সোমবার, আগস্ট ২৫, ২০২৫

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

জামায়াত ইস্যুতে খালেদার সঙ্গে বুদ্ধিজীবীদের দূরত্ব

বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির নতুন কেন্দ্রীয় কমিটি গঠনের পর নেতাকর্মী এবং বিএনপিমনা বুদ্ধিজীবীদের সঙ্গে দলটির চেয়ারপারসন খালেদা জিয়ার দূরত্ব সৃষ্টি হয়েছে বলে জানা গেছে। নতুন কমিটিতে পদবঞ্চিত আর জামায়াত ইস্যুতে বুদ্ধিজীবীদের অসন্তোষসহ সার্বিক দিক দিয়ে এক প্রকার নাজুক পরিস্থিতে রয়েছেন তিনি। এমনকি দল গঠনে শুরু থেকে এই রাজনৈতিক দলটিতে যারা ওতপ্রোতভাবে যুক্ত ছিলেন তাদের অনেকের সঙ্গে দূরত্ব বেড়েছে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার।

জানা গেছে, দলটির অন্যতম পরামর্শক হিসেবে পরিচিত রাষ্ট্রবিজ্ঞানী অধ্যাপক ড. এমাজউদ্দিন আহমেদ এবং গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডা. জাফরুল্লাহ চৌধুরী ছাড়াও দলের বিভিন্ন পর্যায়ের নেতাদের সঙ্গে খালেদা জিয়ার এ দূরত্ব সৃষ্টি হয়েছে।

মূলত দলের নতুন কমিটিতে যারা পদবঞ্চিত হয়েছেন বা যাদের দাবি পূরণ হয়নি তারা এখন বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয় বা দলের নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়মুখী হচ্ছেন না। চলতি বছরের মার্চে অনুষ্ঠিত কাউন্সিলের আগে নিয়মিত দলের বিভিন্ন কর্মসূচিতে অংশ নিলেও এখন তাদের দেখা যাচ্ছে না। নানা অযুহাতে দলীয় কর্মসূচি থেকে তারা দূরত্ব বজায় রাখছেন।

অনেকে মনে করছেন, সম্প্রতি জামায়াতে ইসলামীকে বিএনপি জোটের বাইরে রাখার পরামর্শ দিয়ে দলটির নেত্রীর বিরাগভাজন হয়েছেন অধ্যাপক ড. এমাজউদ্দিন আহমেদ। আর ডা. জাফরুল্লাহ চৌধুরীও খালেদা জিয়ার উদ্দেশ্যে সম্প্রতি যে খোলা চিঠি লিখেছেন তাতেই স্পষ্ট তার সঙ্গেও কতটা দূরত্ব সৃষ্টি হয়েছে বিএনপি চেয়ারপারসনের।

তবে দলটির দায়িত্বশীল নেতারা মনে করছেন, সময়ের ব্যবধানে রাগ-ক্ষোভ কমে গেলে এসব দূরত্ব ঘুচে যাবে। খুব সহজে বিএনপি চেয়ারপারসনের সঙ্গে দূরত্ব ঘুচবে কিনা জানতে চাইলে অধ্যাপক এমাজউদ্দিন আহমেদ বলেন, জামায়াতে ইসলামী স্বাধীনতার বিরোধী দল। এখানে বিশ্বাসের ব্যাপার আছে। আবার অন্যান্য অনেক ব্যাপার আছে। স্বাধীনতার চেতনাবিরোধী জামায়াতে ইসলামীকে মানা সম্ভব নয়।

রাজনীতি বিশ্লেষক মহিউদ্দিন খান মোহন আশাবাদ ব্যক্ত করে বলেন, পরিস্থিতি উত্তরণে বিএনপি চেয়ারপারসনকেই উদ্যোগ নিতে হবে। খালেদা জিয়া যদি চান যে বিএনপির সঙ্গে বুদ্ধিজীবীরা যুক্ত থাকবেন তাহলে সবাইকে ঐক্যবদ্ধ করার উদ্যোগ নিতে হবে তাকেই।

পরামর্শকদের সঙ্গে বিএনপি চেয়ারপারসনের দূরত্ব সম্পর্কে জানতে চাইলে দলের ভাইস চেয়ারম্যান ব্যারিস্টার শাজাহান ওমর বীর উত্তম বলেন, ‘আমি ব্যক্তিগতভাবে চাই না জামায়াতে ইসলামী ২০ দলে থাকুক। তবে দলীয় সিদ্ধান্ত চূড়ান্ত।’

বিষয়টিকে স্পর্শকাতর বলে মন্তব্য করেছেন বিএনপির অন্যতম শরিক বাংলাদেশ কল্যাণ পার্টির চেয়ারম্যান সৈয়দ মুহাম্মদ ইবরাহিম বীর প্রতিক। তাই এ ব্যাপারে মন্তব্য করতে রাজি হননি তিনি।

এ বিষয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় রাষ্ট্রবিজ্ঞান বিভাগের প্রবীণ অধ্যাপক ড. নুরুল আমীন বেপারী জাগো নিউজকে বলেন, বিএনপির দুঃসময়ে সবার সঙ্গে সুসম্পর্ক বজায় রাখা উচিত। সবার সঙ্গে পরামর্শ করে বিএনপিকে এগিয়ে যাওয়ার পরামর্শ দেন তিনি।

এই সংক্রান্ত আরো সংবাদ

সাবেক এমপি মিয়াজী যশোরের পার্ক থেকে আটক

ঝিনাইদহ-৩ আসনের সাবেক এমপি ও শেখ হাসিনার সাবেক সামরিক সচিববিস্তারিত পড়ুন

ফের ২ দিন রিমান্ডে আনিসুল হক

রাজধানীর বাড্ডা থানার স্বেচ্ছাসেবকদল নেতা আল-আমিন হত্যা মামলায় সাবেক আইনমন্ত্রীবিস্তারিত পড়ুন

আমির খসরু: নির্বাচনের মাধ্যমে জনগণকে দেশের মালিকানা ফিরিয়ে দিতে হবে

বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, “গণতন্ত্রেরবিস্তারিত পড়ুন

  • জামিন পেলেন সাবেক বিচারপতি মানিক
  • হাসিনার পতনে জাতির মনোজগত পরিবর্তন হয়েছে, নতুন রাজনীতি হতে হবে স্বচ্ছ: আমীর খসরু
  • বগুড়ায় হাসিনা-কাদেরের বিরুদ্ধে আরও এক মামলা
  • ১৭ বছর পর সচল হলো আবদুল আউয়াল মিন্টুর ব্যাংক হিসাব
  • ১০ দিনের রিমান্ডে সালমান এফ রহমান ও আনিসুল হক
  • ছাত্রলীগ-যুবলীগসহ আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবি নুরের দলের
  • কোটা আন্দোলনে সবচেয়ে বেশি ইমেজ ড্যামেজ হয়েছে মুক্তিযুদ্ধের
  • বিএনপি ও সমমনা দলের সঙ্গে পুলিশের ধাওয়া-পাল্টা ধাওয়া
  • বিকেলে বাসায় ফিরবেন খালেদা জিয়া
  • খালেদা জিয়া মুক্তি পেলে দেশের গণতন্ত্র মুক্তি পাবে : এ্যানী
  • রায়পুরায়  বিএনপির প্রায় ১০০ নেতা কর্মী আ’লীগে যোগদান
  • বিএনপির আন্দোলন ভুয়া, তারেক রহমানের নেতৃত্বে আতঙ্কিত: ওবায়দুল কাদের