জামায়াতের হরতাল প্রত্যাহার
জামায়াতে ইসলামীর ডাকা চলমান হরতাল প্রত্যাহার করা হয়েছে। আজ দুপুর ২ টা ৫০ মিনিটে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে জামায়াতের ভারপ্রাপ্ত সেক্রেটারি ডা: শফিকুর রহমান দিনের পরবর্তী সময়ের জন্য হরতাল প্রত্যাহারের ঘোষণা দেন। রাষ্ট্রধর্ম ইসলাম নিয়ে করা রিটের শুনানি শেষে আদালত রিট খারিজ করে দেয়ায় হরতাল প্রত্যাহার করা হয়েছে বলে তিনি জানান।
বিবৃতিতে তিনি আরো বলেন, আজকের এ ঐতিহাসিক বিজয় নির্দিষ্ট কোন দল, ব্যক্তি বা গোষ্ঠীর বিজয় নয়। এ দেশের ১৬ কোটি মানুষেরই বিজয়। জনগণের প্রাণের দাবী বাস্তবায়িত হওয়ায় মহান আল্লাহ তায়ালার একান্ত শুকরিয়া আদায় করেন এ জামায়াত নেতা।
তিনি ষড়যন্ত্রকারীদের ষড়যন্ত্রের প্রতিবাদে সকাল থেকে দুপুর পর্যন্ত হরতাল সফল করায় দেশবাসীকে আন্তরিক মোবারকবাদ জানান এবং প্রতিবাদ কর্মসূচীতে বিভিন্ন ইসলামী দল, সংস্থা, সংগঠন, আইনজীবি ও বাংলাদেশের আপামর জনসাধারণ যে ঐতিহাসিক ভূমিকা পালন করেছেন সেজন্য জামায়াতে ইসলামীর পক্ষ থেকে তাদেরকে আন্তরিক অভিনন্দন জানান। একইসাথে ভবিষ্যতেও জনগণের স্বার্থ ও ইসলামী ঐতিহ্য সংরক্ষণ এবং বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় দলমতের উর্ধ্বে উঠে ইস্পাত কঠিন ঐক্য গড়ে তুলে নাগরিক দায়িত্ব পালন করার জন্য তিনি দেশবাসীর প্রতি আহবান জানান।
ডা: শফিক বলেন, জামায়াতে ইসলামী ঈমান ও ইসলাম রক্ষা এবং দেশ ও জাতির প্রয়োজনে অন্যায়ের কাছে মাথানত করবেনা। দেশ এবং জাতির কাঁধে কাধ মিলিয়ে আপোষহীন ও নিয়মতান্ত্রিক পন্থায় সর্বাত্মক সংগ্রাম চালিয়ে যাবে।
এই সংক্রান্ত আরো সংবাদ
ফের ২ দিন রিমান্ডে আনিসুল হক
রাজধানীর বাড্ডা থানার স্বেচ্ছাসেবকদল নেতা আল-আমিন হত্যা মামলায় সাবেক আইনমন্ত্রীবিস্তারিত পড়ুন
আমির খসরু: নির্বাচনের মাধ্যমে জনগণকে দেশের মালিকানা ফিরিয়ে দিতে হবে
বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, “গণতন্ত্রেরবিস্তারিত পড়ুন
জামিন পেলেন সাবেক বিচারপতি মানিক
অবৈধভাবে ভারতে অনুপ্রবেশের সময় সিলেটের কানাইঘাটের ডোনা সীমান্ত এলাকা থেকেবিস্তারিত পড়ুন