জামায়াতের ১৬ নেতাকর্মীকে আটক করেছে পুলিশ
সাতক্ষীরায় গোপন বৈঠক করার সময় পুলিশ অভিযান চালিয়ে ১৬ মহিলা জামায়াত নেতাকর্মীকে আটক করেছে। এ সময় সেখান থেকে উদ্ধার করা হয়েছে চারটি ককটেল। বৃহস্পতিবার দুপুর ১টার দিকে পুরাতন সাতক্ষীরার ফজলুল হকের বাড়ি থেকে তাদের আটক করা হয়। আটকরা হলেন- জামায়াতের রুকন তাহেরা খাতুন ও জোবেদা খাতুন, ফজিলা খাতুন, সেলিনা খাতুন, রেশমা খাতুন, সানজিদা খাতুন, সুফিয়া বেগম, রেহেনা বেগম, হাসিয়া খাতুন, সালমা বেগম, শাহিদা খাতুনসহ ১৬ জন।
সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমদাদুল হক শেখ জানান, শহরের পুরাতন সাতক্ষীরা এলাকার মাদ্রাসা পাড়ায় জামায়াত নেতা ফজলুল হকের বাড়িতে একদল নারী কর্মী গোপন বৈঠক করছে, এমন খবর পেয়ে সেখানে পুলিশ অভিযান চালায়। পরে সেখান থেকে মহিলা জামায়াতের নেতাকর্মীদের আটক করা হয়। তিনি আরো জানান, আটকরা নাশকতার পরিকল্পনা করছিলেন। তাদের কাছ থেকে পাওয়া যায় চারটি ককটেল।
এই সংক্রান্ত আরো সংবাদ
সাতক্ষীরা জেলায় আম সংগ্রহ উদ্বোধন
আমের গুণগত মান বজায় রেখে নিরাপদে আম বাজারজাত করতে সাতক্ষীরাবিস্তারিত পড়ুন
সুন্দরবনে আগুন নেভানোর কাজ শুরু
ফায়ার সার্ভিস, বনবিভাগ ও গ্রামবাসী একত্রে পূর্ব সুন্দরবনের চাঁদপাই রেঞ্জেরবিস্তারিত পড়ুন
কোটি টাকার স্বর্ণসহ ইউপি মেম্বার গ্রেপ্তার
সাতক্ষীরা সদর উপজেলার বৈকারী সীমান্ত থেকে ৯ পিছ স্বর্ণের বারসহবিস্তারিত পড়ুন