শুক্রবার, এপ্রিল ১১, ২০২৫

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

জামায়াতের টার্গেট এখন স্থিতিশীল রাজনীতি : শিগগিরই আসছে ঢাকা মহানগর উত্তর-দক্ষিণ কমিটি

নতুন আমির নিযুক্ত হওয়ার পর উজ্জীবিত জামায়াতের টার্গেট এখন স্থিতিশীল রাজনীতি। দলটির সব স্তরের নেতাকর্মীদের মধ্যে গত সপ্তাহ থেকে এ ধরনের চিন্তা-ভাবনা তৈরি হয়েছে। পাশাপাশি কেন্দ্রীয় কমিটি পনর্গঠনসহ ঢাকা মহানগর উত্তর-দক্ষিণ কমিটি গঠন নিয়ে ব্যস্ত রয়েছেন দলটির নেতারা। একই সঙ্গে আগাম জাতীয় সংসদ নির্বাচনের জন্য তৈরি হচ্ছে ভেতরে ভেতরে। গতকাল মানবকণ্ঠকে এমন তথ্য জানান ঢাকা মহানগর জায়ামাতের আগের কমিটির একাধিক নেতা।

নাম প্রকাশ না করার শর্তে এসব নেতা বলেন, সময়ের সঙ্গে পাল্লা দিয়ে সংগঠনকে নতুনভাবে তৈরি করা হবে। যুদ্ধাপরাধের অভিযোগে নেতাদের ফাঁসি কার্যকর হলেও পেছনের দিকে তাকাতে চাচ্ছেন না দলটির নতুন প্রজšে§র নেতারা। তাদের মধ্যে পল্টন থানা জামায়াতের দায়িত্বশীল এক নেতা বলেন, একশ’ নেতাকে ফাঁসি দিলেও জামায়াত তার আদর্শ থেকে ছিটকে পড়বে না। তিনি বলেন, জামায়াত তার লক্ষ্য উদ্দেশ্য সামনে নিয়ে এগিয়ে যাবে।

এ দিকে নতুন আমির মকবুল আহমাদ দায়িত্ব পাওয়ার পর সারাদেশে সংগঠনটির নেতাকর্মীদের মধ্যে সাংগঠনিক গতিশীলতা বেড়েছে। গত কয়েক দিন ধরে বেশ কিছু জেলাতে সাংগঠনিক কার্যক্রম অব্যাহত রয়েছে। এমনটি জানিয়েছেন সংগঠনটির জেলা নেতারা। কুমিল্লার চৌদ্দগ্রাম থানা জামায়াতের এক নেতা বলেন, জামায়াতকে এখন সহিংসতার রাজনীতি ছেড়ে স্থিতিশীল রাজনীতিতে এগোতে হবে। তাহলে দলের জন্য ভালো হবে। নাম প্রকাশ না করার শর্তে তিনি বলেন, এ জামায়াত এ মুহূর্তে সরকারের সঙ্গে কলহ-বিবাদে জড়াবে না বলে তার বিশ্বাস। একই মন্তব্য সারাদেশের নেতাকর্মীদের বলেও তিনি জানান।

অপরদিকে যুদ্ধাপরাধের অভিযোগে মৃত্যুদণ্ডপ্রাপ্ত দলের শীর্ষ নেতাদের একে একে ফাঁসি কার্যকরের পর নতুন আমির নিযুক্ত হলেও আবারো একটু সমস্যার মধ্যে পড়েছে জামায়াতের নেতারা। সম্প্রতি নতুন আমির মকবুল আহমাদের বিরুদ্ধে যুদ্ধাপরাধের অভিযোগে ট্রাইব্যুনাল ইতিমধ্যে তদন্তের কাজ শুরু করার কারণে দলটির নেতাকর্মীদের মধ্যে এক ধরনের অস্থিরতা বিরাজ করছে, যা দলটির নেতাকর্মীদের জন্য শুভ হচ্ছে না। এমন ধরনের প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন জামায়াতের একাধিক নেতা। নাম প্রকাশ না করার শর্তে তারা বলেন, অতীতে শীর্ষ নেতাদের ফাঁসি ঠেকানের জন্য সব ধরনের কৌশল করেও লাভ হয়নি। একই সঙ্গে আইনি লড়াই চালিয়ে নেতাদের রক্ষার জন্য নানা ফন্দি করলে শেষ মুহূর্তে ব্যর্থতার পরিচয় দিয়েছেন দলটির শীর্ষ নেতারা। শুধু তাই নয়, নেতাদের ফাঁসি কার্যকরে দলটির নীতিনির্ধারকরা হতবাক হন। এমন কথা জানা গেছে দলটির বিভিন্ন সংশ্লিষ্ট সূত্র থেকে।

