‘জামায়াতের হরতাল কৌতুকে পরিণত হয়েছে’
জামায়াতের ডাকা আজকের (সোমবার) হরতাল কৌতুকে পরিণত হয়েছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক ড. হাছান মাহমুদ।
সোমবার দুপুরে জাতীয় প্রেসক্লাবের সামনে এক সমাবেশে এ মন্তব্য করেন তিনি। বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট এ সমাবেশের আয়োজন করে।
ড. হাছান মাহমুদ বলেন, ‘ঢাকার রাস্তা-ঘাট দেখে মনে হয়না কেউ হরতাল ডেকেছে। জামায়াতের ডাকা এই হরতাল কৌতুকে পরিণত হয়েছে।’
বিএনপি ও জামায়াতকে যুদ্ধাপরাধীর দল মন্তব্য করে তিনি বলেন, ‘কারো ব্যক্তিগত দায় দল নেবেনা বলে বিএনপির নেতারা বলেছিল। কিন্তু বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন কাদের (সাকা) চৌধুরীর বিচার চলাকালে তাকে (সাকা) পদ থেকে বহিষ্কার করেনি বিএনপি। তার মানে বিএনপি ও জামায়াত যুদ্ধাপরাধীর দল।’
জামায়াতের সেক্রেটারী জেনারেল হিসেবে আলী আহসান মোহাম্মদ মুজাহিদকে মৃত্যুদণ্ড দেওয়া হয়নি দাবি করে সাবেক এই বন ও পরিবেশ বিষয়ক মন্ত্রী বলেন, ‘যুদ্ধাপরাধী হিসেবে মুজাহিদকে মৃত্যুদণ্ড দেয়া হয়েছে।’
যুদ্ধাপরাধীর পক্ষে কথা না বলে মানবতার পক্ষে কথা বলার আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘যারা যুদ্ধাপরাধীর পক্ষে কথা বলছেন তাদেরকে আমি বলবো, আপনারা মানবতার পক্ষে কথা বলুন।’
আয়োজক সংগঠনের সাধারণ সম্পাদক অরুণ সরকার রানার সভাপতিত্বে সমাবেশে আরও বক্তব্য রাখেন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী অ্যাডভোকেট সামসুল হক টুকু, আ’লীগের কেন্দ্রীয় উপ-কমিটির সহ-সম্পাদক অ্যাডভোকেট বলরাম পোদ্দার, সহ-সম্পাদক তাজমহল হিরক প্রমুখ।
এই সংক্রান্ত আরো সংবাদ

সাবেক এমপি মিয়াজী যশোরের পার্ক থেকে আটক
ঝিনাইদহ-৩ আসনের সাবেক এমপি ও শেখ হাসিনার সাবেক সামরিক সচিববিস্তারিত পড়ুন

ফের ২ দিন রিমান্ডে আনিসুল হক
রাজধানীর বাড্ডা থানার স্বেচ্ছাসেবকদল নেতা আল-আমিন হত্যা মামলায় সাবেক আইনমন্ত্রীবিস্তারিত পড়ুন

আমির খসরু: নির্বাচনের মাধ্যমে জনগণকে দেশের মালিকানা ফিরিয়ে দিতে হবে
বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, “গণতন্ত্রেরবিস্তারিত পড়ুন