জামায়াতের মানবতাবিরোধী ভূমিকার জন্য সংসদে বিল উত্থাপিত হবে
জামায়াত-শিবিরের মানবতাবিরোধী ভূমিকার জন্য সরকার খুব শিগগিরই সংসদে বিল উত্থাপন করতে যাচ্ছে বলে জানিয়েছেন আইন, বিচার ও সংসদবিষয়কমন্ত্রী আনিসুল হক।
আজ মঙ্গলবার দুপুরে বরিশালে জেলা জজ আদালত চত্বরে ৩৭ কোটি টাকা ব্যয়ে ১২তলা বিশিষ্ট প্রধান বিচারিক হাকিম আদালত ভবন নির্মাণের ভিত্তিপ্রস্তর স্থাপনের পর সুধী সমাবেশে আইনমন্ত্রী এই তথ্য জানান।
বিচারিক হাকিমের আয়োজনে জেলা জজ মো. আনোয়ারুল হকের সভাপতিত্বে সুধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে আইনমন্ত্রী বলেন, ‘স্বাধীনতার ৪৪ বছর পর যুদ্ধাপরাধীদের সর্বোচ্চ আদালতে বিচার হতে দেখেছি এবং সেই সাজা কার্যকর হতে দেখেছি। যা আইনের শাসন প্রতিষ্ঠা প্রচেষ্টার একটি লক্ষণ। এখন সরকার জামায়াত-শিবিরের মানবতাবিরোধী ভূমিকার জন্য খুব শিগগিরই সংসদে বিল উত্থাপন করতে যাচ্ছে।’
আনিসুল হক বলেন, ‘আওয়ামী লীগ সরকার ১৯৯৬ সালে ক্ষমতায় আসার পর আইনের শাসন প্রতিষ্ঠায় কাজ করেছে। যার ধারাবাহিকতায় দীর্ঘ চড়াই উৎরাই পেরিয়ে বঙ্গবন্ধু হত্যার বিচার পেয়েছি আমরা। বর্তমানে সরকার বিচার বিভাগের উন্নতির জন্য আন্তরিক হয়ে কাজ করছে।’
আইনমন্ত্রী বলেন, ‘সরকার আইনের শাসনের দুষ্প্রাপ্যতা রোধে আর বিচার প্রার্থীদের সহায়তায় কাজ করছে। এ জন্য ২০০৯ সালে সব জেলায় বিচারিক হাকিম আদালত ভবন নির্মাণের পরিকল্পনা নেওয়া হয়েছে। যার ধারাবাহিকতায় বরিশালে আদালত চত্বরে ১০তলা ভবন নির্মাণ কার্যক্রমের ভিত্তি প্রস্তর স্থাপন করা হলো।’
আনিসুল হক আরো বলেন, ‘যেসব জেলা আদালতের জীর্ণদশা সেগুলো নতুন করে তৈরি করার জন্য পরিকল্পনা করা হচ্ছে। এটা হচ্ছে বিচার বিভাগের ভিত শক্ত করার পরিকল্পনা। এটা বিচার বিভাগের হাত থেকে ক্ষমতা কেড়ে নেওয়ার পরিকল্পনা নয়।’
সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য দেন সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী ও সাবেক সংসদ অ্যাডভোকেট ইউসুফ হোসেন হুমায়ুন, সংসদ সদস্য তালুকদার মো. ইউনুস, জেবুন্নেছা আফরোজ, পঙ্কজ দেব নাথ ও শেখ মো. টিপু সুলতান। আইনমন্ত্রীর সঙ্গে উপস্থিত ছিলেন আইন ও বিচার বিভাগ সচিব আবু সালেহ শেখ মো. জহিরুল হক, যুগ্ম সচিব (প্রশাসন-১) বিকাশ কুমার সাহা, বরিশাল জোন গণপূর্ত বিভাগের অতিরিক্ত প্রধান ইঞ্জিনিয়ার মো. আমিনূল ইসলাম।
এই সংক্রান্ত আরো সংবাদ
ফের ২ দিন রিমান্ডে আনিসুল হক
রাজধানীর বাড্ডা থানার স্বেচ্ছাসেবকদল নেতা আল-আমিন হত্যা মামলায় সাবেক আইনমন্ত্রীবিস্তারিত পড়ুন
আমির খসরু: নির্বাচনের মাধ্যমে জনগণকে দেশের মালিকানা ফিরিয়ে দিতে হবে
বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, “গণতন্ত্রেরবিস্তারিত পড়ুন
জামিন পেলেন সাবেক বিচারপতি মানিক
অবৈধভাবে ভারতে অনুপ্রবেশের সময় সিলেটের কানাইঘাটের ডোনা সীমান্ত এলাকা থেকেবিস্তারিত পড়ুন