তারা আশা করছেন নতুন আমির মকবুল আহমাদ দায়িত্ব পাওয়ার পর জামায়াত নতুনভাবে ঘুরে দাঁড়াবে। এ লক্ষ্যে নেতাকর্মীদের মধ্যে বেশ উদ্দীপনা দেখা যাচ্ছে। একই সঙ্গে দলটির নেতাকর্মীরা সাংগঠনিক কার্যক্রম জোরদারে মাঠে নামবে। দলটির মিরপুর জোনের এক নেতা এ তথ্য জানিয়ে বলেন, যুদ্ধাপরাধ মুক্ত হওয়ার পর ঘুরে দাঁড়াবে জামায়াত। তাই নতুন আমিরের বিরুদ্ধে সম্প্রতি যুদ্ধাপরাধের অভিযোগ ওঠার পর জামায়াতের দায়িত্বশীলদের মধ্যে চিন্তার বিষয় হয়ে দাঁড়িয়েছে। এ জন্য তারা নতুন নতুন সিদ্ধান্ত গ্রহণের প্রস্তুতি নিচ্ছেন ভেতরে ভেতরে। এমন তথ্য জানিয়েছেন ঢাকা মহানগর জামায়াতের দায়িত্বশীল নেতারা। তারা বলেন, নতুন আমির মকবুল আহমাদকে সব ধরনের সহযোগিতা করবেন সংগঠনের আন্ডারগাউন্ডে থাকা ব্যবসায়ী ও শুভাকাক্সক্ষী নেতারা।

অন্যদিকে ঢাকা মহানগর উত্তর-দক্ষিণের কমিটি নিয়ে ব্যস্ত রয়েছেন দলটির শীর্ষ নেতারা। গত এক সপ্তাহ থেকে ভেবে চিন্তে কমিটি গঠনে মাঠে নামছেন দলটির দায়িত্বশীল নেতারা। সেই লক্ষ্যে আগামী দু-এক দিনের মধ্যে কমিটি ঘোষণা দেয়ার কথা শোনা গেছে।উৎসঃ মানব কণ্ঠ

এই সংক্রান্ত আরো সংবাদ

সাবেক এমপি মিয়াজী যশোরের পার্ক থেকে আটক

ঝিনাইদহ-৩ আসনের সাবেক এমপি ও শেখ হাসিনার সাবেক সামরিক সচিববিস্তারিত পড়ুন

ফের ২ দিন রিমান্ডে আনিসুল হক

রাজধানীর বাড্ডা থানার স্বেচ্ছাসেবকদল নেতা আল-আমিন হত্যা মামলায় সাবেক আইনমন্ত্রীবিস্তারিত পড়ুন

আমির খসরু: নির্বাচনের মাধ্যমে জনগণকে দেশের মালিকানা ফিরিয়ে দিতে হবে

বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, “গণতন্ত্রেরবিস্তারিত পড়ুন

  • জামিন পেলেন সাবেক বিচারপতি মানিক
  • হাসিনার পতনে জাতির মনোজগত পরিবর্তন হয়েছে, নতুন রাজনীতি হতে হবে স্বচ্ছ: আমীর খসরু
  • বগুড়ায় হাসিনা-কাদেরের বিরুদ্ধে আরও এক মামলা
  • ১৭ বছর পর সচল হলো আবদুল আউয়াল মিন্টুর ব্যাংক হিসাব
  • ১০ দিনের রিমান্ডে সালমান এফ রহমান ও আনিসুল হক
  • ছাত্রলীগ-যুবলীগসহ আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবি নুরের দলের
  • কোটা আন্দোলনে সবচেয়ে বেশি ইমেজ ড্যামেজ হয়েছে মুক্তিযুদ্ধের
  • বিএনপি ও সমমনা দলের সঙ্গে পুলিশের ধাওয়া-পাল্টা ধাওয়া
  • বিকেলে বাসায় ফিরবেন খালেদা জিয়া
  • খালেদা জিয়া মুক্তি পেলে দেশের গণতন্ত্র মুক্তি পাবে : এ্যানী
  • রায়পুরায়  বিএনপির প্রায় ১০০ নেতা কর্মী আ’লীগে যোগদান
  • বিএনপির আন্দোলন ভুয়া, তারেক রহমানের নেতৃত্বে আতঙ্কিত: ওবায়দুল কাদের