপরিচয় এক বৃদ্ধার মৃত্যু হয়েছে।
এছাড়া একই দিন রাতে জামালপুর রেলওয়ে স্টেশনের অদূরে আন্তঃনগর ব্রহ্মপুত্র এক্সপ্রেস ট্রেনে কাটা পরে অপর এক ব্যক্তির মৃত্যু হয়।
স্থানীয় সুত্রে জানা গেছে, গতকাল মঙ্গলবার বিকেলে অজ্ঞাতপরিচয় এক বৃদ্ধা রেল লাইন পার হচ্ছিলেন। এ সময় তারাকান্দি রেল ষ্টেশন থেকে ছেড়ে আসা অগ্নিবীণা আন্তঃনগর ট্রেনটি ওই বৃদ্ধাকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
পরে উৎসুক জনতা এক নজর বৃদ্ধার লাশ দেখার জন্য ভিড় করলেও লাশ দেখে কেউই ওই বৃদ্ধাকে সনাক্ত করতে পারেনি। অপরাদিকে একই দিন রাতে দেওয়ানগঞ্জগামী আন্তঃনগর ব্রহ্মপুত্র এক্সপ্রেস ট্রেনের নিচে কাটা পড়ে অজ্ঞাতপরিচয় এক ব্যক্তি(৫০) ঘটনাস্থলেই মারা যায়।
মুখে দাঁড়ি ও শ্যামলা বর্ণের নিহত ব্যক্তির পরনে হাল্কা খয়েরী রঙের প্যান্ট, আকাশী রঙের শার্ট ছিল। এ ছাড়াও নিহতের পকেটে ঢাকা থেকে জামালপুর পর্যন্ত ওই ট্রেনেরই একটি টিকেট ছিল।
এ ব্যাপারে জামালপুর রেলওয়ে থানার ওসি মো.নাছিমুল ইসলাম মজুমদার জানান, জামালপুরে পৃথক স্পটে ট্রেনে কাটা পড়ে নিহত দুজনের লাশ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় জামালপুর রেলওয়ে থানায় পৃথক অপমৃত্যুর মামলা হয়েছে।
এই সংক্রান্ত আরো সংবাদ
জামালপুরে ৮ জুয়ারিসহ ৩ মাদক ব্যবসায়ী আটক
জামালপুরের বকশীগঞ্জে ডিবি-২ এর অভিযানে জুয়ার আসর থেকে ৮ জনবিস্তারিত পড়ুন
দেওয়ানগঞ্জে ভাইস চেয়ারম্যান হলেন তৃতীয় লিঙ্গের মুন্নি
জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে মহিলা ভাইস চেয়ারম্যান পদে পাঁচবিস্তারিত পড়ুন
সুপ্রিম কোর্টের আদেশে সরিষাবাড়ী উপজেলা পরিষদের নির্বাচন স্থগিত
জামালপুরের সরিষাবাড়ী উপজেলা পরিষদ নির্বাচন স্থগিত করেছে ইসি। সুপ্রিম কোর্টেরবিস্তারিত পড়ুন